আপনার ওয়েবসাইটের কনটেন্ট কতটা ইউনিক তা চেক করবেন কিভাবে?

আপনার ওয়েবসাইটের কনটেন্ট কতটা ইউনিক তা চেক করবেন কিভাবে

আসসালামু আলাইকুম। প্রিয় ভিজিটর আজকের লেখা পোষ্টটি খুব ইমারজেন্স। বিশেষ করে যারা ওয়েব ডিভোলপার বা কোন সাইটের মালিক। তাছাড়া ও আপনি যদি কোন সাইটে আর্টিকেল লিখার কাজ করে থাকেন তাহলে আপনারই জন্য। এই পোস্টে আপনার ওয়েবসাইটের কনটেন্ট কতটা ইউনিক তা চেক করবেন কিভাবে । ওয়েবসাইট চেক করার tool সম্পর্কে জানতে পারবেন।

tool কি?

বর্তমানে মানুষ নিজের জ্ঞানকে বিতাড়িত করার চেয়ে অন্যের জ্ঞানকে কপি করার চেষ্টা করছে। প্রত্যেকেই বিনা অনুমতিতে অন্যের কনটেন্ট কপি করছে। যদিও এটা আইনত দণ্ডনীয় অপরাধ তারপরও তারা এই অপরাধটা করছে। এতে করে আসল লেখকরাও সময় নষ্ট করে লেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছে। এভাবেই প্রত্যেকেই কপি করার ছিনতাই থাকে এবং নিজেদের মেয়াদটুকু হারিয়ে ফেলে। কপি কনটেন্ট এর কারনে readers/viewers/listeners আসল কনটেন্ট ও লেখক কে খুঁজে পাচ্ছেন না। এবং তাদের সমস্যার সমাধানও পাবে না। এরকম অপরাধ থেকে বাঁচার জন্য অনেক ডেভলপাররাই এরকম টোল তৈরি করে। যার মধ্যে অধিকাংশ টোল ওই ফ্রিতে ব্যবহার করা যায় না।

আরো পড়ুন..

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে

যারা ওয়েব সাইটের মালিক তাদের সাইটে নিয়মিত পোষ্ট করেন অথবা অন্যদের দিয়ে

কাজ করান। আপনার অবশ্যই এই বিষয়ে ধারনা থাকা লাগবে। ধরেন আপনি একটা

পোষ্ট লিখার জন্য কাউকে বলেছেন এবং সে লিখে আপনার কাছে জমা দিল। এখন আপনি

যদি ভাবেন যে সে আসলেআটিকেলটি কপি করেছে নাকি সত্যিই নিজের যোগ্যতায়

লিখছে। এখন না চেক করেই যদি আপনি পোষ্ট পাবলিশ করে দেন। আর এটা যদি

Download

এডসেন্স টিম ধরে। ধরে না অবশ্যই ধরবে। কারন আপনি যদি ভাবেন গুগলকে বোকা

বানাব তাহলে আপনি নিজেই বোকা। সুতরাং কপি কন্টেন্ট এডসেন্স টিম দেখলেই

এডসেন্স বাতিল। তাই বুঝতেই পারছেন এর গুরুত্ব। তবে এই নিয়ম আপনাকে হুবহু

সঠিক ধারনা দিবেনা। তার জন্য এডসেন্স এর জন্য নিজেই পোষ্ট করা বেটার।

এবার আসি যারা অন্যের সাইটে পোষ্ট লিখেন। তাহলে যদি চেক করে সাইটে জমা

দেন তাহলে পোষ্ট পাবলিশ হওয়ার সম্বাবনা বেশি। কারন সাইট এডমিন প্রথমে

আপনার লেখা কন্টেন্ট চেক করবে। যদি ইউনিক হয় তাহলেই পাবলিশ করবে ।

সুতরাং বুঝতেই পারছেন আপনার কনটেন্ট চেক করার কতটা গুরুত্ব।

কিভাবে প্লেজারিজম চেক করবো

তো আর দেরি না করে চলুন দেখে নেই আপনার ওয়েবসাইটের কনটেন্ট কতটা ইউনিক তা চেক করবেন কিভাবে যেই পোস্টটি চেক করবেন সেই পোস্টটি কপি করুন।

আরো পড়ুন..

লিংক শেয়ার করে ইনকাম: প্রতিদিন ২-৫ ডলার ইনকাম

প্রথমে নিচের সাইটে ঢুকুন www.duplichecker.com

নিচের স্ক্রিনশটের মত কাজ করতে থাকুন

কিভাবে প্লেজারিজম চেক করবো
তাদের পলিসি সম্মত হতে Accept এ ক্লিক করুন
কিভাবে প্লেজারিজম চেক করবো
এবার কপি করা লেখাগুলো পেষ্ট করুন
Checking plagiarized posts
ক্যাপচা পূরণ করুন
Checking plagiarized posts
কিছু সময় অপেক্ষা করুন
Checking plagiarized posts
Checking plagiarized postsদেখুন রেজাল্ট চলে এসেছে
Checking plagiarized postsএখানে দেখাচ্ছে লেখাটি ইউনিক রয়েছে।
আরো পড়ুন..

আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করবেন।

এখন আসি যাদের পোস্ট হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দেখায়নি তারা কিভাবে আপনাদের পোস্ট ১০০ পার্সেন্ট ইউনিক করবেন। এর জন্য আরো একটু নিচে নামবেন নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন যেখানে দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটের পোস্ট অন্য সাইটের সাথে কি কি মিলছে যার কারণে আপনার ওয়েবসাইটের পোস্ট ১০০% ইউনিক হয়নি এবং সেখানে সেই ওয়েবসাইটের পোস্টটি উল্লেখ করা থাকবে আরো আরো থাকবে ওই ওয়েবসাইটের পোস্ট ও আপনার ওয়েবসাইটের পোস্ট যতটুকু মিল আছে ততটুকু লাল বর্ণ ধারণ করবে । নিচের স্ক্রিনশটের মত

Checking plagiarized posts

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভালো ভালো কনটেন্ট পেতে আমাদের সাইটে ভিজিট করুন।

ধন্যবাদ।

Leave a Reply