AI ব্যবহার করে খুব সহজেই Drawing করা শিখুন।

Ai এখন বর্তমান বিশ্বকাপের তাক লাগিয়ে দিয়েছে। বর্তমানে অনলাইনের অনেক রকম কাজেই এআই ব্যবহার করা হয়। এ আই ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করা যায়। drawing এর ক্ষেত্রেও এআই এর ব্যবহার রয়েছে। তাই এই পোস্টে দেখানোর চেষ্টা করব। এআই ব্যবহার করে কিভাবে ড্রইং শিখবেন। তো চলুন দেখে আসি এআই ব্যবহার করে ড্রয়িং করার সিস্টেম। ড্রয়িং শেখার জন্য একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তাই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে এখনই ট্রাই করে দেখতে পারেন।

 

ট্রাই করার জন্য প্রথমে Autodraw.com ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন।

AI ব্যবহার করে drawing

এখানে Start Drawing লেখায় ক্লিক করুন ।

AI ব্যবহার করে drawing ­

উপরে স্ক্রিনশট ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখা না টুলগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। ড্রয়িং শেখার আগে এই টুলগুলো সম্পর্কে জানতে হবে।

  1. Select : কোন কিছু সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করবেন। সিলেক্ট করে মুভ করতে পারবেন।
  2. Draw: আপনার মন মত করে আকতে এই টুল ব্যবহার করবেন। এখানে কোন কিছুর সাজেস্ট করবেনা।
  3. Type: কোন কিছু লিখার জন্য এই টুল ব্যবহার করবেন।
  4. Fill: ডিজাইনের কালার করার জন্য এইটুল ব্যবহার করবেন।
  5. Shape: বিভিন্ন ধরনের সেপ নেওয়ার জন্য ব্যবহার। যেমন- চতুর্ভুজ, ত্রিভুজ ও বৃত্ত।
  6. Autodraw: এআই এর মাধ্যমে অটোমেটিক ড্র করার জন্য এই টুলের ব্যবহার।

আমি এখানে আপনাদের একটি দৃশ্য তৈরি করে দেখাবো। নিচের স্ক্রিনশট গুলো দেখুন।

AI ব্যবহার করে drawing

এখানে আমি একটি ঘর আঁকার চেষ্টা করেছি। এআই আমাকে ঘরের ডিজাইন সাজেস্ট করছে। পছন্দমত একটি ডিজাইন বেছে নিলাম।

AI ব্যবহার করে drawing

আকার সুবিধার্থে ঘর টিকে সিলেক্ট করে নিচে রেখে দিলাম। এরপর একটি গাছ আকার চেষ্টা করলাম। এরপর সাজেস্ট করা একটি গাছ নিলাম।

AI ব্যবহার করে drawing

এভাবে ঘাস আকার চেষ্টা করলাম এবং ঘাস নিলাম।

AI ব্যবহার করে drawing

আর এভাবেই পাখি, ফুলের টব, বাড়ির দরজা ও সূর্য আনলাম। আপনি আজকে একইভাবে আকার ট্রাই করুন । এখানে সঠিকটি আপনার সামনে সাজেস্ট হবে।

AI ব্যবহার করে drawing

এখন Fill টুল ব্যবহার করে কালার সিলেক্ট করলাম। প্রত্যেকটা জিনিসের মানানসই কালার দিলাম।

আর এভাবেই তৈরি হয়ে গেল অসাধারণ একটি দৃশ্য। আসলে আমিও এটা প্রথমবার করছি তাই হয়তো বেশি একটা ভালো হয়নি। তবে আপনি যদি দুই তিনবার ট্রাই করেন তাহলে দেখবেন অনেক সুন্দর ড্রয়িং হবে। আর এই ড্রয়িং গুলো খুবই সিম্পল। তাই এটা দেখে দেখে আপনি খাতায় ও আকতে পারবেন।

AI ব্যবহার করে drawing

আঁকা সুন্দর হলে আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটের মেনু অপশনে ক্লিক করুন। Download ওখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।

আবার নতুন কোন ডিজাইন তৈরি করবেন Start Over করলে নতুন একটি ব্লাঙ্ক পেজ আসবে। যেখান থেকে আপনি নতুন ভাবে শুরু করতে পারবেন।

 

Leave a Reply