অন্য ফোনের কল নিজের ফোনে আনা

অন্য ফোনের কল নিজের ফোনে আনার নিয়ম

অন্য ফোনের কল নিজের ফোনে আনা ।অনেক সময় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অন্যের ফোনের কল রেকর্ড সম্পর্কে জানতে চাই। উদাহরণস্বরূপ- ইদানিং আপনি সন্দেহ করছেন আপনার প্রিয় মানুষ অন্য কারো সাথে কথা বলে। কিন্তু আপনি এখন পর্যন্ত একদিনও তার প্রমাণ খুঁজে পাননি। এই পোস্টে এমন একটা আইডিয়া দেব যার মাধ্যমে আপনি খুব সহজেই সঠিক তথ্য জানতে পারবেন। অর্থাৎ আপনার প্রিয় মানুষটি সত্যিই কি অন্য কারো সাথে কথা বলে এরকম বিষয়টি জানতে পারবেন। শুধু এই ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে আপনি অন্যের ফোনের তথ্য জানতে পারবেন। এখানে ফোনের তথ্য বলতে ওই লোকটি কার সাথে কথা বলছে কল সম্পর্কিত তথ্য জানতে পারবেন। আর এর জন্য কোন অ্যাপস এর সাহায্য নিতে হবে না। কাজটি করাও তেমন ঝামেলার নয়। আপনি সম্পূর্ণ সহজে নিয়ন্ত্রিত ভাবে কাজটি করতে পারবেন। ইতিমধ্যে আজকের পোষ্টের বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন- প্রেমিকার মোবাইলের call নিয়ে আসুন আপনার মোবাইলে, যে কারো কল লিস্ট আপনার মোবাইলে নিয়ে আসুন কোনো এপ্লিকেশন ছাড়াই এবং অন্য ফোনের কল নিজের ফোনে আনা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কল ফরওয়ার্ডিং সিস্টেম কি?

আসলে অন্য ফোনের কল নিজের ফোনে আনা এর বিষয়টি একটি কল ফরওয়ার্ডিং সিস্টেমে অন্তর্ভুক্ত। সাধারণত আপনি যখন একটি ফোনে কল গ্রহণ করতে অক্ষম হন তখন এ ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। এর কিছু সুবিধা রয়েছে। যেমন- কারো অনুপস্থিতিতে কল রিজেক্ট না হওয়া, ব্যক্তিগত কল একাধিক স্থানে বিভাজন এবং ভ্রমণ সংক্রান্ত সুবিধা রয়েছে। তবে ব্যাক্তির অমতে হলে এটি গোপনে অন্যের তথ্য চুরি করার অপরাধ হিসেবেও ধরা হয়। যে কারো কল লিস্ট আপনার মোবাইলে নিয়ে আসুন। কোনো এপ্লিকেশন ছাড়াই।

আরো পড়ুন..

ফোন আপডেট করার নিয়ম – মোবাইল স্লো হলে কি করব

প্রেমিকার মোবাইলের call নিয়ে আসুন আপনার মোবাইলে

গার্লফ্রেন্ড অথবা অন্য কারো ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে আপনাকে কিছু কাজ করতে হবে। তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই বলে রাখি, এর জন্য আপনার গার্লফ্রেন্ড এর ফোন প্রয়োজন হবে। কারণ তখন ওই ফোন থেকে অনুমোদন দিতে হবে। তবে সেটা বেশিক্ষণ সময় প্রয়োজন হবে না। সর্বোচ্চ এক মিনিটের মধ্যেই সেটিংস চালু করে রাখতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে সেটিংস টা চালু করবেন।

গার্লফ্রেন্ড এর মোবাইলের সকল তথ্য এখন আপনার ফোনে দেখুন

গার্লফ্রেন্ড অথবা যে কারো ফোনের কল ফরওয়ার্ড সিস্টেম চালু করতে নিচের কার্যক্রম গুলো অনুসরণ করুন।

আরো পড়ুন..

বাংলাদেশে প্রথম এন্ড্রয়েড ফোন কত সালে আসে 

কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু

প্রথমে আপনার গার্লফ্রেন্ড অথবা যে কারো ফোন আপনার হাতে নিন।

ফোনের কল অপশনে *21*ফরোয়ার্ড নাম্বার# লিখে প্রেস করুন। ফরওয়ার্ড নাম্বার এর জায়গায় অবশ্যই আপনার যে সিমে কল ফরওয়ার্ড করতে চান সে নাম্বারটি লিখবেন।

উদাহরণ: *21*018200…..#

ব্যাস, তারপরে আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে আপনার ফোনে কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু হয়ে যাবে।

কল ফরওয়ার্ডিং সিস্টেম বন্ধ

কল ফরওয়ার্ডিং সিস্টেম বন্ধ করার জন্য আপনার ওই ফোনের কল অপশনে ##21# লিখে প্রেস করুন।

তাহলে অটোমেটিক আপনার ফোনের কল ফরওয়ার্ডিং সিস্টেম অফ হয়ে যাবে।

এছাড়াও আমাদের আরো কিছু তথ্য জানা উচিত। সেগুলো নিচে বিস্তারিতভাবে দেখুন।

কল ফরওয়ার্ডিং অবস্থা চেক

আপনার ফোনে কল ফরওয়ার্ডিং স্ট্যাটাস চালু আছে নাকি অফ আছে সেটা জানার জন্য আপনাকে *#62# প্রেস করতে হবে। তাহলে খুব সহজে আপনার ফোনের কল ফরওয়ার্ডিং অবস্থা দেখতে পারবেন।

কল ফরওয়ার্ডিং সিস্টেম বন্ধ করার নিয়ম

যদি দেখেন আপনার সিমে কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু রয়েছে তাহলে কল ফরওয়ার্ডিং সিস্টেম অফ করার জন্য উপরে দেখানো পদক্ষেপ গুলো গ্রহণ করতে পারেন। যদি সেটা কাজ না করে তাহলে *#31# লিখে প্রেস করতে পারেন।

শেষ কথা: কল ফরওয়ার্ডিং সিস্টেম সম্পুর্ন বৈধ। তাই সব সময় সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন।

Leave a Reply