Download
কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন

কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন

হটস্পট বর্তমান সময়ে বহুল ব্যবহৃত শব্দ। অনেক সময় আমরা এ কেমনে এর সাথে ইন্টারনেট শেয়ার করি। এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করি। হেডফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করার একটি মাধ্যম হচ্ছে হটস্পট। এই পোস্ট থেকে আমরা জানতে পারবো – হটস্পট কি, হটস্পট কেন প্রয়োজন এবং কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন

হটস্পট কি

হটস্পট হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া জুড়ে ইন্টারনেট শেয়ারিং মাধ্যম। মূলত একটি রাউটারের মাধ্যমে হটস্পট তৈরি করা হয়। এই হটস্পট মাধ্যমে লোকাল এরিয়ায় ওয়ারলেস এ ইন্টারনেটে প্রবেশ করা যায়। মূলত একটি রাউটারের সাথে কম্পিউটারে বা ফোনে যুক্ত করা থাকে। যাকে আমরা বলে থাকি ওয়াইফাই। আর মোবাইলের ইন্টারনেট ও হটস্পট এর মাধ্যমে শেয়ার করা যায়। সেটা হচ্ছে হটস্পট এর নতুন বিকল্প পদ্ধতি। অর্থাৎ আমরা যেটাকে ওয়াইফাই বলে থাকি সেটা এবং মোবাইল থেকে মোবাইলে শেয়ার করা ইন্টারনেট উভয়ই হটস্পট।

আরো পড়ুন..

ভিপিএন ব্যবহারের সুবিধা ও অসুবিধা

হটস্পট কেন প্রয়োজন

হটস্পট দুই ধরনের এটা আমরা জেনেছি। প্রথমটা সে যেটা আমরা রাউটারের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করি। এবং দ্বিতীয়টি হচ্ছে মোবাইল থেকে মোবাইলে ইন্টারনেট শেয়ার এর হটস্পট। ইন্টারনেট মোবাইল থেকে মোবাইলে শেয়ার এর হটস্পট গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের জন্য সবচেয়ে সহজ প্রক্রিয়া। আপনার ফোনে বা কোথাও ইন্টারনেট নেই এমতাবস্থায় ইন্টারনেট কিনার দোকানগুলো বন্ধ। কিন্তু আপনার কোন বন্ধুর ফোনে ইন্টারনেট আছে। তাহলে তার থেকে আপনি হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং যে কোন প্রয়োজনে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাই হটস্পট এর গুরুত্ব রয়েছে। চলুন জেনে নেই কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন ।

হটস্পট চালু করার নিয়ম

হটস্পট চালু এবং শেয়ার করার সিস্টেমটি প্রত্যেকটি মোবাইল ডিভাইস এর জন্য আলাদা আলাদা হয়ে থাকে। তবে কাজগুলো একই।

Download

প্রথমে যে ফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে চান সেই ফোনটি হাতে নিন। 

কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন

সেটিংস অপশন থেকে hotspot, Mobile Hotspot বা Portable Hotspot খুঁজে বের করুন। এই নামটি ডিভাইস এর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তবে নামগুলো অনেকটা এরকম থাকে। সরাসরি খুঁজে না পেলে সেটিংস এর সার্চ অপশনে সার্চ করুন।

Download

এবার হটস্পট এর অপশনটি on, turn on অথবা active করুন।

এরপর যে ফোনে হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট নিতে চান সে ফোনটি হাতে নিন

Download

কিভাবে অন্য মোবাইলে মোবাইল হটস্পট সংযোগ করবেন

WiFi অপশনটি চালু করুন।

এবার ওয়াইফাই অপশন দিয়ে ট্যাপ দিয়ে ধরে রাখুন।

Download

এরপর এখানে আপনার শেয়ার করার ফোনের ডিভাইস নেম দেখতে পারবেন অথবা নতুন কোন নাম দেওয়া হলে সেটি দেখতে পারবেন। নামটির উপরে ক্লিক করুন।

এরপর আগের ফোনের হটস্পট এর পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি ফোনের হটস্পট অপশনে গেলে পেয়ে যাবেন।

ব্যাস তারপর থেকে এক ফোন থেকে অন্য ফোনে হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন..

ফোন আপডেট করার নিয়ম – মোবাইল স্লো হলে কি করব

হটস্পট ব্যবহারের অসুবিধা

Download

এক ফোন থেকে অন্য ফোনে হটস্পট ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি অনেক স্লো হয়ে যায়। এটা হচ্ছে হটস্পট ব্যবহারে সবচেয়ে বড় অসুবিধা। তবে এটি গুরুত্বপূর্ণ সময় খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তাছাড়াও হটস্পট এর কিছু অসুবিধা হলো মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া, মোবাইল দ্রুত মাত্রায় গরম হয়ে যাওয়া এমনকি ডিভাইসের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যায়।

বিঃদ্রঃ হটস্পট ব্যবহার

হটস্পট ব্যবহার তেমন প্রয়োজন হয় না। কারণ বর্তমানে সকল স্থানে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। তাদের অনেক সময়ে আমাদের বিভিন্ন দুর্যোগ অথবা যেকোনো কারণে ইন্টারনেট ব্যবহারে অসুবিধা হয়। সেই সকল স্থানের ক্ষেত্রে হটস্পট এর ব্যবহার রয়েছে। যে কোন মুহূর্তেই দ্রুততার সঙ্গে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় হটস্পট এর মাধ্যমে। তাই হটস্পট এর গুরুত্ব রয়েছে।

SUBSCRIBE TELEGRAM 

Leave a Reply