২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৪
স্মার্টফোনে ক্রয় করার জন্য সাধারণত আমরা 10 থেকে 20 হাজার টাকা বাজেট করি। আমরা সব সময় ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইলগুলোর সন্ধান করে থাকি। আমি আপনাদের সামনে শেয়ার করব ২০ হাজার টাকার মধ্যে সেরা কিছু ফোন। যে ফোন গুলো অবশ্যই আপনি পছন্দ করে থাকবেন। বর্তমানে বাংলাদেশের মার্কেটে চলমান সেরা পাঁচটি ফোন সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করুন। বিশ হাজার টাকার মধ্যে সেরা কিছু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এই পোস্ট। এই পোস্টে জানতে পারবেন ২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৪ সম্পর্কে। তাহলে শুরু করা যাক।
বর্তমানে আমরা বিভিন্ন কাজে এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। ইউটিউব, facebook অথবা অনলাইন ইনকাম সহ অধিকাংশ ক্ষেত্রে আমরা android ফোন ব্যবহার করে থাকি। বর্তমানে মার্কেটে প্রতিনিয়ত অসাধারণ কিছু এন্ড্রয়েড ফোন বাহির হচ্ছে। যেগুলো সত্যিই গ্রাহকের মন জয় করে দিলাম। কম বাজেটের মধ্যে গ্রাহকদের মন জয় করা এরকম পাঁচটি ফোন আপনাদের সাথে শেয়ার করব। এবং সাথে কোনগুলোর বিস্তারিত থাকবেই। চলুন দেখে আসি ২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৪
২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
বর্তমানে মার্কেটে অন্যতম জনপ্রিয় সেরা পাঁচটি গ্রেড ফোন যেগুলো মূল্য বিশ হাজার টাকার মধ্যে থাকবেন।
অপো এ৭৭ – Oppo A76
এই অ্যান্ড্রয়েড ফোনটি বর্তমান মার্কেট প্রাইস ১৯ হাজার ৭০০ টাকা। oppo এর নতুন আপডেট উন্নত ভার্শন ও ক্যামেরা নিয়ে এই ফোন। ফোনটি ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে যুক্ত। এই ফোনটি 4gb ram এবং 128gb স্টোরেজ নিয়ে তৈরি। এটি একটি গেমিং মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
টেকনো ক্যামন ১৭পি – Tecno Camon 17P
সেরা ক্যামেরার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনটি কিছুটা পুরানো হলেও অসাধারণ ক্যামেরার জন্য জনপ্রিয়তা লাভ করে। এই ফোনের ডিসপ্লে ৬.৮ ইঞ্চি এলসিডি। ৬ জিবি রেম এর এই জনপ্রিয় ফন্টের পিছনে রয়েছে অসাধারণ আর্টিস্ট চারটি ক্যামেরা। যেখানে মূল ক্যামেরা ৬৪ পিক্সেল ছবি তুলতে পারে। এই ফোনটি বর্তমান মার্কেট প্রাইস ১৮,৯৯০ টাকা।
ইনফিনিক্স নোট ১২ ২০২৩ – Infinix Note 12 2023
২০ হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন এটা। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চ ডিসপ্লে। এর ক্যামেরাও মোটামুটি ভালই। গেম খেলায় বাড়তি সুবিধার জন্য এতে রয়েছে ৮ জিবি র্যাম । ফোনের পিছনের ক্যামেরাটি ৫০ পিক্সেল। তাছাড়া এটি দেখতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এই ফোনের বর্তমান মার্কেট প্রাইস ১৯৯৯৯ টাকা।
রিয়েলমি সি৫৫ – Realme C55
২০ হাজার টাকার মধ্যে অন্যতম জনপ্রিয় এই ফোন। পারফরম্যান্সের দিক থেকে অন্য ফোন থেকে পিছিয়ে নেই এটিও। ফোনের ডিসপ্লে 6.72 ইঞ্চি। ৬ জিবি রেম এবং ৫০০০ এম্পিয়ার ব্যাটারী নিয়ে অসাধারণ এই মোবাইল। এটির বর্তমান মার্কেট প্রাইস ১৯৯৯৯ টাকা।
নকিয়া জি২১ – Nokia G21
কম বাজেটের মধ্যে একটিও খুবই জনপ্রিয় । এই ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। ৪ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ। ৫০৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ১৮ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা। ইটের বর্তমান মার্কেট প্রাইস ১৮৯৯৯ টাকা।
One thought on “২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৪”