মোবাইল ফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার
অনেক সময় আমাদের মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। বিশেষ করে আমরা যখন কথা বলি বা গেম খেলি। এটি অনেক বিপদজনক যদিও এটাকে আমরা সাধারণভাবেই নেই। এতে অগ্নিকাণ্ডের মত বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই পোস্ট থেকে জানতে পারবেন- মোবাইল ফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে।
ভূমিকাঃ
আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত যন্ত্রের মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ব্যবহার করা। তাই আমাদের মোবাইল ফোন গরম হওয়ার কারন সহ এর প্রতিকার জানতে হবে। অন্যথায় এই বিপদে একদিন আমরা পড়তে পারি। চলুন জেনে নেই মোবাইল ফোন গরম হওয়ার কারন।
ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ
মোবাইল ফোন গরম হওয়ার পিছনে অনেক রকম কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখ কার্যকর কিছু কারণ নিচে দেওয়া হল।
আরো পড়ুন..
আবহাওয়া
এখনকার আবহাওয়া প্রচুর উত্তাপ। ৩৬° এর উপরে। যাহা রীতিমতো আমাদের শরীরের জন্যই ক্ষতিকারক। মোবাইলটা একটি ডিভাইস যেটা একটু গরম হলে আরও তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই বর্তমানে মোবাইল ফোন দ্রুতই গরম হয়ে যায়।
কভার
কিছু কভার তাপ চলাচলের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এর জন্য মোবাইল গরম হয়ে যেতে পারে। বিশেষ করে যখন একটি ফোনের কভার অন্য ফোনে ব্যবহার করা হয়। তাই আমাদের উচিত দেখেশুনে কভার কেনা।
ব্যাটারি
অনেক সময় মোবাইলের ব্যাটারির কারণে ফোন গরম হতে পারে। মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত। এগুলো ফোন খুব দ্রুতই গরম করে দেয়। আমাদের উচিত ফোনের ব্যাটারি চেক করে তারপর ব্যবহার করা।
গেম
লো কোয়ালিটির ফোনে হাই গ্রাফিক্স গেম খেললে ও ফোন গরম হবে। বর্তমানে এটা স্বাভাবিক। সবাই অতিরিক্ত ফোন ব্যবহার করে। যার কারণে ফোন গরম হয়ে যায়। অসতর্ক থাকলে অনেক সময় ফুটেও যেতে পারে।
অ্যাপস
একই সাথে একাধিক অ্যাপস ব্যবহার করলেও ফোন গরম হতে পারে। অনেক সময় আমরা একাধিক অ্যাপস ফোনের ব্যাকগ্রাউন্ডে রাখি। এটা গোপনে আমাদের ফোনের চার্জ কমায়। এবং আমাদের ইন্টারনেট ও ব্যয় করে। এটা আরো কিছু কুফল দিক আছে। তাই আমাদের ফোন চেক করে রাখতে হবে।
আরো পড়ুন..
পুরোনো সফটওয়্যার
পুরনো সফটওয়্যার আপডেট না করলে ফোন গরম হতে পারে। এটা সাধারণত একটি কমন সমস্যা। ইন্টারনেট স্বল্পতার কারণে আমরা অনেকেই আমাদের পুরানো সফটওয়্যার আপডেট করি না। যার জন্য আমাদের ফোন গরম হয়ে যেতে পারে।
এপ্স পার্টিশন
অনেক অ্যাপসে আমাদের ফোন থেকে আমাদের লোকেশন এর পারমিশন চায়। আমরা কোন কিছু না ভেবেই পারমিশন দিয়ে দেই। এটাও আমাদের ফোন গরম হওয়ার কারণ। যে সকল অ্যাপস এ পার্মিশনের গুরুত্ব রয়েছে সেগুলো শুধু আমরা পারমিশন দিব। যেমন google maps আমাদের লোকেশন জানার জন্য পারমিশন দিতে হবে।
আরো অনেক রকম কারণে ফোন গরম হতে পারে। এর জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। মোবাইল ফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার ।
ফোন গরম হলে করণীয়
ফোন গরম হলে প্রথমে আমরা ফোন চেক করা দেখবো উপরোক্ত সমস্যাগুলো আছে কিনা। থাকলে সেগুলা সমাধান করার চেষ্টা করবে। এরপর আবার ব্যবহার করে দেখবেন ফোন গরম হয় কিনা। গরম হলে সরাসরি ফোন রিস্টার্ট করবেন। কিছু কিছু পুরান ফোনের মাদারবোর্ড ই সমস্যা হয়। সে সকল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।