ফোনে হঠাৎ বিরক্তিকর এড আসলে করণীয়
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রায় অনেকেরই একটি সমস্যা দেখা দেয়। ফোনে ইন্টারনেট চালু করলেই হঠাৎ করে অ্যাড আসে। হঠাৎ করে অ্যাড আসাটা সবার জন্যই বিরক্তিকর। তাই অনেকেই এর সমাধান খুঁজছেন। এই পোস্টে আপনাদের সমাধানটি দেওয়ার চেষ্টা করব। এবং ফোনের বিরক্তিকর অ্যাড কেন আসে সেটাও দেখাবো। তাই মনোযোগ সহকারে পড়বেন।
ফোনে বিরক্তিকর এড কেন আসে?
ফোনে অ্যাড আসার কারণ রয়েছে। আমরা যখন কোন অ্যাপস ব্যবহার করি অথবা ওয়েবসাইট ব্রাউজ করি তখন বিজ্ঞাপন দেখতে পাই। আসলে এটা আমাদের বিরক্তিকর লাগেনা। কারণ এটা আসার জন্য একটা মাধ্যম থাকে হোক সেটা অ্যাপস অথবা ওয়েবসাইট। কিন্তু অনাকাঙ্ক্ষিত ফোনে হঠাৎ করে অ্যাড আসা খুবই বিরক্তিকর। এর জন্য আমাদের কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে।
- ফোন থেকে: সাধারণত অযথা ফোন থেকে এড আসার কথা নয়। তবে অনেক ক্ষেত্রে আমরা ফোনের থার্ডপার্টি এড অপশনটি চালু করি। তাই এই রকম হয়ে থাকে। এর সমাধান আমরা নিচে দেখিয়ে দেব।
- অ্যাপস থেকে: অনেক সময় আমরা অ্যাপস স্ক্রিন রাখার পারমিশন দিয়ে দেই। উদাহরণস্বরূপ- যখন স্কিন রেকর্ডিং অ্যাপস চালু করি সেটা স্কিনের পারমিশন চায় আর আমরা দিয়ে দেই। কিন্তু আমাদের অযথা স্কিন পারমিশন দেওয়া উচিত নয়। কারণ এটা ব্যবহার করে আপনার ফোনের তথ্য চুরি করতে পারে। আবার আপনার ফোনের ইন্টারনেট এবং চার্জ দ্রুত কমায়। আবার কিছু কিছু ক্ষেত্রে স্কিনে বিজ্ঞাপন দেখায়। এর সমাধানের জন্য আপনার ফোনের সেটিংস এ যাবেন। এরপর permission অপশন থেকে স্কিন পারমিশন পেয়ে যাবেন। এখান থেকে প্রয়োজনহীন অ্যাপসগুলোকে পারমিশন অফ করে দিবেন।
- ওয়েবসাইট থেকে: অনেক ওয়েবসাইটে আমরা ভিজিট করলে আমাদের কাছ থেকে পারমিশন চায়। বলা হয় যে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। আপনি তখন সম্মত করলে তারপর থেকেই তারা বিভিন্ন নোটিফিকেশন অথবা বিজ্ঞাপন পাঠায়। এর সমাধানে প্রথমে বিজ্ঞাপন টির উপরে টাচ করে তিন সেকেন্ডের উপরে ধরে রাখবেন। তারপর block নামাক অপশন পাবেন। ব্লক করে দেওয়ার পর কিছুটা বিজ্ঞাপন থেকে রেহাই পাবেন। অথবা যে বিজ্ঞাপনটি দেখায় সেটার উপরে ক্লিক করবেন। তারপর একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে সেই ওয়েবসাইট থেকে ব্লক করে দিবেন।
যদি এই ট্রিকস কাজে না লাগে। তাহলে সর্বশেষে একটি ট্রিপ এপ্লাই করে দেখবেন।
বিরক্তিকর এড থেকে বাঁচার উপায়
এই ট্রিক্সটা আপনাকে সকল রকমের এড দেখে মুক্ত থাকতে সাহায্য করবে। এর জন্য আপনার ফোনে সেটিংস করতে হবে। প্রতিটি ফোনের সেটিংস অন্যরকম। তবে ঘুরে ফিরে কাজ একই। তাই আমি যেভাবে দেখাবো হয়তো আপনার ফোনে সেভাবে থাকবে না। তবে অপশনটি অবশ্যই থাকবে। তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার ফোনের Settings অ্যাপস এ আসবেন।
সেটিংস এর ওপরেই সার্চ করার অপশন পেয়ে যাবেন। সার্চ বারে Private DNS লিখে সার্চ করুন।
দেখুন Private DNS অফ রয়েছে। এখন আমাদের এটা অন করতে হবে।
Designated Private DNS সিলেক্ট করুন।
হুবহু এখান থেকে DNS.adguard.com কপি করে সেখানে পেস্ট করুন। অথবা এটা দেখে দেখে টাইপ করুন। সবশেষে Save করুন।
ব্যাস, আপনার কাজ শেষ। ডিএনএসটি সঠিকভাবে কাজ করলে আর বিরক্তিকর এড আসবে না
আরো পড়ুন..
বাংলা আর্টিকেল লিখে আয় করুন Online incom
আমরা যারা ব্লগিং করে ইনকাম করতে চাই। তাদের জন্য টিউটোরিয়াল শুরু করা হয়েছে। ওয়েবসাইট তৈরি করা থেকে ইনকাম পর্যন্ত সম্পূর্ণ গাইড লাইন দেখানো হবে।
যারা নতুন ব্লগিং শিখতে চান অথবা ব্লগার দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য নতুন ভাবে টিউটোরিয়াল শুরু করেছেন।
আপনি চাইলে জয়েন হতে পারেন। টিউটোরিয়াল গুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন।
লিংক – Blogger Tutorial 2024