যেভাবে আপনার ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করবেন।
আসসালামু আলাইকুম। সুপ্রিয়া ভিজিটর আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকের মূল বিষয়বস্তু- যেভাবে আপনার ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করবেন।
সাথে তাদের জন্য ইম্পরট্যান্ট যারা নিয়মিত ব্লগার সাইটে ভিজিট করেন।
যারা বিজিটার অনেক সময় দেখা যায় আপনি কোন একটা সাইটে ভিজিট করেছেন অনেক ইম্পরট্যান্ট একটি আর্টিকেল এর জন্য কিন্তু আর্টিকেলটি সম্পূর্ণ অন্য ভাষায় তাই আপনি বুঝতে পারছেন না যে আর্টিকেলে কি লেখা আছে।
আরো পড়ুন..
ট্রান্সলেট কেন যুক্ত করবেন
তো যারা ভিজিট র তারা যদি ব্লগার সাইডে ঢুকে অন্য ভাষা এর কনটেন্ট বাংলাতে অথবা নিজের ভাষায় পড়তে চান তাহলে এই পোস্ট আপনার জন্য।
এখানে দেখানো হবে কিভাবে ব্লগার সাইটের পোস্ট আপনি আপনার নিজের ভাষায় পড়বেন।
আর যারা একটি ব্লগার সাইটের মালিক তারা মাস্ট বি এই ট্রান্সলেট বারটি আপনার সাইটে যুক্ত করা প্রয়োজন।
কিভাবে যুক্ত করবেন
প্রথমে বলবো কিভাবে একটি ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করতে হয়
এর জন্য নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন।
+Add a Gadget অপশনে ক্লিক করুন।
আশা করি বুঝতে পেরেছেন।
না বুঝলে কমেন্ট করবেন।
এবার আসি ভিজিটররা কিভাবে ব্লগার সাইট ট্রান্সলেট করবেন
চেক করা
যেই সাইটে ট্রান্সলেট করবেন অবশ্যই সেই সাইট এ ট্রান্সলেট বার যুক্ত করা থাকতে হবে।
সাইটে যদি ট্রান্সলেট বার যুক্ত করা থাকে তাহলে নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন
আরো পড়ুন..
প্রথমে সাইটের ট্রান্সলেট বার খুঁজে বের করুন।
ট্রান্সলেট বার খুঁজে পেলেন নিচের স্ক্রিনশটের মত কাজ করুন
স্ক্রিনশট দেখুন যেখানে পুরো সাইটটি ট্রান্সলেট হয়ে গেছে
আশাকরি বুঝতে পেরেছেন।
না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
আর হ্যাঁ আমার এই পোস্টে যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান।
শেষ কথা:
আজ এই পর্যন্ত ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো ট্রিক এবং টিপস পেতে টেকনোলজি বিষয়ক তাহলে অবশ্যই আমাদের সাইটে ভিজিট করুন।
আল্লাহ হাফেজ
One thought on “যেভাবে আপনার ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করবেন।”