ব্লগে Sponsored পোস্ট যোগ করার সহজ উপায়

ব্লগে Sponsored পোস্ট যোগ করার সহজ উপায়

বড় বড় ওয়েবসাইটে গেলে Sponsored by …. লেখা। বর্তমানে জনপ্রিয় সকল ওয়েবসাইটগুলোতেও এরকম স্পন্সর বিজ্ঞাপন দেখানো হয়। স্পন্সর বিজ্ঞাপনে এমন কিছু দেখানো হয় যেটা দেখে সেটার ক্লিক করে আমরা সেটা সম্পর্কে জানার আগ্রহ করি আগ্রহ করি। যার ফলে বিজ্ঞাপন দাতা ও তার লক্ষ্য পূরণ করতে পারে। এভাবেই ওয়েবসাইটের মালিকের ও ইনকাম বাড়ে আর কোম্পানিরও পণ্য সেল হয়। এই পোস্টে ব্লগে Sponsored পোস্ট যোগ করার সহজ উপায় সম্পর্কে জানবো।

ভূমিকাঃ

যদি কোন কোম্পানির সুন্দর একটি লোগো দ্বারা অথবা ইমেজ দ্বারা দেখতে আরো সুন্দর দেখা যেত।
যাই হোক, বিজ্ঞাপনটি আপনি আপনার ওয়েবসাইট যে কোন স্থানে প্রদর্শন করাতে পারবেন। অবশ্যই এর জন্য একটা কোড এর প্রয়োজন হবে। চলুন জেনে নেই ব্লগে Sponsored পোস্ট যোগ করার সহজ উপায় কি?

কেন স্পন্সরড পোস্ট যুক্ত করব

স্পন্সার পোস্ট যুক্ত করার অনেক সুবিধা রয়েছে। তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

মনে করেন, আপনার একটা জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসে। পরবর্তীতে আপনি আরেকটি ওয়েবসাইট তৈরি করেছেন যেটা নতুন হওয়ায় ট্রাফিক আসেনা। অর্থাৎ এখনও জনপ্রিয় হয়নি। এখন আপনি চাইলে খুব সহজে আপনার নতুন সাইটে ট্রাফিক বাড়াতে পারেন ও জনপ্রিয় করতে পারবেন। জনপ্রিয় করার জন্য আপনার পুরন ো সাইটের ভিজিটর দের নতুন সাইটে আসতে বাধ্য করতে পারেন। এর জন্য আপনাকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট লিখতে হবে এবং তা নতুন সাইটে পাবলিস্ট করতে হবে। তারপর পুরানো চাইতে স্পন্সর পোস্ট হিসেবে বসাবেন।

মূলত বাংলাদেশের নিউজ সাইটগুলোতে সিম কোম্পানির বিজ্ঞাপন দেখবেন। মূলত সিম কোম্পানি ও নিউজ সাইটের সাথে একটা বাজেট হয়। নিউজ সাইটের যে কোন স্থানে সিম কোম্পানির বিজ্ঞাপন দেওয়া থাকবে। বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ভিজিটর কোম্পানির সিমের অফারগুলো কিনবে অথবা এই সম্পর্কে জানবে। এত সিম কোম্পানিরও লাভ হবে আর ক্লিকের মাধ্যমে নিউজ সাইট গুলোর লাভ হয়। যদি আপনার ওয়েবসাইটের জনপ্রিয় হয়ে থাকে তাহলে আপনিও এইভাবে বিজ্ঞাপন তৈরি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন, এই সম্বন্ধে আরও বিস্তারিত বলার প্রয়োজন নেই।

ব্লগারে স্পন্সরড(sponsored) পোস্ট যুক্ত করার উপায়

আমরা মূলত কোড এর মাধ্যমে স্পন্সর পোস্ট তৈরি করব। কিভাবে করব তা স্টেপ বাই স্টেপ দেখানো হলো।

  • প্রথমে নিচের কোড গুলো কপি করুন।
Download

  • ব্লগার dashboard এ জান। blogger login না থাকলে লগইন করে ড্যাসবোড এ জান।
  • Dashboard এর 3 dot menu থেকে Layout অপশনে ক্লিক করুন।
  • স্পন্সর পোস্টটি আপনি কোথায় দেখতে চান? ব্লক সাইটের হেডার বা ফুটার অথবা ব্লগের যেকোন স্থানে রাখা যাবে। ব্লগের হেডারে রাখতে Header এ গ্যাজেড নিতে হবে। Gadget নেয়ার জন্য Add a Gadgetঅপসনে ক্লিক করুন।
    ব্লগে স্পন্সর পোস্ট যুক্ত
  • Html/JavaScript অপসনে ক্লিক করে সিলেক্ট করুন।
    ব্লগে স্পন্সর পোস্ট যুক্ত
  • title এ লিখবেন Sponsored by (site name)। content এ উপরের কপি করা কোডটি পেস্ট করে দিবেন।

এবার আপনাকে কোড কিছুটা এডিট করতে হবে।

  • https://banglatricks2.blogspot.com/2022/10/free-android-app-create.html এর জায়গায় আপনার পোস্ট লিঙ্ক দিবেন।
  • https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrazb-Dt0BZOWbKGuZ6yyUPSg5S8Q6lWmChMY_3yHW5gry79tu4NFIRJuq2qcIlHTfLtgnrfWkOE2LlTqJKp9WPH0FB7wXMGJAI6VsfYiXdYUfU2sEZlDwCG5gzo10E-qxQZT2z_8g4PYu-wJfEM8oKBkpV37T4et3uoSQG0cHKZov_T8vv5S16CQ/s480/Screenshot_20221014_103727.png এর জায়গায় আপনার পোস্ট থাম্বনেল এর লিংক।
  • কিভাবে free তে আপনার ওয়েবসাইটের জন্য একটি android app create করবেন। এর জায়গায় আপনার পোস্ট টাইটেল লিখুন।

Save অপশনে ক্লিক করে সেভ করে দেবেন।
এইবার আপনার সাইটে ভিজিট করে দেখেন স্পন্সার্ট পোস্ট শো করছে কিনা।

ব্লগ পোস্টে স্পন্সার পোস্ট যুক্ত করা

ব্লগ পোস্টের যে স্থানে স্পন্সার পোস্ট দেখতে চান সেই স্থানে কপি করা কোডটি পেস্ট করে উপরোক্ত নিয়ম অনুসারে এডিট করতে হবে।
বি:দ্র: পোস্ট পাবলিস্ট করার আগে অবশ্যই এইচটিএমএল (HTML) ভিউ করে পাবলিস্ট করবেন।
এভাবে আপনি যে কোন ব্লগ সাইটে ই স্পন্সার পোস্ট যুক্ত করতে পারবেন, কোন সমস্যা ছাড়াই।

Need 2 Share

Leave a Reply