ক্রোম ব্রাউজার হ্যাক

গুগল ক্রোম হ্যাকার থেকে সুরক্ষিত রাখার উপায়

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। মোবাইলের পাশাপাশি অনেক পিসি ও ক্রোম ব্রাউজার ব্যবহার করা হয়। আর ব্রাউজার অধিকাংশ মানুষ ব্যবহার করে বলে তাদের সকল ডেটা এই ব্রাউজারের থাকে। কেউ যদি একবার আপনার ব্রাউজার হ্যাক করে পেলে। তাহলে আপনার সকল ডাটা হ্যাকারদের হাতে চলে যাবে। তাই গুগল ক্রোম হ্যাকার থেকে  সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে জানতে হবে।

ভূমিকাঃ

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এমন একটি বিষয় যা আপনাদের আবশ্যি জানা দরকার। সুতরাং সাথে ই থাকুন।
বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম 100 কোটির বেশি ব্যবহারকারী আছে এদের। সাম্প্রতিক সময়ে বেড়েছে সাইবার অপরাধীদের তথ্যরতা। চুরি হচ্ছে অনেকের ই গোপনীয় তথ্য।

ক্রোম ব্রাউজার সম্পর্কে বিস্তারিত

microsoft windows operating system এর জন্য গুগল ২০০৮ সালের সর্বপ্রথম আবিষ্কার করে। এর পরবর্তী সময় এটি লিনাক্স সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য চালু করা হয়ে থাকে। এরিক এমারসন এর ৬ বছরের প্রচেষ্টার ফলাফল ছিল এই ব্রাউজার। এরিক এমারসন সিলেন গুগল এর সাবেক প্রধান নির্বাহী।

আরো পড়ুন..
এছাড়াও ক্রমের সুরক্ষায় অনেক গাফিলতি সামনে এসেছে গবেষকদের।
তাই ওয়েব ব্রাউজার ব্যাপারে সতর্কবার্তা জারি করা হয়েছে।এ বিষয়ে গুগল জানিয়েছেন ক্রোমিয়াম ইঞ্জিনের সমস্যার কারণেই সুরক্ষার গাফিলতি ধরা পড়ে।
ক্রম ছাড়াও মাইক্রোসফটওয়ার এইডসের মত জনে ফিরে এই ব্রাউজার এই ইঞ্জিনের উপর ভিত্তি করে চলে ‌‌যদিও ঠিক কি সমস্যা দেখা গিয়েছিল সে বিষয়ে খোলস ভাবে জানায়নি টেক জয়েন্ট গুগল।

আরো পড়ুন..

Chrome browser দিয়ে source code কিভাবে দেখবো?

হ্যাকারদের থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজার এখন আপডেট করে নিন।

এবং নিচের নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করুন। চলুন জেনে নেয়া যাক গুগল ক্রোম হ্যাকার থেকে সুরক্ষিত রাখার উপায় এবং নিয়মকানুন সম্পর্কে।

ক্রোম ব্রাউজার ব্যবহারের সঠিক নিয়ম

  1. নিয়মিত ব্রাউজার রিফ্রেশ করুন এবং নির্দিষ্ট সময় ধরে ব্রাউজার দিয়ে রিপ্লেস করুন। প্রতিবার লগ আউট ও লগইন করার সময় রিফ্রেস করে নিন।
  2. নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট দিন ‌‌। যখনই আপনার কাছে আপডেটের নোটিফিকেশন আসবে তখনই আপডেট দিন। কখনোই পুরানো ব্রাউজার ব্যবহার করবেন না এতে ফিসিং এটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
  3. পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন না এবং একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করবেন।
  4. ব্রাউজারে সার্চের সময় সতর্ক থাকুন ‌‌
  5. পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস হ্যাক হয়ে যায় তাই যেকোনো জায়গায় ওয়াইফাই ব্যবহার থেকে সতর্ক থাকুন।
  6. যেকোনো ওয়েবসাইট বা অপরিচিত লিংকে ক্লিক করা থেকে এড়িয়ে চলুন।
  7. ইমেইলে আশা অপরিবর্তিত কার দেওয়া লিংকে ক্লিক করবেন না।
  8. এন্টি ভাইরাস সফটওয়্যার ইন্সটল কর এখন আপনার ডিভাইসে।
আরো পড়ুন..

উপরোক্ত এই নিয়মগুলো মানলে আপনার ব্রাউজার হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।

শেষ কথা:

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ধরনের শিক্ষনীয় পোস্ট পেতে আমাদের চাইতে ভিজিট করুন।

আল্লাহ হাফেজ

Leave a Reply