হানিফ অনলাইন বাস টিকেট – অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম।
ঘোরাঘুরি আমাদের অনেকের কাছেই পছন্দ। আমরা অনেকেই ভ্রমণ করে থাকি। ভ্রমণ করাটা যে খুব আনন্দের এটা যে ভ্রমণ করে সেই জানতে পারবে। ভ্রমণ ছাড়া ও বিভিন্ন কাজে আমরা যাতায়াত করে থাকি। এই সময় ভ্রমণ বা যাতায়াতের জন্য অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে হানিফ বাস। আজকের পোস্ট থেকে হানিফ বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
এই পোস্ট থেকে জানতে পারবেন- হানিফ পরিবহন অনলাইন টিকিট, অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ, অনলাইন বাস টিকেট কাটার নিয়ম ২০২৪ এবং সকল স্টেশনের হানিফ পরিবহন নাম্বার সহ ইত্যাদি তথ্য।
হানিফ পরিবহনের সাথে বর্তমানে আমরা সবাই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হানিফ পরিবহন বাস খুবই জনপ্রিয়তা পেয়েছে। দ্রুতগতিতে চলার জন্য হানিফ পরিবহন বাসটি জনপ্রিয়তা পেয়েছে। আমরা যারা বাস ভ্রমণকারী তারা অনেকেই হানিফ পরিমানে ভ্রমণ করার কথা ভাবি। হানিফ পরিবহন বাসে কিভাবে ভ্রমণ করা যায় বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে জানতে চাই। হানিফ পরিবহন বাস ভ্রমণ সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর জন্য আজকের এই পোস্ট। চলুন তাহলে শুরু করা যাক।
অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ
বর্তমানে বাস ভ্রমণে আমরা সবাই যাই। স্থলপথে কম খরচে এক স্থান থেকে দূরে কোন স্থানে ভ্রমণের জন্য মূলত বাস ব্যবহার করা হয়। বাংলাদেশ অসংখ্য পরিমাণ বাস রয়েছে। যেগুলো যাত্রীদের নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে কর্মজীবীদের জন্য বাস গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই মোটামুটি আমরা সবাই বাসে চড়ে থাকি।
বাস মূলত দুই ধরনের।
১. লোকাল বাস ও
২. লাইনের বাস।
লোকাল বাস: যাত্রীরা কাছের কোথাও ভ্রমণ করতে বাস ব্যবহার করে থাকেন। এই বাসার যেকোনো টাইমে ছাড়ে এবং যেকোন স্থানেই থামে। সাধারণত এর জন্য কোন নির্দিষ্ট টিকিট থাকে না। অপেক্ষাকৃতভাবে ভাড়া কম। ভ্রমন করা কষ্টকর কারণ না হওয়ার পরও যাত্রী নেওয়া হয়।
লাইনের বাস: যাত্রীরা দূরের স্থানে ভ্রমন করতে এই বাস ব্যবহার করে থাকেন। ছাড়ার জন্য নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এবং নির্দিষ্ট স্টেশন ও থাকে। এই বাসে ঘুমানোর জন্য টিকেট কাটতে হয়। অপেক্ষাকৃত ভাড়া বেশি ভ্রমণের সুবিধা ও বেশি।
উপরোক্ত দুটি বাসের মধ্যে লাইনের বাস গুলোতে টিকেট কাটতে হয়। বর্তমানে বাস পরিবহনের যাত্রীর সংখ্যা বেশি। তাই টিকেট কাউন্টারগুলোতে জ্যাম লেগেই থাকে। এরকম সময়ে বাংলাদেশ বাস মালিক সমিতি লাইনে গেট কেনাবেচার সিস্টেম চালু করেছেন। এতে করে যাত্রীদের টিকেট কাউন্টারের ভোগান্তিতে পড়তে হয় না। ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারেন । ক্রিকেটের জন্য রয়েছে টিকেট কাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপস। যাত্রী চাইলে এর দুই তিন যেকোনো মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
আরো পড়ুন..
স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত
হানিফ অনলাইন বাস টিকেট
বাংলাদেশের বাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হানিফ পরিবহন বাস। বর্তমানে বাংলাদেশের প্রায় ১৬০০ এর অধিক হানিফ পরিবহন বাস রয়েছে। যেগুলো বাংলাদেশের বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করে। মূলত হানিফ পরিবহন একটি হাই ওয়ে বাস। যা জেলা ভিত্তিক যাতায়াত করে থাকে। প্রতিবছর ঈদ উপলক্ষে হানিফ পরিবহনের অগ্রিম টিকেট কাটা শুরু হয়। আপনি যদি হানিফ পরিবহনের নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্য। চলুন দেখে আসি কিভাবে হানিফ পরিবহনের জন্য অনলাইনে টিকিট ক্রয় করব। হানিফ পরিবহন অনলাইন টিকিট ।
আরো পড়ুন..
অনলাইন বাসের টিকেট কাটার নিয়ম
হানিফ পরিবহনের টিকিট কিনতে প্রথমে আপনাকে ফোনের অথবা কম্পিউটারের ইন্টারনেট চালু করতে হবে।
তারপর যে কোন একটি ব্রাউজারে যেতে হবে।
ব্রাউজারের সার্চ অপশনে Shohoz লিখে সার্চ করুন। তাহলে নিচের স্ক্রিনশট এর মত ইন্টারপেস আসবে।
এখানে সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।
From: আপনি যেখান থেকে রওনা দিবেন
To: যেখানে গিয়ে পৌঁছাবেন
Date: যেদিন রওনা দিবেন
Search Buses লেখায় ক্লিক করুন।
এখানে আপনার দেওয়ার তারিখে হানিফ পরিবহনের বাস কয়টা বাজে ছাড়বে এবং কয়টা বাজে গন্তব্যে পৌঁছবে তা দেওয়া থাকবে। এবং বাস টিকেটের মূল্য দেওয়া থাকবে। View Seats আফসানে ক্লিক করে বাসের ডিটেলস সহ দেখতে পাবেন।
বাসের যে সকল খালি রয়েছে সেগুলো সাদা দেখা যাবে এবং বুকিং করা সেট গুলা কালো দেখা যাবে। তো সাদা সিট গুলা থেকে পছন্দের মত একটি সিট সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে সবুজ বর্নের হয়ে যাবে।
একটু নিচে গিয়ে বাস স্ট্যান্ড সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যেই স্টেশন থেকে বাসে উঠবেন সেটা সিলেক্ট করবেন। তারপর Continue অপশনে ক্লিক করুন।
স্কিনশটের মত আপনার নাম, জেন্ডার, ফোন নাম্বার ও ইমেইল দিয়ে সঠিকভাবে ফরমটি পূরণ করুন। কোন ধরনের সমস্যা হলে এর মাধ্যমে আপনাকে কন্টাক করা হবে।
ইমেইল দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন আপনার ইমেইল যেন একটিভ থাকে। কারণ আপনাকে ইমেইলের মাধ্যমে হানিফ বাস টিকিটের কপি দেওয়া হবে।
পেমেন্ট সম্পন্ন করার আগে ভালোভাবে তথ্য দেখে নিবেন।
তারও একটু নিচে আসলে I’m confirming লেখার পাশে টিক মার্ক করে দিন।
আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে।
Continue reservation ওখানে ক্লিক করুন।
এবার আপনি যেভাবে পেমেন্ট করতে চান তার ফোন নাম্বার দিন Processed ওখানে ক্লিক করবেন।
এরপর আপনার ফোন নাম্বার একটি ওটিপি আসবে। ওটিপি গুলা দেওয়ার পর একাউন্টের পাসওয়ার্ড দিলেই পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে।
পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে আপনার দেওয়া জিমেইলে টিকেট এর কপি চলে আসবে।
তারপর যে কোন কম্পিউটার মাধ্যমে টিকেটটি প্রিন্ট করে রাখতে পারেন।
এই ছিল হানিফ পরিবহনের বাসে টিকিট কাটার নিয়ম। থাক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরো পড়ুন..
হানিফ পরিবহন নাম্বার
অনলাইনে টিকেট কাটতে অসুবিধা হলে অথবা যে কোন প্রয়োজনে পরিবহনের বিভিন্ন কাউন্টারে যোগাযোগ করতে পারেন। কাউন্টার গুলোতে যোগাযোগ করার ঠিকানা নিচে দেওয়া হল। হানিফ পরিবহন অনলাইন টিকিট ।
হানিফ পরিবহন কাউন্টার ঢাকা
সাভার: 01753 488 476
শ্যামলী-১ ( রিংরোড): 01713 402 639
শ্যামলী-২ ( রিংরোড): 01713 049 532
কল্যানপুর-১: 01713 049 541, 01713 049 540, 02 901 0212
কল্যানপুর-২: 01713 049 573, 02 9015782
কল্যানপুর-৩: 01713 049 574
কল্যানপুর-৪: 01713 049 561, 02 8091402
নবীনগর: 01753 488 476
কাচপুর: 01687 480 569
আব্দুল্লাহপুর: 01713 049 513
কলাবাগান: 01730 376 342, 01713 402 670,
গাবতলি: 01713 201 722, 02 901 2902
ফকিরাপোল: 02 7191512
টেকনিক্যাল: 01713 409541, 02 9008475
পান্থপথ: 01713 402 641
আরামবাগ: 01730 376 343, 01713 402 631, 01713 402 671, 02 7194007
সায়দাবাদ: 01713 402 673
কলেজ গেইট: 02 9144482
হানিফ পরিবহন কাউন্টার চট্টগ্রাম
চট্রগ্রাম কাউন্টার: 01713 402 669, 01713 402 663, 01713 402 668, 01713 402 665
দাম পাড়া: 01713 402 664
এ কে খান: 01713 402 665
হানিফ পরিবহন কাউন্টার খুলনা
শিববাড়ী: 0417 23996
রয়েল চত্তর: 01713 049 562
সোনাডাঙ্গা বাস টার্মিনাল: 04 1810542, 0418 10453
ফুলতলা: 0417 01432
নোওয়া পাড়া: 01740 591 539
দৌলতপুর: 0412 850 724
শিরমনি: 0417 86115
বয়রা বাজার: 0412 850 911
ফুলবাড়ি গেইট: 01918 605 196
হানিফ পরিবহন কাউন্টার সিলেট
সোবাহানি গেইট: 01711 922 421
দরগাহ গেইট: 01711 922 419
হুমায়ুন রশিদ চত্তর: 01711 922420, 01711 922 415
কদমতলি বাসস্ট্যান্ড: 01711 922 416, 01711 922 413
হানিফ পরিবহন কাউন্টার বরিশাল
বরিশাল কাউন্টার: 01713 450 760
ঝালকাঠি: 01723 388 995
পটুয়াখালী: 01740 991 616
বাকেরগঞ্জ: 01716 507 713
গৌরনদী: 01723 929 122
বাবুগঞ্জ: 01725 658 269
টারকী বাজার: 01712 135 900
আমতলী (বরগুনা): 01918 887769
হানিফ পরিবহন কাউন্টার কক্সবাজার
কলাতলী কাউন্টার: 01713 402 669, 01713 402 653
চকরিয়া: 01985 650 479
সুগন্ধা বিচ: 01713 402 651, 01713 402 635
কক্সবাজার: 01713 402 651
টেকনাফ: 01825 157 324
প্রিয় ভিজিটর, হানিফ পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে আপডেট পেতে
One thought on “হানিফ অনলাইন বাস টিকেট – অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম।”