অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম এবং বিস্তারিত তথ্য।

পোস্টের মূল বিষয়বস্তু- E verify bdris gov bd বাংলাদেশ, জন্ম নিবন্ধন যাচাই ২০২৪, মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম এবং জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps download সহ বিস্তারিত তথ্য।

 

এখন ২০২৪ সাল, স্মার্ট যুগ। এই মাঠ যুগের সবকিছু স্মার্ট ভাবে হয়ে থাকে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন বিষয়ক কার্যকলাপ গুলো অনলাইন হয়ে থাকে। হ্যাঁ, বর্তমানের সকল কার্যক্রম গুলো খুব সহজেই স্মার্ট ভাবে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তাই আমাদের স্মার্ট নিয়ম কানুন গুলো জানতে হবে।

আজকের পোষ্টের বিষয়বস্তুগুলো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন। চলুন অনলাইন জন্ম নিবন্ধন বিষয়ক খুঁটিনাটি বিস্তারিত ভাবে জেনে আসি। আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা জানতে পারি তা হচ্ছে Verify BDRIS gov bd। তো চলুন এ বিষয়টা নিয়ে শুরু করা যাক।

 

E verify bdris gov bd

E Verify BDRIS gov bd এর মানে হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন চেক করা। অর্থাৎ ভেরিফিকেশন চেক করার যে সরকারের ওয়েবসাইট রয়েছে সেখানে জন্ম নিবন্ধনের অনলাইন কপি আছে কিনা তা দেখা। অনলাইনে জন্ম নিবন্ধন এর কপি আছে কিনা সেটা কিভাবে দেখবেন তা আমরা নিচে বিস্তারিতভাবে দেখব।

একটা সময় ছিল যখন আমাদের জন্ম নিবন্ধন হতো পরিষদে। এটা অনলাইনে ছিলনা। জন্ম নিবন্ধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। কিন্তু জন্ম নিবন্ধন তো একটা কাগজের লেখা। তাই এটা যেকোনো সময় হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে অথবা যেকোনো রকমের ক্ষতি হতে পারে। অতীতের জন্ম নিবন্ধনের নিয়ম ছিল- এটার অরজিনাল কপি আমাদের হাতে থাকবে। আর সকল তথ্যাদি সহ ইউনিয়ন পরিষদে ও থাকবে। যেহেতু ইউনিয়ন পরিষদে অসংখ্য লোকের কপি থাকবে তাই এটা খুঁজে পাওয়া মুশকিল। তখন আমাদের হাতে থাকা অরিজিনাল জন্ম নিবন্ধন কে হারিয়ে গেলেই আর খুঁজে পাওয়ার উপায় থাকত না। আর এই সমস্যাগুলো সমাধানের জন্য এখন সরকার অনলাইনে জন্ম নিবন্ধন সিস্টেম চালু করেছেন। যাতে আপনি যেকোনো সময়ই অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন। এবং এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য জন্ম নিবন্ধন অনলাইন কপি করা খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন..

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত 

জন্ম নিবন্ধন যাচাই

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা হয়েছে কিনা সেটা যাচাই করা বুঝায়। আর আপনার জন্ম নিবন্ধন মূলত অনলাইন সরকার কর্তৃক করে থাকে। এ জন্য আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে। তারা আপনার বর্তমান জন্ম নিবন্ধন অনুযায়ী সেটাকে অনলাইন কপি করে দিবে। এখন কিভাবে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন কপি হয়েছে কিনা?

এই পোষ্টের মূল বিষয়টি তাই। মনে করুন আপনার কোন চাকরি অথবা অন্য কোন ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন। এমতাবস্থায় আপনার কাছেও জন্ম নিবন্ধনের কোন কপি নেই। তখনই আপনি অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধনের কপি সংগ্রহ করতে পারবেন। আপনি তখনই জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন যখন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা হয়েছে। জন্ম নিবন্ধনটি অনলাইন হয়েছে কিনা যাচাই করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

আরো পড়ুন..

হানিফ অনলাইন বাস টিকেট – অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম।

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই

মোবাইলে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

নিচের নিয়ম গুলো অনুসরণ করে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন।

প্রয়োজন

আপনার সঠিক জন্ম তারিখ এবং আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার। তাছাড়াও স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন এবং ব্রাউজিং সিস্টেমও থাকতে হবে।

নিয়ম

  1. প্রথমে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের ইন্টারনেট অন করুন এবং একটি ব্রাউজার ওপেন করুন।
  2. ব্রাউজারের সার্চ অপশনে E Verify BDRIS gov bd লিখে সার্চ করুন।
  3. এবার ব্রাউজারে আসা প্রথম ওয়েবসাইটের লিংক ক্লিক করুন। ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মত ইন্টারফেস আসবেঅনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম
  4. এখানে দেখুন আমাদের একটা ফর্ম দেওয়া আছে। যেটা পূরণ করার মাধ্যমে আমরা আমাদের জন্ম নিবন্ধনের ভেরিফিকেশন করতে পারব।
  5. ফর্মের প্রথম বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি আপনার জন্ম নিবন্ধন ফরমের কাগজে পেয়ে যাবেন। যেটা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করেছিলেন।
  6. এবার পরের বক্সে আপনার জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখও আপনার জন্ম নিবন্ধন কাগজে পেয়ে যাবেন।
  7. সর্বশেষ আপনাকে একটি ক্যাপসা পূরণ করতে হবে। স্ক্রীনশটের মত হয়তো একটি যোগ দেখতে পারবেন। যোগ না আসলেও একটি সহজ অংক আসবে যেটা ছোট বাচ্চারাও পূরণ করতে পারবে। তো আমরা অংকের রেজাল্টটি তার ঐ নিচের বক্সে লিখব।
  8. সবকিছু ঠিকঠাক মত পূরণ করার পর আবার চেক করব। এবং Search অপশনে ক্লিক করব।

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

 

তারপরে আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য পেয়ে যাবেন। যদি জন্ম নিবন্ধনটি অনলাইন করা না থাকে সেক্ষেত্রে পাবেন না। যখন জন্ম নিবন্ধনের অনলাইন না হয় Record not found লেখাটি আসে। আপনার যদি এরকম আসে তাহলে আবার জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নাম্বার মিলিয়ে নিবেন। যদি দেখেন সবকিছু ঠিকঠাক থাকার পরও Record not found লেখাতে আসছে। তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা হয়নি। সে ক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করতে পারেন।

তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে হয়। চলুন দেখে আসি অনলাইন চেক করা জন্ম নিবন্ধন কিভাবে ডাউনলোড করবেন।

আরো পড়ুন..

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং বিস্তারিত ২০২৪

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

অনলাইন থেকে জন্ম নিবন্ধন এর কপি ডাউনলোড করার নিয়মটা সবারই জানা উচিত। কারণ এটা যে কোন মুহূর্তে প্রয়োজন হতে পারে। যদিও জন্ম নিবন্ধন ডাউনলোড করার সরাসরি মাধ্যম দেওয়া হয়নি। তবে আমরা একটি উপায় অবলম্বন করে সেটাকে ডাউনলোড করতে পারব।

কম্পিউটারে

যখন আমরা আমাদের সকল অনলাইন তথ্য দেখতে পাচ্ছি। তখন পেইজটি স্ক্রিনে থাকার সময় কম্পিউটারের CTRL + P একসাথে চাপলে print to PDF নামক অপশন আসবে। সেখানে ক্লিক করার সহজেই জন্ম নিবন্ধনটি পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন।

মোবাইলে

মোবাইলে জন্ম নিবন্ধনটি প্রিন্ট করার জন্য সেটাকে স্ক্রিনশট নিতে হবে। সম্পূর্ণ পেজটি স্ক্রিনে রেখে (যাতে জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখা যায়) ফোনটিতে স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়ার ব্যাপারটা আমরা সবাই জানি। অনেক ফোনে হাতের তিন আঙ্গুল দিয়ে উপর থেকে নিচের টান দিলে স্ক্রিনশট হয়। আর প্রায় সকল ফোনেই লক বাটন ও সাউন্ড কমানোর বাটন একসাথে প্রেস করলেই স্ক্রিনশট হয়।

তো আমরা এভাবে সুন্দরভাবে স্ক্রিনশট নিব যাতে জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখা যায়।

এরপর একটি ফটো থেকে পিডিএফ কনভার্টার দিয়ে সেটাকে পিডিএফ আকারে করব।

ব্যাস তারপর কম্পিউটারের মাধ্যমে pdf থেকে প্রিন্ট করে কাগজে বের করে আনতে পারব।

আরো পড়ুন..

ইউটিউব থেকে টাকা ইনকাম করার সঠিক গাইডলাইন

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps download

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার অ্যাপস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে Surokkha এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন চেক, ভ্যাকসিন সহ আরো অনেক তথ্য জানতে পারবেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অ্যাপস। যদি এটা ছাড়া আরো কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। তবে সবগুলা থেকে এই অ্যাপসটির প্লে স্টোর রেটিং বেশি। তাই আমি আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করার সাজেস্ট করব।

 

জন্ম নিবন্ধন কেন যাচাই করবেন?

 

জন্ম নিবন্ধন যাচাই করা এবং সংগ্রহ করার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশেষ করে আমরা যখন চাকরি বাকরি করার খেয়াল করে তখন এটা খুবই গুরুত্বপূর্ণ।

  • শিক্ষার্থীদের নতুন কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন জন্ম নিবন্ধন চেক করা খুবই গুরুত্বপূর্ণ।
  • নতুন ভোটার আইডি কার্ড তৈরিতে জন্ম নিবন্ধন চেক করা গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনার জন্ম সনদ থাকা লাগবেই।
  • ইন্টারনেটের যুগে অনলাইনে অধিকাংশ ক্ষেত্রেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করা হবে।
  • তাছাড়াও বর্তমানে অনলাইন ভিত্তিক সকল কাজেই জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকা গুরুত্বপূর্ণ।

শেষ কথা: অনলাইন জন্ম নিবন্ধন

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ স্মার্ট যুগে সবকিছু স্মার্ট হতে এর বিকল্প নেই। তাই আমাদের জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে। জন্ম নিবন্ধন চেক করার ক্ষেত্রে সাবধান। অনেক ওয়েবসাইটের মাধ্যমেই জন্ম নিবন্ধন চেক করা যায়। তবে তারা আমাদের তথ্য চুরি করতে পারে। তা আমরা সব সময় সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য জানবো।

ধন্যবাদ

Leave a Reply

Join Our Facebook Group
Like Our Facebook Page Subscribe to YouTube Join Our Telegram