অনলাইনে মামলা দেখার নিয়ম

ঝামেলা মুক্ত ঘরে বসেই অনলাইনে মামলা দেখার উপায়

পোস্টটি পড়ে আপনারা যা যা জানতে পারবেন- হাইকোর্ট মামলার সিরিয়াল, কারো নামে মামলা আছে কিনা জানার উপায় এবং হাইকোর্ট মামলার জামিন তালিকা সহ বিভিন্ন তথ্য।

এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার নামে মামলা আছে কিনা জানতে পারবেন। সেজন্য আমাদের কোন বাড়িতে ঝামেলা পোহাতে হবে না। এই পোস্টে এ বিষয়গুলো না বিস্তারিতভাবে আলোচনা করব।
এর জন্য প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করে মামলাকারীর নাম সহ বিস্তারিত তথ্য দিয়ে মামলা আছে কিনা জানতে পারবেন। আর এই কাজ থেকেই বর্তমানে আরো সহজভাবে অনলাইন মাধ্যমে করা হয়েছে। তাই আপনি চাইলে অনলাইনে আপনার নামে কোন মামলা আছে কিনা দেখতে পারবেন।

অনলাইনে মামলা দেখতে কি কি লাগে

কারো যদি মনে হয় থাকে যে তার বিরুদ্ধে কেউ মামলা করেছে তাহলে সে এ বিষয়টি জানা উচিত। কারণ মামলা বিষয়ক ঝামেলা আগে থেকে সংশোধনের চেষ্টা না করলে ভবিষ্যতে এটা খুবই ভয়াবহ অবস্থা হয়। তাই আপনার নামে যদি মামলা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে খুব দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করে নিশ্চিত হবেন। এবং তারপর একজন ভালো উকিলের সাথে পরামর্শ করবেন। এখন আসি যাদের ইতোমধ্যে মামলা চলছে তাদের অনলাইনে মামলা দেখতে কি কি লাগে?

  • অনলাইনে মামলা দেখতে আপনার বিভাগ, জেলার নাম লাগে।
  • যেই আদালতে মামলা চলছে তার নাম
  • এবং সবশেষে মামলার তারিখ।

এগুলো থাকলে আপনি খুব সহজেই মামলা দেখতে পারবেন। এবং মামলার সকল তথ্য একই সাথে জানতে পারবেন।

অনলাইনে মামলা দেখার নিয়ম

ঘরে বসে অনলাইনে মামলা দেখতে প্রথমে আপনাকে causelist.judiciary.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।

ঘরে বসে অনলাইনে মামলা দেখার নিয়ম
এখানে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করুন, তারপর জেলা সিলেক্ট করুন।
তারপর আপনার চলমান মামলার আদালত সিলেক্ট করুন।

তার আগে অবশ্যই আদালতের ধরন সিলেক্ট করবেন।
মামলার তারিখ সিলেক্ট করেন। তা আপনি যেই তারিখে মামলাতে আদালতে আসার কথা।
সবকিছুই ঠিকঠাক মত সিলেক্ট করা হলে Search বাটনে ক্লিক করুন।
ঘরে বসে অনলাইনে মামলা দেখার নিয়ম
ব্যাস, এবার উপরের স্ক্রিনশটের মত ওই দিনের মামলার সফল তথ্য দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার মামলাটি খুঁজে পাবেন। এর জন্য মামলা নাম্বার চেক করুন আর আপনার মামলার নোটিস মিলান তাহলে মামলাটি খুঁজে পাবেন।

আরো পড়ুন..

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং বিস্তারিত ২০২৪

মামলা নাম্বার দিয়ে তারিখ বের করার নিয়ম

মামলার নম্বর তারিখ বের করার জন্য নিজের স্ক্রিনশটের মত “মামলা অনুসন্ধান করুন” লেখায় ক্লিক করুন।
ঘরে বসে অনলাইনে মামলা দেখার নিয়ম
তারপর আবারো আগের মত বিভাগ, জেলা, আদালতের ধরন, আদালত এবং সবশেষে মামলা নাম্বার লিখে অনুসন্ধান আপশনে ক্লিক করুন।
বিঃদ্রঃ মামলা নাম্বার লেখার নিয়ম হচ্ছে প্রথমে নাম্বারটি স্লাশ এবং তারপর সাল।

উদাহরণ- 82/2022
ঘরে বসে অনলাইনে মামলা দেখার নিয়ম
এরপর ওই নাম্বারের উপর ভিত্তি করে যতগুলো মামলা রয়েছে সবগুলা দেখাবে। এখন মামলাকারী তো জানে যে তিনি কি ধরনের মামলা করেছেন। তাই তিনি মামলাগুলো দেখেই বুঝে যাবেন যে এখানে তাহার ক‌রা মামলা কোনটি। এখানে প্রত্যেকটি মামলার শেষে দেখুন নামক অপশন পাবেন। “দেখুন” এর উপরে ক্লিক করুন।
ঘরে বসে অনলাইনে মামলা দেখার নিয়ম
এবার ওই মামলার বিস্তারিত তথ্য চলে আসবে। মামলা দায়ের করার তারিখ এবং শুনানির তারিখ ইত্যাদি। ব্যাস এটা দেখেই বুঝে যাবেন আপনার মামলার পরবর্তী শুনানি কবে। হাইকোর্ট মামলার সিরিয়াল

কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

বর্তমানে মামলা সংক্রান্ত ঝামেলা সবারই থাকে। তাই আমাদের এই সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধান করার আগে অবশ্যই সমস্যা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সমস্যা সংক্রান্ত সঠিক ভাবে জানলেই তবে সমাধান করা সহজ হয়। কারো যদি কোন সময় মনে হয় যে কেউ তার নামে মামলা করেছে। তাহলে সেটা খুবই দুশ্চিন্তার কারণ হবে। তবে সে ক্ষেত্রে দুশ্চিন্তা না করে সত্যিই মামলা করছে কিনা এই বিষয়টা আগে জানতে হবে। তারপর সমাধানের চিন্তা করতে হবে। মামলা আপনি দুই ভাবে দেখতে পারবেন।

থানায় গিয়ে মামলা দেখা

অনেকেই মামলা হয়েছে শুনে ভয় পেয়ে থানায় যান না। ভাবেন পুলিশ তাকে ধরে ফেলবে। কিন্তু বলিস কখনোই মামলা হওয়ার সাথে সাথে অ্যাকশন নেয় না। তাই এমন ব্যবস্থা আপনি পরিচিত একজন নেতা অথবা ক্ষমতাসীল ব্যক্তিকে নিয়ে থানায় গিয়ে যোগাযোগ করবেন। তৎক্ষণাৎ পুলিশ আপনাকে জানিয়ে দেবে যে আসলে আপনার নামে মামলা হয়েছে কিনা। সে ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। হাইকোর্ট মামলার সিরিয়াল

আরো পড়ুন..

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাঁটার নিয়ম এবং টিকেটের মূল্য।

 

আদালতে গিয়ে মামলা দেখা

আদালতে গিয়ে মামলা দেখতে আপনি এবং একজন পরিচিত আইনজীবী নিয়ে আদালতে চলে যাবেন। তখন আদালতের সি আর মামলার লিস্ট চেক করে বলে দিতে পারবেন আসলে আপনার নামে মামলা হয়েছে কিনা।

এভাবেই মামলা চেক করা যায়। মনে রাখবেন- মামলা সংক্রান্ত ঝামেলা দ্রুত সম্ভব মিটিয়ে নেয়ার চেষ্টা করুন। মামলা সংক্রান্ত সরকারি আইন শৃঙ্খলা সঠিকভাবে মানার চেষ্টা করুন। একজন দক্ষ আইনজীবীর সহায়তা নিন।

Leave a Reply