ফ্রিতে অনলাইনে থানায় জিডি করার সঠিক নিয়ম
অনলাইনে থানায় জিডি করার নিয়ম জেনে নিন। হ্যাঁ, এখন থেকে ঘরে বসে অনলাইনে যে কোন ধরনের কাজ করতে পারবেন। সে দিক দিয়ে অনলাইন জিডির বিষয়টিও এড়ানো যাবে না। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে থানায় দৌড়াদৌড়ির কোন ঝামেলা পোহাতে হবে না। আপনার গাড়ি ভাড়া বাঁচবে তাছাড়াও কোন খরচ হবে না। অনলাইনে জিডি করা সম্পূর্ণ ফ্রি।
বর্তমানে প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশ ও পিছিয়ে নেই। বাংলাদেশের সব কিছু প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশের মামলা মোকদ্দমা ও আইনি সকল কিছু অনলাইন নির্ভর হয়ে উঠেছে। ২০১৯ সাল থেকে অনলাইনে জিডি করার সুবিধা বাংলাদেশ সরকার চালু করেছে। এর জন্য রয়েছে অনলাইনে জিডি করার অ্যাপস।
অনলাইন জিডি কি?
অনলাইন জিডি কি, সে সম্পর্কে জানতে হলে আমাদের আগে জিডি সম্পর্কে জানতে হবে। জিডি হচ্ছে কোন অপরাধ নিয়ে সন্দেহ হলে থানায় রেজিস্ট্রি করা। মনে করুন , আপনার সাথে কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে চলেছে। আপনাকে কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার করণীয় হচ্ছে অনলাইনে কিংবা অফলাইনে পুলিশের কাছে জিডি করা। যাতে পুলিশ এই বিষয়টি তাদের মাথায় রাখে। শুধু মৃত্যুর ক্ষেত্রে না যে কোন অপরাধের ক্ষেত্রেই অনলাইন কিংবা অফলাইনে জিডি করতে পারবেন।
আরো পড়ুন..
মনে করুন, আপনার ফোনটি কেউ চুরি করে নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে। আপনার ফোনে থাকবে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এটা যদি কোন ব্যক্তি নিয়ে থাকে সে চাইলে আপনার এই ডকুমেন্টস দিয়ে অনৈতিক কাজ করতে পারবে। সে ক্ষেত্রে পুলিশ আপনাকেও ধরতে পারে। তাই পুলিশ যাতে আপনাকে না ধরে এ জন্য আপনি আগেভাগেই পুলিশের কাছে জিডি করে আসবেন। যাতে পুলিশ সহজে বুঝতে পারে যে এটি আগেই চুরি করা হয়েছিল। আর এটাই হচ্ছে অনলাইন কিংবা অফলাইন জিডি। অনলাইন জিডি হচ্ছে অনলাইনের মাধ্যমে পুলিশের কাছে জিডি করার মাধ্যম। অনলাইনে থানায় জিডি করার নিয়ম জেনে আসার আগে।
জিডি করতে কি কি লাগে
বিভিন্ন আইনি সহায়তা পেতে অনলাইনে জিডি করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে জিডি করতে তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা দিতে হবে। যাতে পুলিশ আপনাকে পরবর্তীতে খুঁজে পেতে পারে। সাধারণত অনলাইনে জিডি করতে নিজের ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়।
জাতীয় পরিচয় পত্র: অনলাইনে জিডি করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা নাম্বার লাগতে পারে। সে ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্রের এক কপি ছবি মোবাইলে তুলবেন।
মোবাইল নাম্বার: আপনার একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। যাতে যে কোন প্রয়োজনে তারা আপনাকে কল দিয়ে সবসময়ের জন্য যোগাযোগ করতে পারেন। তাই আপনার নিজের একটি সচল মোবাইল নাম্বার দিবেন।
আরো পড়ুন..
আপনার ছবি: আপনার পরিচয় নিশ্চিত করেনে আপনার ছবি প্রয়োজন হবে। সে ক্ষেত্রে ভালো একটি ক্যামেরা দিয়ে আপনার এক কপি ছবি তুলে তাদের জমা দিতে হবে।
বয়স: অনলাইনে জিডি করার জন্য আপনাকে অবশ্যই ১৮ বছর অথবা তার বেশি বয়স হতে হবে। সে ক্ষেত্রে ১৮ বছরের নিচে তো কেউ আর জাতীয় পরিচয় পত্র থাকবে না!
নিজ থানায় জিডি: আপনি যেই থানার অধীনে রয়েছেন আপনাকে অবশ্যই সেই থানায় জিডি করা বাধ্যতামূলক। কারণ অন্য কোন থানা আপনার নিরাপত্তার বিষয়ে নিশ্চিত নয়। তাই নিজ থানায় জিডি করতে হবে।
অনলাইন চিঠির ক্ষেত্রে উপরোক্ত তথ্যগুলো আপনার কাছে থাকলে আপনি জিডি করতে পারবেন।
থানায় জিডি করার খরচ
অনেকেই অনলাইনে জিডি করার সম্পর্কে জানতে চান তার মধ্যে অন্যতম হচ্ছে জিডি করার খরচ। অনলাইনে জিডি করা সম্পূর্ণ ফ্রি। তাছাড়া অফলাইনে জিডি করাও সম্পন্ন ফ্রি। তাই উপরোক্ত তথ্যগুলো আপনার থাকলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই অনলাইনে কিংবা অফ লাইনের জিডি করতে পারবেন।
আরো পড়ুন..
অনলাইন জিডি ফরম
অনলাইনের জিডি ফর্ম পূরণ করার জন্য আপনাকে যে সকল নির্দেশনা মানতে হবে তা একটি ডেমো স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো যেতে পারে। অনলাইনে জিডি করতে কি কি প্রয়োজন তা সেই ডেমো স্ক্রিনশট দেখতে পারবেন।
অনলাইনে জিডি করার ফরম শুধুমাত্র রেজিস্ট্রেশন করা ব্যবহারকারীরাই দেখতে পারবেন।
জিডি ফর্মে নাম, জিডি টাইপ, ট্রাকিং নাম্বার, তারিখ, ধরন, পাসপোর্ট নাম্বার, প্রদানের তারিখ, মোবাইল নাম্বার, জন্মতারিখ, এন আই ডি নাম্বার এবং ঠিকানা ইত্যাদি পূরণ করতে হবে। চলুন জেনে নেই অনলাইনে থানায় জিডি করার নিয়ম
কিভাবে অনলাইনে জিডি করতে হয়
অনলাইনে জিডি করার জন্য Online GD অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে Online GD অ্যাপটি সার্চ করলে পেয়ে যাবেন। অনলাইনে জিডি করার ক্ষেত্রে পাসপোর্ট ও প্রয়োজন হয়। তবে একটি সিস্টেমে পাসপোর্ট ছাড়া অনলাইনে জিডি করা সম্ভব। কিভাবে অনলাইনে জিডি করবেন তা ধাপ অনুসারে দেখানো হলো।
আরো পড়ুন..
ধাপ ১: অ্যাপস ডাউনলোড
প্রথমে প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে Online GD লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। অথবা সরাসরি অ্যাপসটি ডাউনলোড করার লিংক ক্লিক করুন।
ধাপ ২: রেজিস্ট্রেশন করা
অনলাইন জিডি এপ্সটি ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর “রেজিস্ট্রেশন করুন” নামক অপশন এ ক্লিক করুন।
এবার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে “পরিচয় যাচাই” অপশনে ক্লিক করুন।
এরপর আপনার বিষয়ে কিছু তথ্য দেখতে পারবেন । জন্মতারিখ, পিতার নাম এবং মাতার নাম এরকম তথ্য। সেখান থেকে নিচের “তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন” অপশনে ক্লিক করুন।
এবার সরাসরি আপনার ফোন স্কিনের ক্যামেরার পারমিশন দিতে হবে। তারপর ফোনের সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনার চেহারা এ স্ক্যান করতে থাকবে। সঠিকভাবে আপনার চেহারা স্ক্যান করবেন।
ফটো স্ক্যান হলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড প্রদান করার জন্য নতুন পেইজে নিয়ে আসবে। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে “এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন” অপশনে ক্লিক করুন।
সঠিকভাবে একাউন্ট তৈরি করা হলে Success লেখা আসবে। Ok অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: লগইন করুন
আগে দেওয়া পাসওয়ার্ড ও ফোন নাম্বার দিয়ে লগইন করুন। পাসওয়ার্ড ও ফোন নাম্বার লিখে “লগ ইন” অপশনে ক্লিক করুন।
এবার পূর্বে রেজিস্ট্রেশন করার সময় যে সকল তথ্য দেওয়া হয়নি সেগুলো দেওয়ার জন্য নতুন পেজ আসবে। জেলা, থানা ইত্যাদি এরকম কিছু তথ্য দিতে হবে। তথ্য সঠিকভাবে দিয়ে “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
হাতের মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর প্রদান করে “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
মোবাইল নাম্বার এবং ইমেইল ইত্যাদি দিয়ে “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
এবার আপনার ফোনে ছয় ডিজিটের একটি কোড পাঠানো হয়েছে। ওই ছয় ডিজিটের কোড নতুন পেজে বসিয়া “আপডেট” অপশনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে । “লগ ইন ” অপশনে ক্লিক করুন।
ধাপ ৪: জিডি করা
অনলাইনে জিডি করার জন্য রেজিস্ট্রেশন করার পর gd.police.gov.bd অথবা অনলাইন জিডি অ্যাপস ওপেন করুন।
ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে।
নিচের নিয়ম অনুসারে যে কোন ধরনের জিডি করতে হবে। উদাহরণ হিসেবে পাসপোর্ট হারানোর gd করার নিয়ম নীতি উল্লেখ করা হলো।
পাসপোর্ট হারানো নিয়ে জিডি করার জন্য “তথ্য এন্ট্রি* হাতে “হারানো” অপশনে ক্লিক করুন। তারপর পাসপোর্ট লিখে সার্চ করুন অথবা সামনে পাসপোর্ট অপশনটি পাবেন। সে ক্ষেত্রে অন্য কিছু হারিয়ে গেলে সেটার নাম সার্চ করলে পেয়ে যাবেন।
এবার পাসপোর্ট সম্পর্কিত কিছু তথ্য জানতে চাওয়া হবে। একটি ফরম দেওয়া থাকবে যেটি আপনাকে পূরণ করতে হবে।
“I have agree to accept Terms & Condition and Policy” চেক বক্স এর টিক মার্ক করে Submit অপশনে ক্লিক করুন।
এরপর আপনাকে একটি সিকিউরিটি কোডের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। তারপর আবেদনকারীর ফোনে কনফার্ম লিখে একটি মেসেজ আসবে।
এরপর অনলাইন জিডির কপি আপনাকে ডাউনলোড করতে হবে।
অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন
অনলাইন জিডির কপি ডাউনলোড করতে আপনি “আবেদন প্রিন্ট” অপশন দেখতে পারবেন। “আবেদন প্রিন্ট ” অপশনে ক্লিক করলে অনলাইন জিডির কপি ডাউনলোড হয়ে যাবে।
অথবা আপনি যদি পুরো বিষয়টিকে বিস্তারিতভাবে দেখতে চান তাহলে ” বিস্তারিত রিপোর্ট” অপশনে ক্লিক করলে বিস্তারিতভাবে দেখতে পারবেন।
শেষ কথা: অনলাইন জিডি
অনলাইন জিডি করার এই প্রসেসটি সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও না বুঝলেও সে কমেন্ট করে জানাবেন। অনলাইন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিনিয়ত কোন না কোন অপরাধ হয়ে যাচ্ছে। তাই আমরা এই নিয়ম ফলো করে অনলাইন জিডি করব।