অনলাইন বিজনেস কিভাবে করব
বর্তমানে ব্যবসায়ীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন বিজনেস। অনেকেই অনলাইন বিজনেস করে লাখপতি ও কোটিপতি হচ্ছেন। বর্তমানে অনলাইন যুগে অনলাইন বিজনেস এর চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অনেকেই জানতে চাই যে – অনলাইন বিজনেস কিভাবে করব ? তাদের সুবিধার্থে আজকের এই পোস্টে বিস্তারিতভাবে অনলাইন বিজনেসের শূন্য থেকে শেষ পর্যন্ত আলোচনা করব।
ভূমিকা ঃ
অনলাইন ব্যবসা খুব একটি লাভজনক কাজ। বর্তমানে অসংখ্য মানুষ বাংলাদেশের অনলাইন ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করছেন। এবং প্রতিনিয়ত অনলাইন ব্যবসার সিস্টেমটি বৃদ্ধি পাচ্ছে। অতীতের অফলাইন ব্যবসাগুলো এখন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। তাই হয়তো আপনিও অনলাইন ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছেন।
এই পোস্ট থেকে জানতে পারবেন- অনলাইন বিজনেস আইডিয়া ২০২৪, অনলাইনে কি পণ্য নিয়ে ব্যবসা করা যায়, অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি, অনলাইন ব্যবসার নামের তালিকা, অনলাইন ব্যবসার সুবিধা ও অসুবিধা, অনলাইন ব্যবসার নীতিমালা, অনলাইনে ব্যবসা করে কোটিপতি, অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায়, অনলাইন বিজনেস নিয়ে কিছু কথা এবং অনলাইন বিজনেস কিভাবে করব সে সম্পর্কে বিস্তারিত ।
অনলাইন বিজনেস কি?
অনলাইন বিজনেস বর্তমান সময়ের নতুন জনপ্রিয় একটি বিজনেস মডেল। যেখানে ব্যবসার সকল কার্যক্রম ইন্টারনেট এর মাধ্যমে হয়ে থাকে। যেমন-কোন কিছু সেল করা ইত্যাদি।
আরো পড়ুন..
মনে করুন- আপনার একটি বড় শোরুম রয়েছে। যেখানে বিভিন্ন রকমের মালামাল বিক্রি করে থাকেন। এখন আপনি ওই শোরুম থেকে অনলাইনে সাবমিট করবেন। তারপর অনলাইনের মাধ্যমে মালামাল গুলো বিক্রি করছেন। অর্থাৎ আপনি অনলাইনে বিজনেস করছেন।
অনলাইন বিজনেস আইডিয়া ২০২৪
২০২৪ সালের অনলাইন বিজনেস আরো জনপ্রিয় হয়ে উঠেছে। একটা সময় আসবে যখন সকল কিছুই অনলাইন নির্ভর হয়ে যাবে। যেমন বর্তমানে শহরাঞ্চলের প্রায় সকল দোকানগুলোই অনলাইন নির্ভর হয়ে উঠেছে। কিন্তু ভবিষ্যতে হয়তো আর কিছুদিন পরেই দেখবেন গ্রাম-গঞ্জের ছোটখাটো সকল দোকানগুলোই অনলাইন নির্ভর হয়ে যাবে।
যেখানে কাস্টমাররা অনলাইনে অর্ডার করে থাকবেন। দোকানে অনলাইনের মাধ্যমে তাদের অর্ডারের সেল করে থাকবেন। এটা ইতিমধ্যে সহরাঞ্চলে অধিকাংশ দোকানে দেখা যায়। তো এখন আমরা জানতে পারবো অনলাইনে বিজনেস আইডিয়া ২০২৪ সম্পর্কে তথ্য।
২০২৪ সালে অনলাইন বিজনেস আইডিয়া সম্পর্কে জানার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার।
অনলাইন বিজনেস কয় ধরনের হয়ে থাকে?
অনলাইন বিজনেস মূলত পাঁচটি প্রধান দুই ভাগে ভাগ করা যায়।
ই কমার্স: এ ধরনের বিজনেসে গ্রাহকদের কাছে বিভিন্ন পণ্য বিক্রয় করা হয়। বাংলাদেশে ই-কমার্স বিজনেস কিছু ওয়েবসাইট রয়েছে। যেমন- দারাজ অন্যতম। ই-কমার্স বিজনেস ওয়েবসাইট এর মূল কাজ হচ্ছে গ্রাহকদের কাছে পণ্য বিক্রয় করা।
আরো পড়ুন..
ডিজিটাল প্রোডাক্টস: এই বিজনেসের প্রধান কাজ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট গুলো বিক্রি করা। আর ডিজিটাল প্রোডাক্টস বলতে বোঝানো হয়েছে যে সকল প্রোডাক্টস বর্তমান সময়ের প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা হয়। যেমন – ebook, সফটওয়্যার ও অনলাইন কোর্স ইত্যাদি।
অ্যাফিলিয়েট মার্কেটিং: অ্যাপ্লিয়েট মার্কেটিং এর কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট গুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ যে সকল ব্যক্তি বা কোম্পানি মানুষের কাছে একটি বড় কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে। পরবর্তীতে ক্রেতা সেগুলো ক্রয় করে। সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
ড্রপশিপিং: এই business এ তিনটি দল থাকে। যেখানে প্রথম দল হচ্ছে যারা পণ্যের মালিক। দ্বিতীয় হচ্ছে যারা পণ্য সেল করে। তৃতীয় যারা পণ্য ক্রয় করে। অর্থাৎ ড্রাফটশিপিং এর কাজ হচ্ছে একটি কোম্পানির প্রোডাক্ট নিজেদের মাধ্যমে সেল করা।
সোশ্যাল মিডিয়া বিজনেস: এখানে বিক্রেতা ফেসবুক , টিকটক অথবা ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য সেল করে থাকেন। তাছাড়া তারা বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকেন। অনলাইন বিজনেস কিভাবে করব ।
অনলাইনে কি পণ্য নিয়ে ব্যবসা করা যায়
বর্তমানে অনলাইনে যে কোন পণ্য নিয়েই ব্যবসা করা যায়। আর তাছাড়াও আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন সেটা সম্পূর্ণ আপনার বাজেট এবং আপনার নিজের উপর ডিপেন্ড করে। তবে অনলাইনে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আছে। এবার বিষয়গুলোর লক্ষ্য রাখা উচিত।
অনলাইনে বিজনেসের ক্ষেত্রে কোন পণ্যগুলো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ওই বিষয়টা আমাদের জানতে হবে। আপনি যদি ভাবেন যে যত বাজেটই হোক না কেন আর যেভাবেই হোক না কেন। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পণ্যের ব্যবসা শুরু করবেন। তাহলে আপনার জানতে হবে অনলাইন ব্যবসার নামের তালিকা ও কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি?
অনলাইন ব্যবসার নামের তালিকা
বর্তমান সময়ে অনলাইনে কোন ব্যবসাই ফেলে দেওয়ার মতো নয়। তবে বাংলাদেশে অনলাইন ব্যবসা এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। যার কারনে বাংলাদেশে কিছু ব্যবসা করা লাভজনক হবে। কারণ বর্তমান সময়ে বহির বিশ্বে বিভিন্ন প্রাণীর পোশাক, খাবার নিয়ে ব্যবসা শুরু হয়েছে। কিন্তু যেটা বাংলাদেশে এখনো শুরু হয়নি। তাই বাংলাদেশে সাধারণ দুই থেকে চারটি ব্যবসার জনপ্রিয়। চলুন দেখে আসি বর্তমান সময়ে সারা দুনিয়াতে জনপ্রিয় ব্যবসা গুলো।
আরো পড়ুন..
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি
ই-কমার্স ব্যবসার জন্য:
- QuickBuy
- EasyMart
- ShopNest
- Click & Cart
- EzyBazaar
স্বাস্থ্য এবং ফিটনেস:
- FitPulse
- WellnessWave
- HealthyHut
- VitalityVibe
- ZenFit
সৌন্দর্য এবং ব্যক্তিগত যত্ন:
- GlowNest
- BeautyHive
- BlissCare
- PureGlam
- CharmCraft
ফ্যাশন এবং পোশাক:
- StyleNest
- TrendCave
- FashionWave
- GlamZone
- UrbanThreads
প্রযুক্তি এবং গ্যাজেটস:
- TechHive
- GizmoGalaxy
- GadgetGear
- ByteShop
গৃহস্থালী এবং সাজসজ্জা:
- HomeNest
- DecoDream
- CasaCraft
- CozyCorner
- LivingLuxe
খাদ্য এবং গ্রোসারি:
- FreshNest
- GroceryBox
- DailyDelight
- TasteTown
বই এবং শিক্ষামূলক পণ্য:
- LearnNest
- BookNook
- EduSphere
- KnowledgeCart
- SkillNest
পোষা প্রাণীর পণ্য:
- PetPalace
- FurryNest
- PetEssentials
- PawPrints
- PetCareHub
উপরোক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বিশ্বের প্রভাবশালী এবং উন্নত দেশগুলোতে জনপ্রিয়। যার মধ্যে কিছু বাংলাদেশেও জনপ্রিয়। তবে আমি আশা করি খুব দ্রুতই ব্যবসা গুলো বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠবে।
অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি
সাধারণত অনলাইনে পণ্যের চাহিদা নির্ভর করে মৌসুমের উপর। এক এক মৌসুমে একেক পণ্যের চাহিদা থাকে। তাই অনলাইন বিজনেস এর ক্ষেত্রে কোন পন্য ফেলে দেওয়ার মতো না। তা ইতিমধ্যে আপনাদের বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কিছু জনপ্রিয় ব্যবসা রয়েছে। অর্থাৎ কিছু পণ্য রয়েছে যেগুলো চাহিদা বাংলাদেশের বেশি।
ফ্যাশন এবং পোশাক: বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রয় এবং ক্রয় করা হয় ফ্যাশন ও পোশাক জাতীয় পণ্য। যেমন- কিছুদিন আগেও আমি অনলাইন থেকে একটি জার্সি অর্ডার করেছিলাম। তাই আমার মতে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রয়-বিক্রয় হচ্ছে পোশাক।
ইলেকট্রনিক্স এবং গ্যাজেটস: বর্তমানে অনলাইনে অনেক ইলেকট্রনিক্স মালামাল ক্রয় বিক্রয় হয়ে থাকে। অনেক পণ্যই আমরা অনলাইন থেকে অর্ডার করে থাকি। বিশেষ করে ঘড়ি, মোবাইল, তাছাড়া আরও ইলেকট্রনিক্স মালামাল।
সৌন্দর্য এবং ব্যক্তিগত পরিচর্যা পণ্য: সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যার জন্য বর্তমানে অসংখ্য পণ্য বের হয়েছে। যেগুলোর বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত অনলাইনে দেখতে পাই। আমরা অনলাইন থেকে সকল পণ্যগুলো ক্রয় করে থাকি।
আরো পড়ুন..
বই এবং শিক্ষামূলক পণ্য: বর্তমানে বিভিন্ন শিক্ষামূলক বই অনলাইনে ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাংলাদেশে অনলাইন বই ক্রয় বিক্রয়ের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে রকমারি ডট কম।
বাংলাদেশে অনলাইন ব্যবসার ক্ষেত্রে উপরোক্ত চারটি ব্যবসা খুব জনপ্রিয়। উপরোক্ত চারটি ব্যবসায় চাহিদা সম্পন্ন। আপনি চাইলে উপরের যে কোন একটি ব্যবসা করতে পারবেন। আর এ সকল পণ্যের সবচেয়ে চাহিদা অনলাইনে বেশি, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। অনলাইন বিজনেস কিভাবে করব সে সম্পর্কে জানার আগে।
অনলাইন ব্যবসার সুবিধা ও অসুবিধা
আমরা যারা অনলাইনে ব্যবসা করার কথা ভাবছি। তাদের অবশ্যই অনলাইন ব্যবসার সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানা উচিত। কেননা অনলাইন ব্যবসা সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর ব্যবসা। যেটা সাধারণ ব্যবসায়ীদের জন্য কঠিন। তাই চলুন জেনে আসি অনলাইন ব্যবসা সুবিধা ও অসুবিধা।
সুবিধা:
- স্বল্প খরচে অনলাইন ব্যবসা শুরু করা যায়।
- পৃথিবীর যেকোন স্থানে পণ্য বিক্রয় করা যায়।
- প্রতিদিনের প্রায় 24 ঘন্টা খোলা রাখার সুবিধা রয়েছে।
- সাধারণ অফলাইন ব্যবসার ক্ষেত্রে দোকান ভাড়া ও অন্যান্য খরচ বহনের ঝামেলা নেই।
- গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার সুবিধা রয়েছে।
অসুবিধা:
- বর্তমানে অনলাইন ব্যবসার প্রতিযোগিতা অনেক বেশি।
- গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠা কঠিন
- প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখা
- কাস্টমার সার্ভিস ও সাপোর্ট একটিভ থাকার সমস্যা
- আইনে সমস্যা নিয়ন্ত্রণ করা।
অনলাইনে বিজনেসের ক্ষেত্রে সকল সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করলাম। চলুন জেনে আসছি অনলাইন ব্যবসার মূল নীতিমালা গুলো কি কি।
অনলাইন ব্যবসার নীতিমালা
বাংলাদেশ হাতে যে কোন বিশ্বে অনলাইনে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা মানতে হবে। তবে ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে নীতিমালা গুলো না মানলেও চলে। তবে অধিকাংশ বড় বড় অনলাইন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা মানতে হবে।
- অনলাইন ব্যবসার প্রধান নীতিমালা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স তৈরি করা।
- BEFTN বা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে স্থানীয় নীতিমালা মানা।
- গ্রাহকদের সকল তথ্য এবং বেটা নিরাপত্তা নিশ্চিত করা।
- স্পষ্ট ও সঠিক পণ্য বিক্রয় করা এবং প্রমোট করা।
- গ্রাহকদের থেকে ন্যায্য মূল্য নেওয়া।
- রিটার্ন ও রিফান্ড পলিসি মানা
- ডেলিভারির নিয়ম-কানুন মানা।
অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়া যায়?
বর্তমানে অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়ার বিষয়টি অনেকেই বলে থাকেন। আসলে বর্তমানে অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়াটা সহজ ব্যাপার হয়ে উঠেছে। কারণ অতীতে অনলাইনে ব্যবসা তেমন জনপ্রিয় ছিল না। তাই ব্যবসায় অধিক ফেল দেওয়া সক্ষম ছিল না।
কিন্তু বর্তমান অনলাইন ব্যবসা খুবই জনপ্রিয়। বিভিন্ন পণ্য সেল করা খুবই সহজ কাজ। তাইলে অনলাইনে ব্যবসায় লাভবান হওয়া সহজ হয়ে উঠেছে। বর্তমানে অনলাইনে ব্যবসার পেছনে বিদেশি অনেক কোম্পানি লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেন। কারণ তারা জানেন যে অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব।
তাই আমি বলব অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়ার সম্ভাব। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা করা মুশকিল। আর হ্যাঁ, অনলাইনে ব্যবসার ক্ষেত্রে বর্তমানে অনেক প্রতিদ্বন্দ্ব রয়েছে। তাই অনলাইনে ব্যবসা খুব মনোযোগ সহকারে করতে হবে।
অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায়
আপনি যদি অনলাইন ব্যবসার কথা ভাবছেন তাহলে আপনার জন্য ব্যবসার সফল হওয়ার কিছু গোপন টিপস রয়েছে। যে টিপস গুলো ব্যবহার করে আপনি অবশ্যই অনলাইনে ব্যবসায় সফল হতে পারবেন।
সঠিক ব্যবসা নির্বাচন: আপনার এলাকার সিজন এবং অন্যান্য ক্ষেত্রে কোন ব্যবসার চাহিদা বেশি তা নির্বাচন করবেন। যে সকল ব্যবসার চাহিদা বেশি এ সকল ব্যবসা নির্বাচন করবেন।
সঠিক প্রোমোট: ব্যবসা শুরু করার পর স্থানীয় সকল কাজগুলো ভালোভাবে করবেন। সর্বপ্রথম ব্যবসার লাইসেন্স তৈরি করবেন।
এসইও: বর্তমানে অনলাইনে যে কোন কিছু দ্রুত জনপ্রিয় করার জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ কাজ। প্রয়োজন হলে একজন এসইও এক্সপার্ট নিয়ে শুরু করবেন।
বিজ্ঞাপন: আপনার কাছে ভালো বাজেট থাকলে বিভিন্ন নেটওয়ার্ক বিজ্ঞাপন দিবেন। তবে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সঠিক নেটওয়ার্ক নির্বাচন করবেন। আপনার পণ্য কোথায় বিজ্ঞাপন দিলে ভালো বিক্রয় হবে ওই সকল প্লাটফর্ম নির্বাচন করতে হবে।
সততা ও সঠিক কার্যক্রম: আপনার ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের সাথে সততা ও সকল দিক থেকে কাস্টমারের মন যুগিয়ে চলবেন। তাহলে কাস্টমার পরবর্তীতে আপনার কাছে আবারো ক্রয় করার কথা ভাববে।
নীতিমালা: অনলাইন ব্যবসার সাফল্য নীতিমালা মেনে ব্যবসা করা।
অনলাইন বিজনেস নিয়ে কিছু কথা
সুপ্রিয় পাঠক, আপনি যদি অনলাইনে বিজনেস এর কথা ভাবেন। তাহলে আপনার অবশ্যই অনলাইন বিজনেস সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। আমি এই পোস্টে অনলাইন বিজনেসের সকল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাছাড়াও যদি আরো কোন গুরুত্বপূর্ণ বিষয় জানার প্রয়োজন হয় তাহলে আমাদের Trickmi Q2Ans প্ল্যাটফর্মে প্রশ্ন করতে পারেন।
আমি মনে করি অনলাইন বিজনেস করা বর্তমান সময়ের ভালো সিদ্ধান্ত। তবে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন জানতে হবে। আশা করি আপনি ভালো একজন বিজনেসম্যান হয়ে উঠতে পারবেন। অনলাইন বিজনেস ও অন্যান্য বিষয়ের উপর আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের এই Trickmi ভিজিট করতে পারেন। গুগলে Trickmi লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন।