কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে
আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমার পোস্টে আপনাদের স্বাগতম। আজকের লেখার বিষয় তো পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন । হ্যাঁ আজকে বলবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে । তা স্টেপ বাই স্টেপ আলোচনা করব।
ভূমিকাঃ
বর্তমান সময়ে ব্লগিং এর জনপ্রিয় হয়ে উঠেছে ওয়ার্ডপ্রেস। বর্তমানের অধিকাংশ ব্লগাররাই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগ ওয়েবসাইট তৈরি করেন। ওয়ার্ডপ্রেস ছাড়াও অন্যান্য সিএমএস রয়েছে। তবে সবচে জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ব্লগ ওয়েবসাইট ছাড়া ও বর্তমানে অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়।
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম
বর্তমান সময়ের জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। আপনি যদি যেকোনো কারণেই ওয়ার্ড প্রেস ওয়েবসাইট তৈরি করার কথা ভাবেন তাহলে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করতে পারেন। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে তা জানুন।
প্রথম স্টেপ: ওয়েবসাইট ক্যাটাগরির নির্বাচন।
প্রথমে নির্বাচন করবেন আপনি কি ধরনের সাইট তৈরি করবেন। যেমন ব্লগ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, বিজনেস ইত্যাদি।
এখন আপনি ভাবুন কোন ধরনের সাইট তৈরি করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ব্লগ সাইট দিয়ে শুরু করবেন। সাধারণত ব্লগ সাইটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বেশি ব্যবহার হয়। তাহলে বিগেনারদের জন্য প্রথমেই একটি ব্লগ সাইটের তৈরির জন্য আমি সাপোর্ট করব।
দ্বিতীয় স্টেপ: ডোমেইন নির্বাচন
যেহেতু আপনি একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট তৈরি করতে যাচ্ছেন সেখানে আপনাকে একটি ডোমাইন নির্ধারণ করতে হবে। যেমন .com, .biz, .xyz , .top ইত্যাদি।
এছাড়াও আরও অনেক ধরনের ডোমেইন আছে যেগুলা ফ্রিতে এবং কিনে নিতে হয়।
আপনি যদি ইনকামের উদ্দেশে শুরু করতে চান তাহলে অবশ্যই পেইড ডোমেন নিবেন। আর যদি ট্রাই করার জন্য নিয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রি ডোমেইন নিবেন। যেমন .tk,.ga,.ml ইত্যাদি।
এগুলো নেওয়ার জন্য আপনি অনেক ধরনের সাইট পাবেন। গুগল সার্চ করে ও এই সাইটগুলোকে খুঁজে পেতে পারেন। আমি ফ্রি ডোমেইন নিয়েছি এমন একটি সাইট হল Freenom.com
তৃতীয় স্টেপ:ডোমেইন রেজিস্টার
আপনি যদি আর্নিং এর জন্য নিয়ে থাকেন অবশ্যই পেইড ডোমেইন রেজিস্টার করবেন আর চেষ্টা করার জন্য ফ্রি ডোমেইন।
মনে রাখবেন ডোমেইন রেজিস্টার করার সময় এমন একটি নাম দিবেন যেটা আপনার সাইটের ক্যাটাগরির সাথে মিলে। যেমন আমি নিয়েছি ব্লগ সাইটের জন্য Trickmi.com।
অর্থাৎ সাইটের ক্যাটাগরির সাথে মিল রেখে ডোমেইন নেম দিবেন।
চতুর্থ স্টেপ: হোস্টিং রেজিস্টার
মনে রাখবেন আপনি যেই নামে ডোমেন নিয়েছেন সেই নামে হোস্টিং রেজিস্টার করতে হবে। তা না হলে ডোমেইন আর হোস্টিং মিলবে না। তাই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য হোস্টিং কিনবেন।
পঞ্চম স্টেপ: নেইম সার্ভার অ্যাড
হোস্টিং প্যানেলের নেইম সার্ভার কপি করে ডোমেইন সার্ভারে বসিয়ে দিন সেট করে দিন। এর মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করা হয়।
ষষ্ঠ স্টেপ: ওয়ার্ডপ্রেস ইন্সটল
আপনার ওয়েবসাইটের হোস্টিং প্যানেলে যান।প্যানেলে অনেকগুলো অপশন খুঁজে পাবেন যার মধ্যে softclus installer অথবা WordPress install এরকম কিছু অপশন খুঁজে পাবেন । সেখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিবেন।
ইন্সটল করার আগে অবশ্যই কিছু ইনফরমেশন দিয়ে একটি ফরম পূরণ করতে হবে। এভাবেই খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
শেষ কথা:
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। বাংলা ভাষায় নিত্য নতুন সকল ধরনের ট্রিক এবং টিপস পেতে আমাদের Trickmi সাইটে ভিজিট করুন। অবশ্যই কমেন্টে জানাবেন পোস্টটি কেমন লাগলো।
আল্লাহ হাফেজ।