মোবাইলে অডিও এডিটিং করুন প্রফেশনাল ভাবে।
আসসালামু আলাইকুম, ভিউয়ার্স
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আপনাদের কৃতিত্বে আমাদের এই Trickmi সাইটের পথ চলা।
তাই চেষ্টা করি যেন নিয়মিত আপনাদেরকে ভালো ভালো সকল কন্টেন্ট উপহার দিতে। যা থেকে আপনারা খুবই উপকৃত হবেন। আপনারা চাইলে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করতে পারেন। এতে আপনার ও উপকার হবে আমারও লাভ হবে। তাই যখনই আপনার কোন কিছু গুরুত্বপূর্ণ ভাবে জানা দরকার পড়ে আমাদের সাইটে এসে সার্চ বারে সেইটা লিখে সার্চ করলেই
হয়তোবা পেয়ে যাবেন।
আর যদি না পেয়ে থাকেন তাহলে সেই সম্পর্কে জানতে
পোস্ট এর শেষের কমেন্ট বক্সে টাইপ করে পাবলিস্ট ক্লিক করে জানাতে পারেন।
অথবা আমার ফেসবুক আইডিতে সরাসরি মেসেজ করতে পারেন। অথবা ইমেইলে ও মেসেজ করতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগ করতে সাইটের Contact Us পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করার সকল উপায় পাবেন।
তো, আজকের পোস্ট এর মূল বিষয় মোবাইলে অডিও এডিটিং করুন প্রফেশনাল ভাবে।
মূল বিষয়টি হলো কোন অ্যাপস ছাড়াই প্রফেশনাল ভাবে ভয়েস এডিটিং
মোবাইলে অডিও এডিটিং
হা, একটি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও তৈরির জন্য ভয়েস এডিটিং করতে পারবেন। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এত সুন্দর এডিটিং সুদু প্রিমিয়াম এপস দ্বারা সম্ভব। যারা ইউটিউবার অথবা যে কোন সোশ্যাল মিডিয়ার সাইটে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করেন। তাদের জন্য খুবই কাজে আসবে পোস্টটি।
মনে করুন, আপনি আপনার ভয়েস দিয়ে কোন একটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। কিন্তু আপনার ভয়েসে আউট শব্দগুলা শোনা যাচ্ছে যার কারণে ভয়েস সুন্দর খুব ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না। ক্লিয়ারলি বুঝা না যাওয়ার কারণে দর্শক অবশ্যই আপনার ভিডিও দেখতে বিরক্তিবোধ করবে। এক কথা বলতে তারা আপনার ভিডিওটি দেখতে চাইবে না। তাই আপনাকে আপনার ভিডিওর ভয়েস এডিটিং করা লাগবে।
ভয়েস সম্পর্কে আরো অনেক রকমের এডিটিং করতে পারবেন এই সাইটের মাধ্যমে।
DEMO
প্রমাণ হিসেবে নিচের ভিডিওগুলা। দুটি ভিডিও ই এই সাইটের মাধ্যমে ভয়েস এডিটিং করা হয়েছে।
এডিটিং এর স্যাম্পল হিসেবেই দেখছেন।
মোবাইলে অডিও এডিটিং করুন প্রফেশনাল ভাবে।
কিভাবে এডিটিং করবেন
এডিটিং করার জন্য আপনার দরকার অডিও ভয়েস। তাই আপনাকে ভিডিওটা যা বলবেন তা আগে অডিওর মাধ্যমে রেকর্ড করতে হবে।
এরপর আপনাকে যে কোন ব্রাউজার সিলেক্ট করতে হবে । ব্রাউজারের সার্চ বক্সে adobe podcast লিখে সার্চ করুন। অথবা ক্লিক করুন লিখে সার্চ করলে আপনাকে সরাসরি সাইটে নিয়ে যাবে।
ক্রল করে নিচে গেলে নিচে স্ক্রিনশটের মত Go to enhance speech অপশনে ক্লিক করুন
মিসের স্ক্রিনশটের মধ্যে একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি চাইলে সিম্পল ও দেখে নিতে পারবেন। নিচের start 30 day free trial অপশনে ক্লিক করুন
এবার আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে শর্টকাট হিসেবে জিমেইল দ্বারা অ্যাকাউন্ট করতে পারবেন আমার মত করে।continue with Gmail এ ক্লিক
জন্ম তারিখ এবং প্রাইভেসি and policy ✅ দিয়ে continue এ ক্লিক
Choice File আফসানা ক্লিক করে অডিও ফাইলটাকে সিলেক্ট করবেন যেটা আপনি এডিট করতে চান
ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করুন। সাইট আপনাকে এডিট করে দিবে কছু সময় নিবে। এডিট শেষ হলে নিচের স্ক্রিনশট এর মত দেখবেন। এরপর আর ডি এটা কেমন এডিট হয়েছে দেখবেন।downloadঅপশনে ক্লিক করে সরাসরি গ্যালারিতে ডাউনলোড করে নিন
পোস্ট এই পর্যন্তই সমাপ্ত করলাম।
কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।
খুব দ্রুত এই সমাধান দেওয়ার চেষ্টা করব।
এতদূর পর্যন্ত পড়ে আসার জন্য ধন্যবাদ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন।
Thanks for Visiting