সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

বর্তমান সময় আমাদের মোবাইলের সিম তোলার নির্দিষ্ট পরিসংখ্যা রয়েছে। সম্ভবত একটি এনআইডি কার্ড দিয়ে ২০ টির বেশি সিম তোলা যায় না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই অতিরিক্ত সিম তুলেন। অতিরিক্ত সিম তোলার ফলে একসময় তিনি বিপদেও পড়তে পারেন। কিভাবে বিপদ হতে পারে এবং সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম সম্পর্কে এই পোস্টে জানতে পারবেন।

কেন সিম রেজিস্ট্রেশন বাতিল করব

মনে করুন, আপনার একটি সিম রয়েছে। আপনি নিজেও জানেন না আপনার সেই সিমটিকে ব্যবহার করছেন। সাধারণত যখন একটা সিম হারিয়ে যায় তখন নতুন কেউ সেই সিম খুঁজে পেলে অনেকেই ব্যবহার করেন। আর অন্য দিকে সিমের প্রকৃত মালিক সিমের রেজিস্ট্রেশন বাতিল করেন না।

কিন্তু যদি সেই সিম দিয়ে কোন অন্যায়কার অন্যায় করে। আর তাহলে সেই অন্যায়ের শাস্তি সিমের প্রকৃত মালিক ভোগ করতে হবে। অর্থাৎ সিম টা আপনার হলে আপনি মহা বিপদে পড়ে যাবেন। আর প্রধানত এই কারণেই সিম হারিয়ে গেলে সিমের রেজিস্ট্রেশন বাতিল করা প্রয়োজন।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

সিমের রেজিস্ট্রেশন বাতিল করতাল অবশ্যই আমাদের আগে রেজিস্ট্রেশন চেক করতে হবে। অর্থাৎ আপনার নামে কোন কোন সিম গুলো রয়েছে এ বিষয়ে আনতে হবে। বর্তমানে অনলাইনে সিমের রেজিস্ট্রেশন চেক করা সম্ভব। আপনি যদি চান আপনার কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বুঝতে পারবেন যে কোন সিম গুলো আপনি ব্যবহার করছেন আর এখন ব্যবহার করছেন না।

আরো পড়ুন..

ফ্রি ইন্টারনেট চালানোর উপায় ২০২৪

অর্থাৎ আপনি সহজে বুঝবেন আপনার কোন কোন সিম গুলো অন্য মানুষ ব্যবহার করছে। আপনি ওই সিম গুলোকে রেজিস্ট্রেশন বাতিল করে দিলে আপনি নিরাপদ থাকবেন। চলেন তাহলে সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম জেনে নেয়ার আগে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে জেনে নিই।

আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে

আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা আপনি দুইটি মাধ্যমে জানতে পারবেন। অনলাইনে এবং অফলাইনে উপায় জানতে পারবেন। চলুন দেখে এসে কিভাবে অনলাইনে সিমের রেজিস্ট্রেশন দেখবেন।
সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। আপনার ফোনের ডায়াল প্যাডে *16001# কোড লিখে ওই সিম দ্বারা কল করবেন।
তারপর আপনার এনআইডি কার্ডের লাস্ট চার অক্ষর দিয়ে সেন্ড করবেন।
তারপরে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে পারবেন।

রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

সিমের রেজিস্ট্রেশন বাতিল করতে আপনি কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন..

গ্রামীন সিমের এমবি কিভাবে দেখে ২০২৪

হেল্পলাইন নাম্বার: ১২১ কল করার মাধ্যমে যেকোনো সিমের কাস্টমার কেয়ার নাম্বারে কথা বলা যায়। হেল্প লাইন নাম্বারে কল দিয়ে রেজিস্ট্রেশন বাতিল করতে অবশ্যই আসল মালিক প্রয়োজন। সেক্ষেত্রে এনআইডি কার্ডের আসল মালিককে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসা করা হবে। এতে তারা ভেরিফিকেশন সম্পূর্ণ করবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে সিমের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
কাস্টমার কেয়ার: নিকটস্থ যদি কোন কাস্টমার কেয়ার থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ সিমের রেজিস্ট্রেশন বাতিল করা যায়। সে ক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড নিয়ে কাস্টমার কেয়ার অফিসে যাইতে হবে।

লেখকের মন্তব্য

অব্যাবহিত সিমের রেজিস্ট্রেশন বাতিল করা অবশ্যই প্রয়োজন। তাছাড়া আপনার নামে কয়টি সিম রয়েছে তা জানা গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে অনেকেই অন্যের সিম ব্যবহার করে বিভিন্ন অপরাধ করছে। তাই সতর্কতার জন্য রেজিস্ট্রেশন চেক এবং ব্যবহৃত সিম রেজিস্ট্রেশন বাতিল করা প্রয়োজন।

Leave a Reply