Download
বন্যার সময় দোয়া

বন্যার সময় যে দোয়া পড়বেন

বন্যার সময় দোয়া

নদী প্রধান বাংলাদেশে বন্যা অন্যতম দুর্যোগ। যেটা আমরা প্রতি বছরই দেখে রাখি। তেমনি বর্তমান সময়ে ইন্ডিয়ার বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ ে বন্যা শুরু হয়। এমতাবস্থায় কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রামসহ বাংলাদেশের প্রায় ৭-৮টি জেলা বন্যায় কবলিত হয়। এই দুর্যোগের সময় আমাদের ইসলাম ধর্ম অনুসারে কিছু আমল ও দোয়া রয়েছে। এই পোস্ট থেকে আমরা জানব – ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, বন্যার সময় দোয়া , প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার দোয়া এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়

আরো পড়ুন..

মাঙ্কিপক্স বা এমপক্স কী, কীভাবে ছড়ায়

ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ

ইসলামিক দৃষ্টিতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কিছু কারণ বলা যেতে পারে।

মহান আল্লাহ তায়ালা পৃথিবীর ভালো-মন্দ যা কিছুই করেন সব মানুষের হাতের কামাই। অর্থাৎ মানুষের কর্মকাণ্ডে আল্লাহ তাআলা ফল দিয়ে থাকেন। এবং এটা বলা যায় যে কিছু ক্ষেত্রে আল্লাহ তা’আলা মানুষের পাপ এর জন্য প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। আবার মানুষকে পরীক্ষা করার জন্য বন্যা ও দুর্যোগ দিয়ে থাকেন। তাছাড়াও বিভিন্ন দুর্যোগের কারণ হিসেবে মানুষ দায়ী। কারণ বিভিন্ন দুর্যোগ হওয়ার বৈজ্ঞানিক কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন।

আরো পড়ুন..

অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা ২০২৪

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়

Download

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রথমত আমাদের ওই দুর্যোগ সম্পর্কে ধারণা থাকতে হবে। ওই দুর্যোগটি কেন হয় এবং এর ক্ষতিকারক দিক কি কি সব আমাদের জানতে হবে। তারপর রাষ্ট্র কর্তৃক নিয়ম-কানুন মানতে হবে। ওই দুর্যোগ মোকাবেলায় সকল প্রকার ব্যবস্থা নিতে হবে। দেশের সকল নাগরিক সচেতন হতে হবে। একের বিপদে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাহলেই দুর্যোগ মোকাবেলায় সফল হওয়া যায়।

 বন্যার সময় দোয়া

বন্যা ও যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা ও দয়া চাইতে হবে। নিয়মিত আল্লাহর ইবাদাত করা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের বন্যা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সজাগ থাকতে বলেছেন এবং নিচের দোয়াটি পড়তে বলেছেন।

 

اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ

 

Download

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার। (বুখারি হাদিস, ১০১৪)

আরো পড়ুন..

১০০ জন নবীর ও রসূলের নাম, তালিকা আকারে।

Download

অর্থ : হে আল্লাহ! আমাদের চারদিকে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে আপনার বৃষ্টি বর্ষণ করেন।

আমাদের মুসলিম ভাই বোনেরা বন্যা ও দুর্যোগের সময় এই দোয়াটি নিয়মিত করবেন। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দয়া চাইবেন। তাহলে আল্লাহ তা’আলা আমাদের সকল দুর্যোগ থেকে হেফাজত করবেন।

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার দোয়া

বন্যা সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আরো একটি দোয়া করতে পারেন।

একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো:

 

Download

“بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ”

 

উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর্রু মা’আস-মিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়া হুওয়াস সামীউল আলীম”।

আরো পড়ুন..

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিশেষ প্রতিবেদন

অর্থ: “আল্লাহর নামে শুরু করছি, যার নামে এমন কিছুই ক্ষতি করতে পারে না, যা আছে পৃথিবীতে এবং আকাশে, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।”

আল্লাহর উপর ভরসা রেখে সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়া সুন্নত বলে অভিহিত। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন।

আল্লাহ তাআলা আমাদের এই বন্যা কবলিত অবস্থা থেকে রক্ষা করুন।

আমিন

Leave a Reply