জিলহজ মাসের রোজা

জিলহজ মাসের যেসব দিনে রোজা রাখা সুন্নত

আরবি সর্বশেষ মাস জিলহজ্জ মাস। মুসলিম জাতির জন্য এটি খুবই ফজিলাত পূর্ণ মাস। এই মাসেই হাজীগন হজ পালনের জন্য মক্কা যান। তবে এই মাসে রোজা রাখা নিয়েও সওয়াব রয়েছে। এ মাসের প্রথম ৯ দিন রোজা রাখা সুন্নত।

জিলহজ্জ মাসের রোজা ২০২৪

হাদিসে আছে- হযরত হাফসা (রা.) বর্ণনা করেন, চারটি আমল রসূল সাঃ কখনোই ছাড়তেন না। সেগুলো হলো- আশুরার রোজা, প্রতিমাসের তিন দিনের রোজা, জিলহজের প্রথম দশকের রোজা ও ফজরের আগে দুই রাকাত সুন্নত নামাজ।(সুনানে নাসায়ি, হাদিস : ২৪১৫)

আরো পড়ুন..

সুস্বাস্থ্যের জন্য কোন কোন খাবার খাওয়া উচিত?

আরো বর্ণিত রয়েছে, একজন যুবকের অভ্যাস ছিল সে জিলহজ মাসের চাঁদ দেখলে রোজা রাখত। এক সময় রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সেটা জানতে পারেন। এবং তাকে জিজ্ঞেস করেন, ‘হে যুবক, তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো?’ জবাবে যুবক বলে, ‘হে রাসুল, আমার মা-বাবা আপনার জন্য উৎসর্গ হোক। দিনগুলি পবিত্র হজ্জ এর প্রতীক এবং হজ আদায়ের উত্তম সময়। হজ আদায়কারীদের সমপরিমাণ নেকি লাভ করি। তার সাথে আল্লাহ তা’আলা আমার দোয়া কবুল করেন।’

অতঃপর রসূল সাঃ বলেন, প্রতিটি রোজার বিনিময়ে ১০০ টি দাস মুক্ত করার, ১০০টি উট দান করার এবং জিহাদের জন্য প্রস্তুত ঘোড়া দান করার সওয়াব পাবে।(মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালি)

আর ৯ ই জিলহজ(আরাফার দিন) রোজা রাখার ফলে জীবনের আগে এবং পরের সকল গুনাহ মাফ করে দিবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন, ‘ নয়ই জিলহজ এর দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তায়ালার কাছে আশাবাদী । তিনি এ দিনের মাধ্যমে বিগত দিনের সকল গুনাহ ও আগামী এক বছরের সকল গুনাহ মাফ করবেন।(মুসলিম, হাদিস : ১১৬২)

আমরা যারা ব্লগিং করে ইনকাম করতে চাই। তাদের জন্য টিউটোরিয়াল শুরু করা হয়েছে। ওয়েবসাইট তৈরি করা থেকে ইনকাম পর্যন্ত সম্পূর্ণ গাইড লাইন দেখানো হবে।

যারা নতুন ব্লগিং শিখতে চান অথবা ব্লগার দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য নতুন ভাবে টিউটোরিয়াল শুরু করেছেন।
আপনি চাইলে জয়েন হতে পারেন। টিউটোরিয়াল গুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন।
লিংক – Blogger Tutorial 2024

One thought on “জিলহজ মাসের যেসব দিনে রোজা রাখা সুন্নত

Leave a Reply