Download
বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট কিভাবে নিবেন

বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট কিভাবে নিবেন

Download

বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট কিভাবে নিবেন

বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, সিলেট কক্সবাজার সহ অসংখ্য জেলায় বন্যা পরিস্থিতি অবনীতির দিকে যাচ্ছে। এমতাবস্থায় দেশের বন্যাকবলিত স্থানে ফ্রি ইন্টারনেট দিয়েছে সিম কোম্পানিগুলো। বন্যা কবলিত স্থানগুলোতে কিভাবে ফ্রি ইন্টারনেট নিবেন তা এই পোষ্টের মাধ্যমে দেখাবো। চলুন দেখে নেই বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট কিভাবে নিবেন

ফ্রি ইন্টারনেট কিভাবে চালাবো

বাংলাদেশের বন্যা কবলিত এলাকা গুলোর জন্য রবি, এয়ারটেল, গ্রামীন এবং বাংলালিংক সিম কোম্পানি বিনামূল্যে ইন্টারনেট বোনাস দিয়েছেন। তাদের ইন্টারনেট নেওয়ার জন্য অ্যাপস অথবা কোড ডায়াল করতে পারেন। চলুন দেখে আসি কোন সিম ের ফ্রি ইন্টারনেটের জন্য কি কোড ব্যবহার করবেন।

রবি: বন্যায় দুর্গত এলাকার জন্য রবি সিম দিচ্ছে ২৫০ এমবি এবং ২০ মিনিট। এর মেয়াদ হবে ৩ দিন। ফ্রি ইন্টারনেট যেকোনো একবার নিতে ডায়াল করুন *২১২*১#

Download

এয়ারটেল: বন্যায় দুর্গত এলাকার জন্য এয়ারটেল সিম দিচ্ছে ২৫০ এমবি এবং ২০ মিনিট। তিন দিন মেয়াদে যেকোনো একবার নিতে ডায়াল করুন *২১২*১#

গ্রামীণফোন: বন্যায় দুর্গত এলাকার জন্য গ্রামীন ফোন দিচ্ছে ৫০০ এমবি এবং ১০ মিনিট। ৩ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট পেতে *১২১*৫০৫০# ডায়াল করুন।

বাংলালিংক: বন্যায় দুর্ঘটন এলাকার জন্য banglalink সিম দিচ্ছে ৫০০ এমবি এবং ১০ মিনিট। মেয়াদ ৩ দিন এবং ডায়াল *১২১*৯০০*৩#

আরো পড়ুন..

বন্যার সময় যে দোয়া পড়বেন

ফ্রি ইন্টারনেট কাদের জন্য প্রযোজ্য

ফ্রি ইন্টারনেট শুধু বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য প্রযোজ্য। এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকাগুলো হচ্ছে ফেনী , নোয়াখালী , কুমিল্লা, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকা। সম্ভবত উক্ত এলাকাগুলো ছাড়া অন্য কোন জেলা অথবা এলাকাতে এই ইন্টারনেট প্রযোজ্য নয়। তবে এই ক্ষেত্রে আমার ধারণা নেই।

শেষ কথা: বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতিতে আমরা একে অন্যের সাহায্যে এগিয়ে আসবো। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং আশ্রয় চাইব। নিয়মিত সাবধান থাকবে এবং নিরাপদ স্থানে অবস্থান করবো। যার যার শান্তিতে বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্য করবা। বন্যা কবলিত এলাকায় সাহায্যের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন।

Leave a Reply