আজকের টাকার রেট জেনে নিন যে কোন দেশের।

প্রবাসীরা আজকের টাকার রেট জেনে নিন যে কোন দেশের

দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। দেশের কল্যাণে দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছেন তারা। যা তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফল।

প্রবাসীদের কষ্টে মার্জিত হয় গড়ে উঠছে সোনার বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে রেখে গেছেন আর প্রবাসীরা স্বাধীনতা রক্ষা করছেন। তাই আমাদের উচিত প্রবাসীদের সম্মান করা।

বর্তমানে আমাদের দেশের অসংখ্য মানুষ বৈদেশিক মুদ্রা অর্জনের তাড়নায় বিদেশে পাড়ী জমান। তাই প্রবাসীদের প্রতিদিনের টাকার রেট হিসাব রাখা জরুরী।

আজকের পোস্টে দেখাবো কিভাবে খুব সহজেই প্রতিদিনের টাকার রেট জানতে পারবেন। এটা সঠিক এবং নিয়মিত আপডেট হয়। আজকের টাকার রেট জানতে এখানে  ক্লিক করুন।

 

আজকের টাকার রেট কিভাবে দেখব

আজকের টাকার রেট দেখতে প্রথমে  Currency Converter – Trickmi লিখে গুগলে সার্চ করুন অথবা সরাসরি ক্লিক করুন।

আজকের টাকার রেট জেনে নিন যে কোন দেশের।

এরপর প্রথম ফাঁকা বক্সে আপনি যত টুকু ব্যালেন্সকে টাকায় কনভার্ট করতে চান তার পরিমাণ লিখবেন। উদাহরণস্বরূপ আমি 6 নিয়েছি।

দ্বিতীয় যে সিলেক্ট করার অপশন পাবেন, আপনি যে দেশের কারেন্সি কনভার্ট করতে চান সেখানে সেটা সিলেক্ট করুন। যেমন আপনি যদি এমরিকার কারেন্সি কনভার্ট করতে চান তাহলে United States dollar সিলেক্ট করবেন।

নিচের সিলেক্ট করা অপশনে আপনি Bangladesh Taka সিলেক্ট করবেন (যেহেতু আপনি বাংলাদেশী টাকায় কনভার্ট করতে চান)। মোট কথা আপনি যে দেশের কারেন্সিতে কনভার্ট করতে চান সে দেশের কারেন্সি সিলেক্ট করবেন।

এরপর আপনি আপনার কাঙ্খিত টাকার(এমাউন্ট) পরিমান নিচে দেখতে পাবেন। আমি এটা ২০২৪ সালের ৩ জুন মাসে হিসাব করেছি। এখানে ৬ আমেরিকান ডলার এর বাংলাদেশি টাকা হয় ৭০৩.৯৬৪৩(প্রায় ৭০৪)।

ডলারের(কারেন্সি) মান প্রতিনিয়ত আপ-ডাউন করতে থাকে। যেকোনো দেশের কারেন্সির ক্ষেত্রে এটা প্রযোজ্য। কোন সময় কম আবার কোন সময় বেশি। আমাদের এই কারেন্সির কনভার্টার টুলটি সময়ের সাথে সাথে অটোমেটিক আপডেট হয়। তাই যেকোনো সময়ই এটি আপনাকে সঠিক তথ্য দিতে পারেন।

যারা নতুন ব্লগিং শিখতে চান অথবা ব্লগার দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য নতুন ভাবে টিউটোরিয়াল শুরু করেছেন।
আপনি চাইলে জয়েন হতে পারেন। টিউটোরিয়াল গুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন।
লিংক – Blogger Tutorial 2024

Leave a Reply