কুরবানী করার নিয়ম

কুরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া ২০২৪

এসে গেছে কোরবানির ঈদ। মুসলিমদের জন্য একটা অন্যতম উৎসবের দিন। যাদের উপর কুরবান ী ওয়াজিব এই দিন তারা কোরবানি করে থাকেন। কুরবানির হলো মহান আল্লাহ তাআলার নির্দেশ। এর চলন হয়েছিল হযরত ইব্রাহিম (আর) এর যুগ থেকে। আমরা মূলত আল্লাহর নির্দেশেই কুরবানী করে থাকি। তাই আল্লাহতালা আমাদের সওয়াব দেন এবং গুনাহ মাফ করেন। তবে সবকিছু হতে হবে শরীয়ত মোতাবেক। কুরবানির নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই পোস্টে আপনাদের কাছে কোরবানি করার নিয়ম কানুন ও দোয়া শেয়ার করব।

কুরবানী করার নিয়ম

কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া ২০২৪

প্রত্যেকটা কাজেই কিছু না কিছু নিয়ম রয়েছে। নিয়ম বিহীন কোন কাজেই সুন্দর হয় না। নিয়ম-হীন ব্যক্তিদের আল্লাহতালা পছন্দ করেন। কোরবানি করারও কিছু নিয়ম আছে। যেভাবে কুরবানী করলে আল্লাহর কাছে কবুল হবে।

আরো পড়ুন…

জিলহজ মাসের যেসব দিনে রোজা রাখা সুন্নত

কুরবানী শুধু পশু দিয়ে করতে হয়। আমাদের দেশের সাধারণত গরু এবং ছাগল দিয়ে কোরবানি হয়ে থাকে। তাই আমরা গরু এবং ছাগল কুরবানী করার নিয়ম জানবো।

কুরবানির পশু জবাই করার নিয়ম

কুরবানীর পশু জবাই করার সুস্পষ্ট নিয়ম রয়েছে। নিয়মগুলো নিচে উল্লেখ করা হলো।

  1.  কোরবানির পশুর জবাব করার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। তারপর কোরবানির পশুর গলায় ছুরি চালাতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানী করা যাবে না।
  2. পশুর জবাই করার সময় খেয়াল রাখতে হবে। যেন, খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের দুইটি নালী যেন কাটে। নালিগুলো কাটা হলেই গরুর গোশত হালাল হয়। এর থেকে একটি নালী বাদ গেলে গরু মারা গিয়েছে বলে ধরা হবে।
  3. পশু জবেহ করার আগে ছুরি ভালোভাবে ধার দিয়ে নেবেন। অনেকে একটি ছুরি দ্বারা একাধিক পশু জবাই করেন। তাদের ছুরির দিকে ভালোভাবে নজর রাখা জরুরি।
  4. একটি পশুর সামনে অন্য একটি পশু জবেহ না দেওয়া। অথবা পশুর সামনে ছুড়ি ধার না দেওয়া। এটা পশুকে কষ্ট দেওয়ার সামিল।

কুরবানীর পশু জবেহ করার পদ্ধতি

কুরবানীর পশুকে জবেহ করতে যে সকল দিকনির্দেশনা মানবেন।

  1. কোরবানির সময় পশুকে বাম কাতে শোয়াতে হবে। যাতে তার পা গুলো থাকে পশ্চিম দিকে। এবং মাথা সোজা রাখতে হবে যেন তার গলার দিকে না চাইতে পারে।
  2. গরু/ছাগলের পাগুলো ভালভাবে বেদে নেওয়া। যাতে জব্দ করার সময় নড়াচড়া না করতে পারে।
  3. মূলত তিনবারে ছুরি চালানোর মাধ্যমে পশু কুরবানী করা হয়। তবে সেক্ষেত্রে আরো অধিক বার করা যেতে পারে।
  4. পশু জবাই করা শেষে ধাড়ালো ছুরি দ্বারা প্রথমে তার পা গুলো সেটে চামড়া আলাদা করতে হবে।

 

কুরবানি করার দোয়া

কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া ২০২৪

কোরবানির পশু জবাই করার জন্য সোয়ানের পর দোয়া পড়তে হয়। এই দোয়া গুলো পরে কোরবানি করা উত্তম। তবে যদি কেউ শুধু বিসমিল্লাহ পড়ে জবাই করে তাও কুরবানী হবে।

দোয়া আরবি:

اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

 

বাংলা উচ্চারণ-: আল্লাহুম্মা ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফা ও ওয়া মা আনা মিনাল মুশরিকিনা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

কেউ যদি এই দোয়াটা না পারেন তাহলে সে নিচের দোয়াটি পড়বে।

আরবি দোয়া:

بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

 

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

প্রিয় ভিজিটার, এইরকম সকল অজানা তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের শুভ যাত্রা।

আশা করে নিয়মিত ভিজিট করবেন।

কুরবানীর সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।

জিজ্ঞাসা করতে ক্লিক করুন: ASK Trickmi Q2A

আল্লাহ হাফেজ

Leave a Reply

Join Our Facebook Group
Like Our Facebook Page Subscribe to YouTube Join Our Telegram