ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪ সার্কুলার
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪ সার্কুলার ছাড়া হয়েছে। বর্তমানে আমাদের মধ্যে অনেকে ফায়ার সার্ভিস হওয়ার স্বপ্ন থাকে। তাদের জন্য রয়েছে সুখবর। বর্তমানে বাংলাদেশের ফায়ার সার্ভিস এ নিয়োগ চলছে। চলো নিয়োগ সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক।
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪
বাংলাদেশ ফায়ার সার্ভিস ১২ ই জুন ২০২৪ তারিখে বাংলাদেশ ফায়ার সার্ভিসে লোক নেওয়ার কথা বলা হয়েছে। দুইটি পদে যেকোন দুইজন নারী ও পুরুষ উপায় অংশগ্রহণ করতে পারবেন। ওদের নামগুলো হল সেফটি ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং অফিসার।
এই দুইটি পদে দুইজনকে ফায়ার সার্ভিসে নিয়োগ দেওয়া হবে।
ফায়ার সার্ভিস আবেদন
শর্তসাপেক্ষে দুইজন নারী অথবা পুরুষকে দুইটি জবে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করার শর্ত
- আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আপনার বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে হবে। তার উপরেই বেতনের হিসাব হবে।
- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ধার্য করা হবে
- শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইসএসসি হলেই হবে।
আরো পড়ুন..
ফায়ার সার্ভিস আবেদন ফরম ২০২৪
বাংলাদেশ ফায়ার সার্ভিস ২০২৪ এর আবেদন ফরম আবেদন করার তথ্য।
সংস্থার নাম: ফায়ার সার্ভিস
সংস্থার ধরন: সরকারি
চাকরির ধরন: সরকারি চাকরি
ক্যাটাগরি: ০২টি
লোক সংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি
লিঙ্গ: নারী ও পুরুষ
অভিজ্ঞতা: নতুন এবং অভিজ্ঞ উভয়
বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ৮২৫০ থেকে ২৩৪৯০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইনে https://fscd.teletalk.com.bd ওয়েবসাইট থেকে
আবেদন ফি: বিজ্ঞপ্তি পরুন
ফি জমা: টেলিটক সিমের মেসেজ এর মাধ্যমে
আবেদন শুরু: ১০ ইং জুন ২০২৪
আবেদন শেষ: ২৭ জুন ২০২৪ বিকাল পাঁচটা
কর্তৃপক্ষের ওয়েবসাইট:https://fireservice.gov.bd/
আরো পড়ুন
Dutch Bangla Bank Scholarship 2024। গ্রামীন মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।
ফায়ার সার্ভিস আবেদন করার নিয়ম
- প্রথমে বাংলাদেশ ফায়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- Application Form লেখায় ক্লিক করুন।
- এখন ফায়ার সার্ভিস চাকরির পথ বেছে নিন
- আপনি যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হন তাহলে Yes আর না হয়ে থাকলে No
- সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন
- Next অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যান
- এখন আপনার পরিষ্কার ছবি এবং সিগনেচার পিকচার আপলোড করুন।
- Submit বাটনে ক্লিক করে সাবমিট করে দেন
সাথে সে আবেদন ফরমটিকে কম্পিউটার মাধ্যমে প্রিন্ট করে নিন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস আবেদন ফি জমা দিবেন কিভাবে
আবেদন জমা দেওয়ার জন্য টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে পরীক্ষার ফলাফল ২০০, ও ১০০ টাকা। টেলিটক সার্ভিস ২৩ টাকা ১২ টাকা। অর্থাৎ সর্বমোট ২২৩ টাকা অথবা ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
এসএমএস পাঠানোর নিয়মাবলী
প্রথমে: FSCD <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।
উদাহারন: FSCD DEFABC এই 16222 নাম্বারে।
দ্বিতীয়ত : FSCD <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহারন: FSCD Yes Pin এই 16222 নাম্বারে।
Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for FSCD application for the post of xxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxx)
এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। যখন অনলাইনে এডমিট কার্ড প্রকাশিত হবে তুই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে এডমিট কার্ড নিতে হবে।
সর্তকতা
প্রার্থীর আবেদন পত্রের কোন ভুল তথ্য দিলে এটা প্রমাণ হলে প্রার্থী বাতিল হিসেবে গণ্য হবে। তাছাড়াও প্রার্থীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে।
আরো পড়ুন
ফায়ার সার্ভিস নাম্বার
আমাদের জন্য জানা এটি খুবই গুরুত্বপূর্ণ জানা। যেকোনো সময়ে অগ্নি দুর্ঘটনা ঘটলে যাতে খুব দ্রুত ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারি। চলুন জেনে নেই।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার হচ্ছে ৯৯৯। এছাড়া সরাসরি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরও রয়েছে, যা হলো ০২-৯৫৫৫৫৫৫। এই নাম্বারগুলোতে কল করে জরুরি অগ্নি নির্বাপক সেবা পাওয়া যায়