তুফান মুভি হল লিস্ট – যে সিনেমা হল গুলোতে তুফান মুভি দেখতে পাবেন
তুফান মুভি হল লিস্ট। বাংলা সিনেমার ব্লাক বাস্টার শাকিব খান। যাহার সিনেমা দর্শকদের ধুম পড়ে যায়। কোরবানি উপলক্ষে এবার নতুন একটি আকর্ষণীয় সিনেমা নিয়ে হাজির হয়েছেন সাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্র জগতের বড় পদক্ষেপ যা শাকিব খানকে জনপ্রিয়তার আরো উপরে নিয়ে এসেছে।
তুফান মুভি শাকিব খান
২০২৪ সালে এসে শাকিব খান এখন পর্যন্ত দুটি সিনেমা রিলিজ করেছেন। যার প্রথমটি ছিল প্রিয়তমা সিনেমা। এবং এখন তিনি নতুন সিনেমা তুফান রিলিজ করেছেন। রিলিজ হওয়ার পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। মাটির পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রোযোজনা করেছেন শাকিব খান নিজেই।
মুভিতে একজন যুবকের জীবন কাহিনী এবং প্রেম কাহিনী নিয়ে। শাকিব খানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। যিনি সব সময় মানুষের বিপদে-আপদে ঝুঁকি নিয়ে সাহায্য করতেন।
ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির প্রদর্শিত হয়েছে। এবং দর্শক তার বাহবা দিচ্ছেন। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লাকবাস্টার সহ অসংখ্য সিনেমা হলে মুভিটি জনপ্রিয়তা লাভ করেছে।
মুভিতে রিলিজ হওয়ার পরে বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পাওয়া যায়। এবং এই সিনেমার মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়। এডভান্স টিকেট কাটার ক্ষেত্রে অতীতের রেকর্ড ছাড়িয়ে যায়। বাংলাদেশ সিনেমার মধ্যে কে অন্যতম সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। দেশের বাইরেও এর আলোচনা হয়েছে।
তুফান মুভি হল লিস্ট বাংলাদেশ
শাকিব খানের তুফান মুভি বাংলাদেশের প্রায় ১২৯ টি হলে প্রদর্শিত হচ্ছে। কোরবানির ঈদের ২৪ উপলক্ষে এই মুভিটি রিলিজ করা হয়। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ছারিয়ে যায় এই মুভি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সহ সহ বাংলাদেশের সকল জনপ্রিয় হলগুলোতে এই সিনেমা রিলিজ হয়েছে।
স্টার সিনেপ্লেক্স ঢাকা
স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি: বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত। স্টার সিনেপ্লেক্স এর সবচেয়ে বড় এবং উন্নত হল এটি। তুফান সিনেমা দেখার জন্য টিকেট কাউন্টারে দর্শকদের ভিড় লেগে যায়।
স্টার সিনেপ্লেক্স মিরপুর: মিরপুরের শপিং মল স্কাই মার্কেটের ৬ষ্ঠ তলায় অবস্থিত এই সিনেপ্লেক্স। ঢাকা স্টার সিনেপ্লেক্সে উন্নত দিক দিয়ে দ্বিতীয় বলা হয়। দর্শকবৃন্দ এই হলেও শাকিব খানের সিনেমাটি দেখতে পারবেন।
যমুনা ব্লকবাস্টার: যমুনা ফিউচার পার্কে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল ধরা হয় এই সিনেমা হলকে। এটি খুবই পুরাতন সিনেমা হল। এই সিনেমা হলেও দর্শকবৃন্দ তুফান মুভিটি দেখতে পারবেন।
আরো পড়ুন..
শাহবাগের মধুমিতা সিনেমা হল: ঢাকার পুরাতন সিনেমা হল গুলোর মধ্যে অন্যতম সিনেমা হল। জনপ্রিয়তার দিক দিয়ে অন্যতম সিনেমা হল। শাহবাগের পার্শ্ববর্তী লোকেরা এই সিনেমাটি দেখতে পারবেন।
বলাকা সিনেমাটি হল: পল্টনে অবস্থিত এই হলটি বেশ আরামদায়ক এবং সুনামধন্য। আপনি চাইলে এখান থেকে সিনেমাটি দেখতে পারবেন টি
রাজমনি সিনেমা হল: গুলিস্তানে অবস্থিত সিনেমা হলটি তেমন জনপ্রিয় নয়।
সনি সিনেমা হল: মোতীঝিলের কাছে অবস্থিত একটি পুরনো হল। মোতীঝিলের কাছাকাছি এলাকার দর্শকদের জন্য।
তুফান মুভি হল ঢাকার বাইরে
ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও তুফান মুভি দেখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিছু সিনেমা হল।রাজমনি সিনেমা হল খুলনা, শাপলা সিনেমা হল রাজশাহী, গ্লিটজ সিনেপ্লেক্স চট্টগ্রাম, মণিহার সিনেমা হল যশোর, নিউ গুলশান সিনেমা হল সিলেট ইত্যাদি। তাছাড়াও অসংখ্য অচেনা সিনেমা হলে মুভিটি দেখতে পারবেন।
আরো পড়ুন..
স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ২০২৪
One thought on “তুফান মুভি হল লিস্ট – যে সিনেমা হল গুলোতে তুফান মুভি দেখতে পাবেন”