স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার নিয়ম

কিভাবে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটতে হয়

যে সকল বিষয় জানতে পারবেন – কিভাবে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটতে হয় এবং স্টার সিনেপ্লেক্স টিকেটের মূল্য কতবাংলাদেশে স্টার সিনেপ্লেক্স এর সকল লোকেশন।
বর্তমানে আমাদের দেশের চলচ্চিত্রের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই যারা সিনেমা দেখেন তাদের জন্য স্টার সিনেপ্লেক্স খুবই দরকার হয়।

এখানে আপনি আপনার পরিবার ও বন্ধুবান্ধব দের নিয়ে আড্ডা দিতে পারবেন এবং খুবই আরামে মুভি দেখতে পারবেন। তবে এখানকার সিনেপ্লেক্স গুলোতে টিকেট কাটা খুবই কষ্টকর। সব সময় টিকেট কাউন্টারে ভিড় লেগেই থাকে।

তাই আমি আপনাদের এই পোস্টে দেখাবো কিভাবে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটতে হয় ।

স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার নিয়ম

অনলাইনে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটতে হলে প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার এর সার্চ বক্সে গিয়ে টাইপ করুন cineplexbd.com । এরপর আপনাকে কাঙ্খিত ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর নিচের স্ক্রিনশট এর মত ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে।

star Cineplex

হোম পেজের একটু স্ক্রল করে নিচের দিকে আসলে Buy Tickets নামক অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন। Buy Tickets অপশন খুঁজে না পেলে ব্রাউজারের 3 ডট আইকন থেকে find নামক অপশন খুঁজে পাবেন। আপনি ওই পেজের যা খুঁজে বের করতে চান ওখানে টাইপ করলেই সেটা সামনে আসবে। Buy Tickets যদি খুঁজে না পান তাহলে find এ টাইপ করে বের করুন।

star Cineplex

এরপর Purchase a ticket নামে ২ টি অপশন দেখতে পাবেন। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করুন। আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটার নিচে Buy Now এ ক্লিক করুন। তারপর আপনাকে লগইন করতে হবে।

star Cineplex

আপনাকে লগইন পেজে নিয়ে আসলে তার নিচে Register now অপশনে ক্লিক করুন। আর যদি আগেই একাউন্ট করা থাকে তাহলে এখান থেকেই লগইন করে ফেলুন। লগইন করতে আপনার মোবাইল নাম্বার বা ই-মেইল ব্যবহার করুন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। এরপর আপনার পাসওয়ার্ড টি দিয়ে LOGIN করুন।

আরো পড়ুন..

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ২০২৪

একাউন্ট করা না থাকলে Register now অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নিন। রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল, জেন্ডার , আপনার ছবি, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে REGISTER অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। এরপর আবার লগইন পেজে এসে তথ্য দিয়ে লগইন করুন।

star Cineplex

লগইন হওয়ার সাথে সাথে স্টার সিনেপ্লেক্স এর লোকেশন গুলো আপনার সামনে লাইভ শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দের থিয়েটার বেছে নিয়ে তার উপরে ক্লিক করুন।

star Cineplex

এবার আপনার সামনে কিছু মুভি শো করবে। কোন মুভিটি কবে দেখতে পারবেন সেটা এখানেই দেওয়া থাকবে। এখান থেকে আপনি যে মুভিটি দেখতে আগ্রহী সেটা সিলেক্ট করুন।

star Cineplex

আরেকটু নিচে আসলেই দেখতে পাবেন select show time নামক অপশন। এখানে আপনার পছন্দের ছবিটি কখন, কোন হলে এবং কত টাকা দিয়ে দেখতে পারবেন সেটা দেখাবে। এখান থেকে আপনি দুটি কোয়ালিটিতে মুভি দেখতে পারবেন। একটি সাধারণ ও অন্যটি প্রিমিয়াম। যাইহোক এগুলোর মূল্য সেখানে দেওয়া থাকবে।

star Cineplex

তো আপনি যেভাবে মুভি দেখতে চান সেটায় ক্লিক করলেই আপনি কয়টি টিকেট কাটতে চান সেটা বলা হবে। ব্যাস আপনি যে কতটি টিকিট কাটতে চান সেই সংখ্যার উপরে ক্লিক করুন।

star Cineplex

স্ক্রোলিং করে একটু নিচে আসবেন। দেখুন পুরো সিটিং প্লান দেখতে পাবেন। সেখানে যেগুলো গ্রীন কালার এগুলোই আপনার জন্য এভেবেল রয়েছে। আপনি আপনার পছন্দের মত একটির উপরে ক্লিক করুন। তাহলে সেটি সিলেক্ট হয়ে বুকিং হয়ে যাবে।

star Cineplex

ব্যাস আপনার কাজ শেষ। আপনার হাতের ডান দিকে Ticket Summary নামক অপশন খুঁজে পাবেন। সেখান থেকে আপনি আপনার সকল তথ্য পেয়ে যাবেন। এরপর নিচের Purchase ticket অপশনের উপরে ক্লিক করুন।

star Cineplex

এখন পেমেন্ট করার পালা। এখন আপনার পেমেন্ট করার মাধ্যমগুলো চলে আসবে। আপনি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এর জন্য রয়েছে বিকাশ , নগদ, রকেট ও উপায় ইত্যাদি।

star Cineplex

পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনার টিকেট বুকিং হয়ে যাবে। এরপর আপনি এই টিকেটটি প্রিন্ট করে নিতে পারেন। অথবা অনলাইন কপি বা ছবি হিসেবে ও রাখতে পারেন। এভাবেই স্টার সিনেপ্লেক্স এ অনলাইনে টিকেট বুকিং করতে হয়।

স্টার সিনেপ্লেক্স এর টিকিটের মূল্য

আমরা যারা প্রথম সিনেমা দেখতে যাই। তারা মনে করে টিকিটের মূল্য মনে হয় আকাশচুম্বি। আমার দ্বারা টিকেট কেনা সম্ভব না। কিন্তু বাস্তবতা তা নয় , টিকিটের মূল্য খুবই সাধারণ ২০০ থেকে ৪০০ টাকা। অন্যান্য সিনেমা হল গুলা থেকে অনেক কম। তাছাড়াও আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে টিকিটের মূল্য দেখে আসতে পারেন। আসলে টিকিটের মূল্যটা সময়ের সাথে সাথে কম অথবা বৃদ্ধি হতে পারে। তবে এখনকার সময় অনুযায় ী টিকিটের মূল্য ২০০ টাকা।

আরো পড়ুন..

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং বিস্তারিত ২০২৪

সিনেপ্লেক্স ঢাকা

বর্তমানে ঢাকায় কিছু সিনেপ্লেক্স এর তালিকা নিচে দেওয়া হল।
Hall Name: STAR Cineplex, Sony Square
Address: Level-4, Plot-1, Road-2, Block-D, Section-2, Mirpur, Dhaka-1216.

Hall Name: Bashundhara Shopping Mall, Panthapath
Address: Show Motion Limited Level 8, Bashundhara City 13/3 Ka, Panthapath, Tejgaon Dhaka 1205, Bangladesh.

Hall Name: Star Cineplex, SKS Tower, Mohakhali
Address: SKS Tower, Mohakhali, Dhaka 1205, Bangladesh.

Hall Name: Shimanto Shambhar, Dhanmondi 2
Address: Shimanto Shamvar Road no 2, Dhanmondi, Dhaka 1205, Bangladesh.

মিরপুর স্টার সিনেপ্লেক্স টিকিটের মূল্য

সিনেপ্লেক্স গুলোর মধ্যে হাই কোয়ালিটি ও উন্নত সিনেপ্লেক্স রয়েছে মিরপুর। অনেকেই এই বিষয়ে জানতে চান যে মিরপুর সিনেপ্লেক্সের টিকিটের মূল্য কত। মিরপুর আপনি খুব সহজে আরাম করে সিনেমা উপভোগ করতে পারবেন। ২০২১ সালের শুরুর দিকে এই সিনেপ্লেক্স সিনেমা হলটি চালু হয়। এর টিকিটের মূল্য ৩৫০ টাকার উপরে ধরা হয়। আপনার সিটিং প্ল্যান এর উপর নির্ভর করে টিকিটের মূল্য ধরা হবে। এটি আপনি অনলাইনে দেখতে পারবেন অথবা কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।

সিনেপ্লেক্স হেল্প লাইন

মোবাইল নাম্বার -01755665544
ফোন : 09617660660
Email Address: info@cineplexbd.com

 

Leave a Reply