স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ২০২৪
যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে, স্টার সিনেপ্লেক্স ঢাকা সম্পর্কে, স্টার সিনেপ্লেক্স ~ বসুন্ধরা সিটি এবং স্টার সিনেপ্লেক্স ~ মিরপুর সম্পর্কে বিস্তারিত তথ্য। তাছাড়া আরো টিকিটের মূল্য সংক্রান্ত তথ্য জানতে পারবেন যেমন, স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য কত, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য, মিরপুর স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য সহ স্টার সিনেপ্লেক্স আজকের মুভি এবং সবশেষে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আশা করি বুঝতে পেরে
স্টার সিনেপ্লেক্স সম্পর্কের সকল আপডেট একই পোস্টে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
আমাদের দেশের চলচ্চিত্রের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই যারা সিনেমা দেখা পছন্দ করেন তাদের জন্য স্টার সিনেপ্লেক্স খুবই ভূমিকা পালন করে। আপনি চাইলে এখানে আপনার পরিবার অথবা বন্ধু-বান্ধব নিয়ে সিনেমা দেখতে পারবেন। তাও খুব অল্প খরচে যথেষ্ট সুবিধার সাথে। চলুন ঢাকার কিছু জনপ্রিয় সিনেপ্লেক্স সম্পর্কে জানি।
স্টার সিনেপ্লেক্স ঢাকা
আপনি যদি ঢাকা অধিবাসী হয়ে থাকেন তাহলে আপনি ঢাকার স্টার সিনেপ্লেক্স সম্পর্কে জানতে চাচ্ছেন। ঢাকার বর্তমানে অনেকগুলো স্টার সিনেপ্লেক্স রয়েছে। ঢাকার মানুষ ব্যস্ত সময় পার করে অবসর সময় পেলেই সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্স গুলোতে গিয়ে থাকেন। তাই ঢাকার সিনেপ্লেক্স গুলা মোটামুটি ভালোই চলে। এখন ঢাকার স্টার সিনেপ্লক্স সম্পর্কে জানতে পারবেন।
স্টার সিনেপ্লেক্স ~ বসুন্ধরা সিটি
ঢাকার সবচেয়ে জনপ্রিয় স্টার সিনেপ্লেক্স এর লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি। চলুন দেখে নেওয়া যাক।
Hall Name: Bashundhara Shopping Mall, Panthapath
Address: Show Motion Limited, Level 8, Bashundhara City 13/3 Ka, Panthapath, Tejgaon Dhaka 1205.
স্টার সিনেপ্লেক্স ~ মিরপুর
দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয়তা দিক থেকে ঢাকায় রয়েছে মিরপুর স্টার সিনেপ্লেক্স।
Hall Name: STAR Cineplex, Sony Square.
Address: Road-2, Level-4, Plot-1, Block-D, Section-2, Mirpur, Dhaka-1216.
স্টার সিনেপ্লেক্স ~ সীমান্ত স্কয়ার
ধানমন্ডির জনগণের জন্য রয়েছে সীমান্ত স্কয়ার স্টার সিনেপ্লেক্স।
Hall Name: Shimanto Shambhar, Dhanmondi 2
Address: Shimanto Shamvar Road no 2, Dhanmondi, Dhaka 1205.
স্টার সিনেপ্লেক্স ~ মহাখালী
স্টার সিনেপ্লেক্সে এটার জনপ্রিয়তা ও কম নয়। ঢাকার অন্যতম বনানী ও গুলশানের মানুষ এই সিনেপ্লেক্স সিনেমা দেখে থাকেন।
Hall Name: Star Cineplex, SKS Tower, Mohakhali
Address: SKS Tower, Mohakhali, Dhaka 1205.
আরো পড়ুন…
স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য
আমরা অনেকেই মনে করে থাকি যে, স্টার সিনেপ্লেক্স গুলোতে টিকেটের মূল্য হয় অনেক। আসলে স্টার সিনেপ্লেক্সের টিকিটের মূল্য খুব একটা বেশি নয়। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের মূল্য ২০০ টাকা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়ে থাকে। যখন কোন নতুন সুপারহিট মুভি বের হয় তখন সিনেপ্লেক্স এর টিকিটের মূল্য বাড়ে। এভাবেই নেকলেসগুলোতে টিকিটের মূল্য কম বেশি হাতে থাকে। তাছাড়া সিনেপ্লেক্স গুলোতে সিনেমা দেখার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। অন্যান্য বাহিরের দেশগুলোতে সিনেপ্লেক্স এর টিকিটের মূল্য আকাশচুম্বী থাকে। সেই হিসেবে পালাই যায় যে আমাদের দেশের স্টার সিনেপ্লেক্স গুলোতে মূল্য খুবই কম। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের কিছু জনপ্রিয় সিনেপ্লেক্স গুলোর টিকিটের মূল্য।
আরো পড়ুন…মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য
সিনেপ্লেক্স গুলোর মধ্যে বসুন্ধরা খুবই জনপ্রিয় এবং সুন্দর। তাই এর টিকেটের মূল্য একটু বেশিই হবে। কিন্তু অন্য দিকগুলো হিসেবে এর টিকিটের মূল্য খুব একটা বেশি নয়। আমার দেখার মত, বসুন্ধরা সিনেপ্লেক্সের টিকেট ৫০০ টাকা। তবে বসুন্ধরা ৩০০ টাকার উপরে বিভিন্ন সময় বিভিন্ন মূল্য নির্ধারণ হয়।
মিরপুর স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য
ঢাকার অন্যতম জনবহুল জায়গা হচ্ছে মিরপুর। আর এই মিরপুরে রয়েছে স্টার সিনেপ্লেক্স। মিরপুরের স্টার সিনেপ্লেক্স টিকিটের মূল্য খুবই বেশি বলে জানা যায়। এখানে ৩৫০ টাকা হতে তার উপরে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে টিকিটের মূল্য নিয়মিত আপ ডাউন হতে থাকে। মিরপুর সিনেপ্লেক্স টি খুবই উন্নত এবং উপভোগ করার মত। আপনি আপনার পরিবার সহ সিনেমা উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন… Rajkumar full movie Shakib Khan
স্টার সিনেপ্লেক্স আজকের মুভি
আপনাকে জিজ্ঞেস করে স্টার সিনেপ্লেক্সে আজকের মুভি গুলো কি? আসলে এর সঠিক খবর কেউই বলতে পারেনা। কারণ সবাই তো আর আপডেট নিয়ে বসে থাকে না। তাহলে কিভাবে আজকের মুভি সম্পর্কে জানতে হবে? এর জন্য আপনাকে star Cineplex bd অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং সেখানে বাংলাদেশের সকল স্টার সিনেপ্লেক্স এর সিনেমা লিস্ট দেওয়া থাকবে। এবং কোন মুভি কোন হলে এবং কত তারিখে চালু হবে সেটাও সুন্দরভাবে দেওয়া থাকবে। তাই এজন্য আপনাদের স্টার সিনেপ্লেক্স অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। স্টার সিনেপ্লেক্স ে সিনেমার তালিকা দেখার জন্য প্রথমে আপনাকে cineplexbd.com ওয়েবসাইটে চলে যেতে হবে।
এবার এখান থেকে যে সিনেমাটি পছন্দ হয় সেটার উপরে একবার ক্লিক করুন।
উপরের স্ক্রিনশট এর মত Details নামক অপশন পাবেন। Details এর উপর ক্লিক করুন।
দেখুন এবার সিনেপ্লেক্স এর লোকেশন সহ েনা তারিখ রয়েছে। সিনেমাটি কোন সিনেপ্লেক্সে চলবে এবং কত তারিখ কয়টা বাজে চলবে বিস্তারিতভাবে দেওয়া।
এখান থেকে আপনি যদি অন্য সিনেপ্লেক্স এর কথা ভাবেন তাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন। তাহলে ওই সিনেপ্লেক্সে সিনেমা চলার সময় দেখাবেন। স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম
স্টার সিনেপ্লেক্স টিকেট অনলাইন কাটার নিয়ম
স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটা সহজ বিষয় নয়। যেকোনো শিক্ষিত লোক ও এখানে প্রথম ভুল করে বসে। তাই স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার সবাই জানতে চাই। চলুন স্টেপ বাই স্টেপ স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম দেখে আসি।
স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার জন্য প্রথমে আপনাকে www.cineplexbd.com ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজ নিচের স্ক্রিনশট এর মত আসবে।
এবার ওয়েবসাইটের হোম পেজের নিচে buy tickets নামক অপশনটি সিলেক্ট করতে হবে।
এবার আপনার সামনে purchase a ticket নামক দুইটি অপশন চলে আসবে। এটা মূলত পেমেন্ট করা অপশন। আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন তা এখানে দিতে হবে। আপনি যদি বিকাশ, নগদ , রকেট অথবা বাংলাদেশী কোন ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য buy now ওখানে ক্লিক করুন।
এবার আপনাকে লগইন করতে বলবে। আপনার সামনের লগ ইন পেজ চলে আসবে। আপনি যদি আগে কোন এক সময় অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সরাসরি লগইন করবেন। আর নতুন হয়ে থাকলে অ্যাকাউন্ট খুলবেন। নতুন রেজিস্ট্রেশন করতে লগ ইন পেজের নিচে Register now অপশনে ক্লিক করুন।
এবার আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য অনেক তথ্য দিতে হবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, email, জেন্ডার, প্রোফাইল পিকচার এবং পাসওয়ার্ড দুইবার দিতে হবে। উপরের কাজগুলো সঠিকভাবে করতে পারলে Register ওখানে ক্লিক করুন। না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
এরপর আমাদের আবার লগইন করতে হবে। লগইন করার জন্য আবারো লগইন পেজে চলে যেতে হবে। ফোন নাম্বার বা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন হয়ে গেলে স্ক্রিনশটের মতো দেখতে পাবেন। এখানে স্টার সিনেপ্লেক্স এর সকল থিয়েটারের লোকেশন সহ দেখতে পাবেন। আপনি যে সিনেপ্লেক্স ে সিনেমা দেখতে চান সেটার উপরে ক্লিক করুন।
এবার আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। যেখানে সম্প্রীতিক বিস্তারিত দেওয়া থাকবে এবং কিছু সিনেমা। প্রথমে আপনার সিনেমা দেখার তারিখটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হলে ওই তারিখের সিনেমাগুলো চলে আসবে। এবার পছন্দ মত একটি সিনেমা সিলেক্ট করতে হবে।
এবং এর আরেকটু নিচে আসলে ওই সিনেমা শুরু হওয়ার সময় ও হল নাম্বার সহজ সকল কিছু লেখা থাকবে।
Select Show time অপশনে সিনেমা দেখার হল নাম্বার এবং সময় দেওয়া থাকবে।
Select seat time অপশন থেকে আপনার সিট বেছে নিন। এখানে দুই রকমের সিট রয়েছে। একটি সাধারণ কোয়ালিটি এবং অপরটি প্রিমিয়াম কোয়ালিটি।
সিট সিলেক্ট করার সাথে সাথে ফোনের স্ক্রিনে টিকিটের কোয়ান্টিটি চলে আসবে। আপনি কয়টি টিকেট কাটতে চান সেটা বাছাই করুন।
এবং আরেকটু নিচে আসলে পুরো সিনেমা হলের সিটিং প্ল্যান দেখতে পাবেন। এখান থেকে যে সিটগুলো গ্রীন কালার দেখতে পাবেন সেগুলো আপনার জন্য এভেবেল । সেখান থেকে একটি সিলেক্ট করবেন।
কাজ মোটামুটি শেষ।
এখন স্ক্রিনের ডান দিকে ticket summary নামক অপশন দেখতে পাবেন।
এখানে এতক্ষণ যাবৎ আপনি যে সকল কাজগুলো করেছেন সব কাজগুলোর সামারি দেখতে পারেন। কোথাও ভুল হয়ে থাকলে ব্যাক করে সংশোধন করতে পারবেন।
আর সবকিছু ঠিকঠাক থাকলে Purchase ticket অপশনে ক্লিক করুন।
এরপর আপনার সামনে পেমেন্ট করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি বাংলাদেশের যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমরা প্রথমে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করেছিলাম। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে ফোন নাম্বারের ডানে Verify অপশনে ক্লিক করুন।
এবার আপনি চাইলে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট দেখাচ্ছি। Confirm অপশনে সিলেট করার সাথে সাথে পেমেন্ট চলে যাব এবং টিকেট বুকিং হয়ে যাবে।
এরপর আপনি ফোন থেকে কম্পিউটার এর মাধ্যমে প্রিন্ট করে বের করতে পারবেন। অথবা ফোনে স্ক্রিনশট আকারে রেখে দিতে পারেন।
উপরোক্ত নিয়ম অনুসরণ করে অনলাইনে টিকিট কাটা হয়। প্রিয় ভিজিটর, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং নিয়মিত সাপোর্ট পেতে রেজিস্ট্রেশন করে হয়ে যান আমাদের গ্রুপের সদস্য। স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট
সিনেপ্লেক্স হেল্পলাইন
মোবাইল নাম্বার –01755665544
ফোন ঃ 09617660660
স্টার সিনেপ্লেক্স নিয়ে প্রশ্ন উত্তর
চলুন জেনে নেই স্টার সিনেপ্লেক্স সম্পর্কে কিছু অজানা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যেটা হয়তো আপনিও ভাবছেন।
স্টার সিনেপ্লেক্স কি?
স্টার সিনেপ্লেক্স হ্যালো বাংলাদেশের আধুনিক চলচ্চিত্র হল।
স্টার সিনেপ্লেক্স এর যাত্রা শুরু কবে?
২০০৪ সালের ৮ই অক্টোবর এর যাত্রা শুরু।
স্টার সিনেপ্লেক্স এর কয়টি শাখা রয়েছে?
এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্স এর ১৯ টি শাখা পর্যন্ত চালু রয়েছে।
ঢাকায় স্টার সিনেপ্লেক্স এর কয়টি শাখা রয়েছে?
১৯ টি শাখার মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক সিনেপ্লেক্স ই ঢাকায়।
স্টার সিনেপ্লেক্স এর টিকেটের মূল্য কত?
একেক সিনেপ্লেক্সে একেক টিকেটের একেক মূল্য। সিনেপ্লেক্স এর টিকেটের মূল্য ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।
স্টার সিনেপ্লেক্স অনলাইনে টিকিট কাটবো কিভাবে?
আমাদের এই পোস্টের টিউটোরিয়ালটি দেখে সহজেই টিকেট কাটতে পারবেন।
স্টার সিনেপ্লেক্স নিয়ে আরো বিস্তারিত কিছু তথ্য: স্টার সিনেপ্লেক্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য
শেষ কথা: স্টার সিনেপ্লেক্স
প্রিয় ভিজিটর, আপনি যদি কোন স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার কথা ভাবেন তাহলে আমাদের এই পোস্টটি অবশ্যই বিস্তারিতভাবে পড়বেন। কারণ এই পোস্টে সিনেপ্লেক্স সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। বিশেষ করে ঢাকার সিনেপ্লেক্স গুলো সম্পর্কে। কোন কাজ করার আগে অবশ্যই সেটা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
পোস্টটি খুব বড় করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা এ বিষয়ে যথেষ্ট জ্ঞান নিতে পারেন। আশা করি বিরক্ত হবেন না। বিরক্ত হয়ে থাকলে আমি খুবই দুঃখিত। স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট
ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই সম্পর্কে আরো আপডেট পেতে: আমাদের গুগল নিউজে ফলো করুন।
One thought on “স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত ২০২৪”