Basic Rules: (Updated at 1.11.2024)
বাধ্যতামূলক কিছু নিয়মঃ
- সম্পূর্ন নিজের ভাষায় পোষ্ট লিখুন। কপিপেষ্ট পরিহার করুন।
- পোস্টের উপর ভিত্তি করে এসইও সমৃদ্ধ টাইটেল দিন।
- পোষ্টের উপর ভিত্তি করে সর্বনিম্ন পাঁচটি কিওয়ার্ড (বড়-ছোট) লিখুন।
- সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন।
- পোস্টে প্রয়োজন অনুসারে ইমেজ, সর্বোচ্চ একটি H1, একাধিক h2,h3,h4… ব্যবহার করুন।
- একটি থাম্বনেল ইমেজ ব্যবহার করুন।
সবশেষে Submit Post ক্লিক করে পোস্ট সাবমিট করে দিন।
বিঃদ্রঃ
আর্নিং সাইট নিয়ে পোষ্ট করলে অবশ্যই বিস্তারিত লিখে পোষ্ট করতে হবে এবং অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিশ্চিত করতে হবে সেই সাইট পেমেন্ট দেয়। যদি কোন ইউজার কমপ্লেইন করে যে কোন ট্রেইনার স্কাম সাইট নিয়ে পোষ্ট করেছে তাহলে সেই ট্রেইনার কে সাথে সাথে ট্রেইনার থেকে সড়িয়ে নেয়া হবে। আর্নিং এর ব্যাপারে কথা বলতে ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করতে প্রলুব্ধ করা যাবে না, যা সমাধান দেয়ার Trickmi কমেন্টের মাধ্যমেই দিতে।হবে।
Please log in to submit content!