Trickmi এর আর্নিং প্রোগ্রামের বিস্তারিত।

আপনি চাইলে ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এ লিখে আনলিমিটেড ইনকাম করতে পারবেনআপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে‌ ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে লিখে ঘরে বসে আয় করতে পারবেন। Trickmi এর আর্নিং প্রোগ্রামের বিস্তারিত।

তবে হ্যাঁ ট্রিকমি আর্নিং প্রোগ্রাম এ লিখে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই ট্রিকমি আর্নিং প্রোগ্রাম এর নীতি-মালা ভালো করে পড়তে হবে।

অনলাইনে প্রশ্নোত্তর করে ইনকাম করুন বিশ্বস্ত একটি সাইট থেকে 2024

কিভাবে ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এ রাইটার হবেন?

আপনি যদি ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আয় করতে চান তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন।

প্রচুর ধৈর্য থাকতে হবে।
আয় করার মানসিকতা থাকতে হবে।
আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।
ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
মনে রাখবেন, খুব সহজে আয় করা বাস্তবে সম্ভব নয়। আয় করতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। শান্ত ভাবে কাজ করতে হবে।

ট্রিকমি আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?
অনলাইন ইনকাম, ব্যাবসা, খাদ্য ও পুষ্টি, শিক্ষা, চাকুরি, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন-ডোনেশন, ইলেক্ট্রিক , বীমা-ইন্সুরেন্স, আইন, লোটারী, ভিডিও কল, ম্যাসেজ, চ্যাটিং, অনলাইন পড়াশুনা , অনলাইন ক্লাস, সাইন্স, সাকসেস স্টোরি, লাইফস্টাইল, খেলাধুল, বিনোদন, ইত্যাদি আরও অনেক বিষয়ে লিখতে পারবেন।

উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না। Trickmi এর আর্নিং প্রোগ্রামের বিস্তারিত।

ট্রিকমি থেকে তিন ভাবে আয় করা যায়ঃ
০১. আর্টিকেল রাইটিংঃ

প্রতি আর্টিকেল এর জন্য 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত সাথে সাথে বোনাস দেওয়া হবে। (তবে কোন প্রোমোশনাল লিংক, রেফার লিংক, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা 350 ওয়ার্ড এর থেকে কম লেখার ক্ষেত্রে এই বোনাস প্রযোয্য নয়)

০২. পে পার ভিউঃ

আপনার লেখা আর্টিকেল প্রতি 1000 ইউনিক ভিউয়ে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত পাবেন। আপনার লেখা সকল আর্টিকেল মিলে যদি দিনে 1000 ভিউ হয় তাহলে আপনি পাবেন দেশে ভেদে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।

নোটঃ এখানে শুধামাত্র ইউনিক ভিউ কাউন্ট হবে।একই ইউজার যদি একই পোষ্ট 24 ঘন্টায় একাধিক বার দেখে তাহলে সর্বোচ্য 01 বার কাউন্ট হবে।

আপনার যত ইচ্ছা আপনার পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া‌ তে যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। আপনার যত বেশি ভিউ হবে তত বেশি আয় হবে।

কোন ধরনের বট ট্রাফিক হ্যাক , পিটিসি ট্রাফিক হ্যাক, ভিপিএন ট্রাফিক হ্যাক, প্রক্সি ট্রাফিক হ্যাক, প্রোমোট ট্রাফিক
হ্যাক ইত্যাদি ব্যবহার করে
কেউ যদি ট্রাফিক জেনারেট করলে অথবা আমাদের নীতিমালা ভঙ্গ করলে তাদের বিনা নোটিশে ব্যান করা হবে। এবং কোন পেমেন্ট করা হবে না।

০৩. রেফারঃ

আপনার রেফারেল লিংক থেকে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা যত আয় করবে আপনি তাদের আয়ের 20% পাবেন।

অর্থাৎ আপনার যদি 20 জন রেফারেল মেম্বার থাকে এবং সেই 20 জনে যদি 2000 টাকা আয় করে, তাহলে আপনার আয় হবে 2000 X 20% = 400 টাকা।

নোটঃ আপনি যত ইচ্ছা, তত রেফার করতে পারবেন , সমস্যা নাই ।

ট্রিকমি থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়?
নিচের দেয়া পেমেন্ট মেথডগুলোর মধ্যে যে কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

Withdrawal Method: Nagad,Bkash,Rocket
Minimum Withdrawal Amount

bkash ৳55.00
Nagad ৳100.00
Rocket ৳200.00
PayPal ৳1,000.00
Bitcoin ৳1,000.00

পে আউট রেটঃ
প্রতি আর্টিকেল এর জন্য প্রকাশ হাওয়া মাত্র 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত।

প্রতি 1000 ভিউ = দেশ ভেদে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।

রেফারেল মেম্বার এর 20%

১: আয়ের নীতিমালা:
বাংলায় এবং ইংরেজি লেখে আয় করার সাইট হচ্ছে trickmi.com, ২০২৩ থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ সহ সব লেখকদেরকে সুযোগ দিয়ে আসতেছে ওয়াপমেট ব্লগ, ভবিৎষতেও দিয়ে যাবে। ইনশাআল্লাহ

ট্রিকমি ব্লগ একটি উন্মুক্ত ইন্টারন্যাশনাল ব্লগ, তাই পূথিবীর যেকেউ চাইলেই একজন লেখক হিসেবে যুক্ত হতে পারেন। ব্লগটির সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন। এখন আসা যাক – কিভাবে ওয়াপমেট ব্লগ থেকে ইনকাম করবেন? ওয়াপমেট ব্লগ থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন।

বিস্তারিত নিচে দেওয়া হল-

১.১ প্রথমে ওয়াপমেট ব্লগ আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। ইংরেজী বা বাংলা ভাষায় পোষ্ট/আর্টিকেল লিখে আয় করতে পারবেন। প্রতি বাংলা পোষ্টের জন্য ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হবে (পোষ্টের মান অনুযায়ী)। আর প্রতি ইংরেজী পোষ্টের জন্য ৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে (SEO Friendly + Quality Content+ Human Writing)।

নিম্মোক্ত ক্যাটাগরিতে যদি বাংলা আর্টিকেল লেখেন তবে প্রতি আর্টিকেলের জন্য এই ক্যাটাগরি ভেদে পেমেন্ট করা হবে।

১.২ বাংলা পোষ্ট বা আর্টিকেল এর জন্য মিনিমাম ৪২০ শব্দের হতে হবে। ইংরেজি পোষ্ট বা আর্টিকেল মিনিমাম ১০০১ শব্দের হতে হবে।

১.৩ আপনার লেখা পোষ্টটি যদি বাংলাদেশি ১০০০ জন লোক ভিজিট করে বা পোষ্টটি পড়ে তাহলে আপনাকে ৩০০ থেকে ২০০০ টাকা দেয়া হবে। এক এক জন মিনিমাম ১০/১৫ সেকেন্ড ভিউ করতে হবে। তবে ভবিষ্যতে ১০০০ লোক ভিজিট করলে ৮০০/১৫০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এইভাবে যতবার ভিজিট করা হবে ততবার টাকা পাবেন। ২৪ ঘন্টায় একজন ব্যাক্তি সবোর্চ ১০ থেকে ৫০ টা আর্টিকেল ভিউ করা পর্যন্ত পেমেন্ট পাবে। তবে নিজে নিজে, নিজের পোষ্ট ভিজিট করলে ভিউ কাউন্ট হবে না। অন্য কারো পােষ্ট ভিজিট করতে হবে। তবে সোশ্যাল মিডিয়া (ফেসবুকম টুইটার ইত্যাদিতে) প্রচুর পরিমানে শেয়ার করে ভিউ বারাতে পারেন অথবা অর্গানিক গুগল থেকে ভিজিটর আনতে পারেন।

১.৪ রেফার করে আয়। রেফার কমিশন ২০% । একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের ২0% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

নোটঃ রেফারকৃত মেম্বার এর একাউন্ট থেকে কোন টাকা কর্তন করা হবে না। এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ প্রোভাইড করে থাকে।

১.৫ যদি কোন লেখক ৫০০ এর বেশি সংখ্যাক পোস্ট লিখে তাকে ১০০ ডলার অথবা
১০.০০০ টাকা বোনাস দেয়া হবে।

Visit: Trickmi Q2Ans

One thought on “Trickmi এর আর্নিং প্রোগ্রামের বিস্তারিত।

Leave a Reply