Trickmi সাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম।
হ্যালো বন্ধুরা, Trickmi এ আপনাকে স্বাগতম। অনেকেই এই সাইটের সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারেন না। বিশেষ করে ইমেইল ভেরিফিকেশন করার সময়। তারা জিমেইলে ভেরিফিকেশন লিংক খুঁজে পায় না। তো এই পোস্টে কিভাবে ভেরিফিকেশন লিংক খুঁজে পাবেন এই বিষয়ে দেখানো হবে। সঠিকভাবে একাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস দেখানো হবে।
কিভাবে একাউন্ট খুলব Trickmi Register
প্রথমে Trickmi.com সাইটের উপরে Register দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট ফলো করুন।
আপনার ইউজার নেম দিবেন। যেটা আর কারো হবে না।
এরপর আপনার ইমেইলটি দিবেন। এই ইমেইল আপনার ভেরিফিকেশন লিংক যাবে।
এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন।
এরপর আপনার একটি নাম দেবেন । যেটা সবাই দেখতে পাবে।
সবকিছু ঠিকঠাক দিয়ে Complete Sign Up লেখায় ক্লিক করে সাইন আপ সম্পন্ন করুন। তাহলে আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে।
কিন্তু অ্যাকাউন্ট একটিভ করতে হলে ইমেইল ভেরিফিকেশন করা লাগবে।
ইমেইল ভেরিফিকেশন করবো কিভাবে
Emale verification ও accound active করতে হলে আপনাকে ইমেইলের ইনবক্সে লগইন করতে হবে। Spam নামক ফোল্ডারে যান।
দেখুন আপনার ভেরিফিকেশন লিংক চলে এসেছে। লিংক এর উপর ক্লিক করুন।
এইরকম আসতে পারে। কারো যদি এইরকম আসে তাহলে Open Anyway লেখার উপরে ক্লিক করুন।
Active এর উপর ক্লিক করলে একাউন্ট একটিভ হয়ে যাবে। অ্যাকাউন্ট একটিভ হয়ে গেলে নিজের স্ক্রিনশট এর মত দেখা যায়।
একাউন্ট একটিভ হলে আপনি যেকোন সময় লগ ইন করতে পারবেন।
কিভাবে লগ ইন করব
লগ ইন করার জন্য প্রথমে Log In অপশনে ক্লিক করুন।
এরপর আপনার একাউন্টে ইউজার নেম বেটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। অথবা ইমেইল ও ব্যবহার করতে পারেন। তারপর পাসওয়ার্ড ও Remember Me এর পাশে টিক মার্ক করুন।
Log In লেখায় ক্লিক করলে লগ ইন হয়ে যাবে।
ফিচার সমূহ ও সকল সুবিধা
লগইন করার পর মেনু বারে সকল ফিচার পেয়ে যাবেন।
Profile অপশন থেকে আপনার প্রোফাইলে যেতে পারেন। যেখানে আপনার একাউন্টের সকল কর্মকান্ড দেখতে পাবেন। এবং এখানে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
দেখেননি ইউজারের বর্তমান ব্যালেন্স কত তা এখানে দেখতে পাবেন।
আরো পড়ুন..
মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট
শেষকথা: আপনি চাইলে Trickmi এর আর্নিং প্রোগ্রামে অংশ নিতে পারবেন। বিভিন্ন জ্ঞান মূলক আর্টিকেল লেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার আর্টিকেল যত এসইও সমৃদ্ধ হতে তত আর্নিং বেশি হবে। এখানে আর্নিং করার আরেকটি সহজ উপায় আছে । সেটা হচ্ছে Affiliate Program অর্থাৎ রেফার প্রোগ্রাম। আপনার রেফারের একজন রেজিস্ট্রেশন করলে আপনি পাবেন 10 টাকা। আর ভিজিট করলে পাবেন ১ টাকা। যারা এখন ও শুরু করেননি। এই মুহূর্তে আমাদের কিছু লেখক লাগবে। যারা আর্টিকেল লিখতে ভালোবাসেন তারা এখনই শুরু করে দিতে পারেন। আর হ্যাঁ, এখনকার প্রোগ্রামের সেরা লেখকদের পদ থাকবে সবার উপরে। এটা সম্পূর্ণ যার যার অভিজ্ঞতার ভিত্তিতে।
আরো পড়ুন…
কিভাবে SEO সমৃদ্ধ আর্টিকেল লিখতে হয়। Rules Rules for writing SEO rich articles.
Yes