ছোট ছোট কাজ করে ইনকাম 

ছোট ছোট কাজ করে ইনকাম 

অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম  করতে চাইলে আজকের পোস্ট আপনার জন্য। আজকে আপনাদের সামনে অনলাইন ইনকাম সাইট নিয়ে আলোচনা করব। যেখানে আপনি ছোট ছোট কাজ করার মাধ্যমে সহজেই ইনকাম করতে পারবেন। তো ছোট ছোট কাজ করে ইনকাম করতে চাইলে আজকের পোস্ট টি বিস্তারিতভাবে পড়বেন।

বন্ধুরা, অনলাইন ইনকাম করতে কে না চায়? বর্তমানে অনেকেই অনলাইনে ইনকাম করে নিজের এবং পরিবারের খরচ বহন করছেন। অনলাইনে বিভিন্ন কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করছেন। তখন তারা এই ইনকাম টাকা দিয়ে নিজের এবং পরিবারের খরচ চালান। বর্তমানে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা করছেন।

আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে বাংলাদেশে বৈদেশিক রেমিটেন্স এসেছে প্রায় ২০৭ কোটি ডলার। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে আপনি দেখতে পারবেন অসংখ্য টাকা। আপনি গুনেওশেষ করতে পারবেন না। ২০৭ কোটি ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে ২,৪৭,৩১,৮১,২০,৭১০ টাকা। এবার আপনি বলুন তো এখানে কত টাকার কথা বলা হয়েছে?

বর্তমানে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি 119.48 টাকা। সেই হিসেবে ২০৭ কোটি ডলার সমান বাংলাদেশের টাকা দারায় ২,৪৭,৩১,৮১,২০,৭১০ টাকা। হিসেব করলেও আপনি এখানে কনফিউজ হয়ে যাবেন। আসলে এখানে ২৪,৭৩১ কোটি ৮১ লক্ষ ২০ হাজার ৭১০ টাকা। বুঝতেই পারছেন বাংলাদেশি এখানে কত পরিমাণে টাকা উপার্জন করেছে।

আর এই পুরো টাকাটা বাংলাদেশের প্রবাসী, ইউটিউবার, ফ্রিল্যান্সার এবং ছোট ছোট কাজ করা ব্যক্তিদের আয়। কারণ বর্তমানে ছোট ছোট কাজ করে বাংলাদেশ থেকে অসংখ্য লোক ইনকাম করছেন। তাই ছোট ছোট কাজ করা লোকদের পিছনে ফেলার উপায় নেই। উপরের অ্যামাউন্ট দেখে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে কত পরিমানে বৈদেশিক রেমিট্যান্স মানুষ পায়।

এখন নিয়ত চাইলে এই যোদ্ধাদের তাদের সাথে যুক্ত হতে পারেন। ফ্রিল্যান্সিং, ইউটিউবে কিংবা প্রবাসী হয়ে নয়। একজন সাধারণ ছোট ছোট কাজ করা ইনকাম করার মতো লোক হয়েও আপনি রেমিটেন্স যোদ্ধা হতে পারবেন। যাই হোক আজকের পোস্টে আপনাদের একটি বিদেশি সাইট দেখাবো যেখানে আপনি ছোট ছোট কাজ করে অল্প সময়ের মধ্যেই বেশী ডলার আয় করতে পারবেন। তার সাথে সাথে একটি বাংলাদেশী সাইটও দিব যেখানে আপনি ছোট কাজ করে বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই ডলার ইনকাম করলে কিভাবে সেগুলো টাকায় রূপান্তর করবেন সেটাও দেখানো হবে।

আরো পড়ুন..

অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় – অনলাইনে ইনকাম করার 100 টি সহজ উপায়

ফ্রি ইনকাম সাইট ২০২৪

আজকের পোস্ট আপনাদের ২ টি ফ্রি ইনকাম সাইট নিয়ে আলোচনা করব। যার প্রথমটি হচ্ছে বিদেশি এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ। দুটি সাইট থেকেই আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই সাইটগুলো থেকে আপনি ছোট ছোট কাজ, ক্যাপচা পূরণ, প্রশ্ন-উত্তর লিখে, কুইজ খেলে, বিভিন্ন ফাইল আপলোড করে এবং রেফার করে ইনকাম করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।

Advertica থেকে ইনকাম

Advertica একটি বিদেশি ওয়েবসাইট। এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এবং সেই ডলারগুলো অনলাইনের মাধ্যমে টাকায় কনভার্ট করতে পারবেন। তাই এইসব বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। চলুন আপনাকে ইনকামের প্রমাণ দেখিয়ে দিই।

অনলাইনে ডলার ইনকাম

দেখুন আমার সর্বশেষ 10 দিনের ইনকাম। এর আগে আমি তিনদিন কাজ করে ছয় ডলার ইনকাম করে পেমেন্ট নিয়েছিলাম। তারপর অন্য একটি সাইট নিয়ে কাজ করে দেখেছিলাম। তাই এই সাইট নিয়ে কাজ করা হয়নি। এ জন্য মূলত শেষ দশদিনের ইনকাম একটু কম। তবে কিছুক্ষণ আগে অ্যাড বসিয়েছি। এখনই দেখুন আজকের ইনকাম কেমন হচ্ছে।

অনলাইনে ডলার ইনকাম

এটা আগের ছয় দিনের ইনকাম। তারা আমাকে পেমেন্ট দিয়েছে।

এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন? চলুন সেটা দেখে আসি।

ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম

আপনার যদি কোন ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট মাত্র ১ মিনিটে মনিটাইজেশন করতে পারবেন। এবং এই নেটওয়ার্ক থেকে সহজেই ডলার ইনকাম করতে পারবেন। অন্যান্য এড নেটওয়ার্ক থেকে এটি বেশি পরিমাণে ইনকাম করার সুযোগ দেয়। তবে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলেও ইনকাম করার সুযোগ রয়েছে। তাহলে পরবর্তী অপশন গুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আমি মূলত ওয়েবসাইট মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করেছি। তবে অন্যান্য মাধ্যমগুলোতে ইনকাম করতে পারলে আরো বেশি পরিমাণ ইনকাম হবে।

আরো পড়ুন..

মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট

বিভিন্ন ক্যাম্পেইন অংশগ্রহণের মাধ্যমে ইনকাম

এখানে আপনার দেশের জন্য বিভিন্ন ক্যাম্পেইন থাকবে। যেগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।

অনলাইনে ডলার ইনকাম

এখানে দেখুন বাংলাদেশের জন্য দুটি ক্যাম্পেইন রয়েছে। যার প্রথম পেতে আপনি পাবেন ০.১২ ডলার এবং দ্বিতীয়টিতে পাবেন ০.০৮ ডলার। এভাবে আরও অনেক ক্যাম্পেইন রয়েছে যেগুলো আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই পূরণ করতে পারবেন। তারপর এই ডলারগুলো আপনার একাউন্টে জমা হবে। আপনার কাজ হচ্ছে শুধু একটি ফরম থাকবে সেটাকে পূরণ করবেন। পূরণ করার পর apply করবেন। তাহলে আপনি ইনকাম করতে পারবেন।

ডাইরেক্ট লিংক এর মাধ্যমে ইনকাম

আপনার যদি অনলাইনে বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকে তাহলে ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করা আপনার জন্য সহজ হবে। এই সাইট ডাইরেক্ট লিঙ্কে প্রচুর পরিমাণে পেমেন্ট দিয়ে থাকে। এখানে প্রতি একটি লিংক ক্লিকের জন্য 0.10 ডলার থেকে ১ ডলার পর্যন্ত দিতে পারে। মনে করেন আপনার দশ জন বন্ধু অনলাইনে আছে। তাহলে আপনি দশটি ক্লিকের মাধ্যমে সর্বনিম্ন এক ডলার ইনকাম করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ ডলার। এখানে কাজ হচ্ছে তারা আপনাকে একটি লিঙ্ক দিবেন। তাদের সেই লিংকগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তারপর বন্ধুদের লিংকটা ক্লিক করতে পারবেন। আর বন্ধুরা লিংকে ক্লিক করলে আপনি ইনকাম করতে পারবেন।

আরো পড়ুন..

টেলিগ্রাম থেকে ইনকাম করার সঠিক নিয়ম।

ফাইল মনিটাইজেশন করে ইনকাম

আপনার ফোনে থাকা যে কোনো ফাইল মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেকোনো ধরনের ফাইল যেমন ছবি, লেখা থাকে। এই ফাইল মনিটাইজেশনের মাধ্যমে আপনি প্রতিদিন অনেক ডলার ইনকাম করতে পারবেন।

উদাহরণ হিসেবে নিচের লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।

CLICK LINK 🔗

অনলাইনে ডলার ইনকাম

এবার একটু নিচে গেলেই উপরের স্ক্রিনশটের মত  CONTINUE DOWNLOAD নামক অপশনে ক্লিক করুন। এখানে পাশে অন্যান্য ডাউনলোড লেখাগুলো দেখতে পারবেন সেগুলোতে ক্লিক করবেন না। কারন সেগুলো শুধুমাত্র বিজ্ঞাপন।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

এবার আবারও নিচের দিকে গিয়ে DOWNLOAD NOW অপশনে ক্লিক করুন। ব্যাস তাহলেই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এমন একটি ফাইল ডাউনলোড করার মাধ্যমে আমি ০.১৬ ডলার পেয়েছি। এখানের কাজ এর মাধ্যমে ইনকাম করার বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব। কারণ এখানে অল্প পরিশ্রমে অধিক ইনকাম করা যাবে।

রেফার করে ইনকাম

এই সাইটে আপনি রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তবে সেটা অনেক কম।

আমি শুধুমাত্র এই সাইট থেকে ওয়েবসাইট মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করি। তবে কাল একটি ফাইল মনিটাইজেশন করেছিলাম। সেখান থেকে দেখি একটি ডাউনলোড এর মাধ্যমে ০.১৬ ডলার ইনকাম হইছে। তাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ভাবেন এখান থেকে আপনি ইনকাম করবেন। চলুন দেখে আসি সম্পূর্ণ প্রসেস টি। প্রথমে আমাদের Advertica অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

Advertica অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

এডভার্টিকা অ্যাকাউন্ট তৈরি করতে প্রথম আমাদের নিচের লিংকে ক্লিক করতে হবে।

CLICK LINK 🖇️ 

তারপর নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

এখান থেকে আপনি PUBLISHER SIGNUP অপশনে ক্লিক করুন।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

উপরের স্ক্রিনশট এর মত অপশন গুলো সিলেক্ট করবেন। প্রথমে personal account, তারপর I ‘m a direct publisher, তারপর আপনি ছেলে হলে Mr. মেয়ে হলে Ms. সিলেক্ট করবেন, তারপর আপনার নাম দিবেন।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

এখানে আপনার বর্তমান ঠিকানা বিস্তারিত দিবেন। বর্তমান জেলা, বর্তমান শহর, দেশের নাম এবং পোস্টাল কোড দিবেন।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

এখানে আপনার পাসওয়ার্ড দুইবার দেবেন। একই পাসওয়ার্ড দিতে হবে।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

এখানে প্রথমে আপনার ইমেইল, তারপর বিডি, তারপর ফোন নাম্বার এবং তারপর আপনার ভাষা সিলেক্ট করবেন। তারপর আপনার বিবরণী গুলা আবার চেক করে ঠিক আছে কিনা দেখবেন।

REGISTER ওখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনাকে “Thank you for your Registration” স্বাগতম জানাবো।

আরো পড়ুন..

Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ

অ্যাকাউন্ট একটিভ করতে হবে

এরপর আপনাকে ইমেইল ভেরিফিকেশন করার মাধ্যমে একাউন্ট কনফার্ম করতে হবে।

সেজন্য আপনার দেওয়া জিমেইলের ইনবক্সে একটি ভেরিফিকেশন লিংক পেয়ে যাবেন। সেই ভেরিফিকেশন লিংক এর উপর ক্লিক করুন।

Advertica একাউন্ট তৈরি করার নিয়ম

এবার আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে LOGIN করতে হবে। লগইন হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে সাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।

কিভাবে ইনকাম করবেন

একাউন্টে লগইন করার পর আমাদের সাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

Dashboard সামনেই আপনার ইনকাম দেখতে পারবেন। যেহেতু আমার একাউন্ট আগেরটাই আমার অ্যাকাউন্টের ডলার গুলো দেখাচ্ছে। আপনার একাউন্টে ০০ ডলার থাকবে।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

এবার আপনি ড্যাশবোর্ডের উপরে থাকা মেনু বারে ক্লিক করুন। মেনু অপশনের নিচ থেকে File Monetization অপশনে ক্লিক করুন। সেখানে Dashboard অপশনে ক্লিক করুন।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

একটু নিচে গেলে বিভিন্ন ফাইল আপলোড করার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে যেখানে একটি ফাইল আপলোড করুন। আপলোড করা ফাইলগুলো সেখানে দেখতে পাবেন। এবং কোন ফাইল কতবার ডাউনলোড হয়েছে সেটাও দেখতে পারবেন।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

এবার একটু উপরে উঠলে আপনার আপলোড করা ফাইলগুলো দেখতে পারবেন। ফাইলগুলোর লিংক কপি করতে হবে। স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।

Advertica থেকে কিভাবে ইনকাম করবেন

এবার উক্ত লিঙ্কটি দেখতে পারবেন। লিংকটি কপি করে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে।

এই লিঙ্কটি ফেসবুকে, মেসেঞ্জার অথবা যে কোন জায়গায় শেয়ার করতে পারবেন। এবং আপনার এই লিংক থেকে যতবার ফাইলটি ডাউনলোড করা হবে আপনার ততই ইনকাম হবে।

ইনকাম টিপস : এখানে সবসময় গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপলোড করবেন। মনে করুন, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। যেটা আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে চান। অথবা আপনার বন্ধুরা এই ফাইলটি আপনার কাছ থেকে চায়। তাহলে এই সাইটে আপলোড করে সেটা লিংক বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার বন্ধুরা এখান থেকে যতবার ডাউনলোড করবে। আপনি ততবারও ইনকাম করতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ডাইরেক্ট link তৈরি করে ইনকাম করতে পারবেন। সেটা বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে। আশা করি সেই প্রসেস অন্য একদিন দেখাবো। আর এই সাইটের সম্পূর্ণ রিয়েল। আমি ইতিমধ্যে একবার পেমেন্ট পেয়েছি। তাই কাজ করলে পেমেন্ট পাবেন। যে কোন সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন..

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ ১০০০ টাকা আয় করুন guide bangla

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

একটি বাংলাদেশ ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। ওয়েব সাইটের নাম Trickmi Q2Ans । এই ওয়েবসাইটের মালিক আমি। এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে প্রশ্ন এবং উত্তর দেওয়ার মাধ্যমে ইনকাম করার পাশাপাশি বিভিন্ন কুইজ খেলে ইনকাম করতে পারবেন।

পোস্ট ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। তাই আর বড় করতে চাই না। আপনি যদি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তাহলে নিচের পোস্ট টি পড়বেন। সেখানেই বিস্তারিতভাবে দেওয়া আছে।

Trickmi Q2A থেকে কিভাবে ইনকাম করবেন? [Updated]

শেষ কথা: আপনি Advertica থেকে ইনকাম করে সেটা বিকাশ নগদ অথবা রকেট একাউন্টে নিতে পারবেন। সে সম্পর্কে বিস্তারিত ইউটিউবে পাবেন। পোস্ট বড় হবে তাই শেয়ার করলাম না। আশা করি পরবর্তীতে শেয়ার করব। আর আপনি Trickmi Q2Ans থেকে ইনকাম করতে চাইলে কাজ করতে পারেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।

One thought on “ছোট ছোট কাজ করে ইনকাম 

Leave a Reply