লিংক শেয়ার করে ইনকাম: প্রতিদিন ২-৫ ডলার ইনকাম
বর্তমান সময় বিভিন্ন লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করার সুযোগ তৈরি হচ্ছে। যেখানে একটি লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করলে ওই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এই পোষ্টের মূল বিষয়বস্তু হচ্ছে লিংক শেয়ার করে ইনকাম ।
বর্তমান যুগের ডিজিটাল প্লাটফর্ম গুলো আমাদের আরো সহজ করে তুলেছে। আমাদের অনলাইন থেকে ইনকামের বিভিন্ন সুযোগ করে দিয়েছে। আর এই সুযোগগুলোর মধ্যে ডিজিটাল প্লাটফর্ম গুলো লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দিয়েছে।
ভূমিকাঃ
আপনি কোনো পণ্য, সেবা বা কনটেন্টের লিংক অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এটাকে মূলত লিংক শেয়ার বলে থাকি। শেয়ার করার লিংক এ ক্লিক করলে অথবা লিংক থেকে কিছু ক্রয় করলে সেখান থেকে আপনি কিছু কমিশন পেতে পারেন। আর এভাবেই লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করে থাকে। আর এই লিংক সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট শেয়ার করা হয়।
বর্তমান সময়ে মার্কেটিং করার মাধ্যমে লিংক শেয়ার করা হয়। আর এই লিংক শেয়ার করার মাধ্যম কে এফিলিয়েট মার্কেটিং বলা হয়। এই লিংক সাধারণত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমেইল এর মাধ্যমে শেয়ার করা হয়। ইমেলের মাধ্যমে শেয়ার করাতে ইমেইল মার্কেটিং বলা হয়। আর তাদের লিংক শেয়ার করাটাকে মার্কেটিং বলা হয়। আর এই লিংক শেয়ার বা লিংক মনিটাইজ একই কথা।
link monetize কি
লিংক মনিটাইজ হলো কোন একটি লিংক শেয়ার করার মাধ্যমে ওই লিংক থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উপার্জন করার প্রক্রিয়া। এক কথায় বলতে গেলে link monetize হল লিংক শেয়ার করে ইনকাম। এই প্রক্রিয়ায়, আপনি ইন্টারনেটে কোনো কন্টেন্ট, পণ্য বা সেবা প্রচারের জন্য লিংক শেয়ার করেন, আর সেই লিংক থেকে আয় হয় বিজ্ঞাপন, ক্লিক, বা বিক্রির মাধ্যমে।
আরো পড়ুন..
এটা একটা কৌশল, যেখানে আপনি বিভিন্ন প্রলোভন ও অন্যান্য মাধ্যমে কৌশল খাটিয়ে বিভিন্ন ব্যবহারকারীদের লিংকে ভিজিট করান। আর লিংকে ভিজিট করা ব্যক্তিদের মাধ্যমে আপনি কিছু পরিমাণে ইনকাম করতে পারেন।
Adsterra থেকে ইনকাম
বর্তমানে অনেকে এডস্ট্রার নাম শুনে থাকবেন। এটি একটি অ্যাড নেটওয়ার্ক। যেখানে বিভিন্ন ওয়েবসাইট মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তবে এই আইডি নেটওয়ার্ক ের লিংক মনিটাইজেশন করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন। তাই এই পোস্টে আপনাদের Adsterra লিংক মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করা সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে আমরা adsterra সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
Adsterra কি
Adsterra মূলত একটি অ্যাড নেটওয়ার্ক। যেখানে বিভিন্ন ওয়েবসাইট মনিটাইজেশন করার মাধ্যমে সহজেই প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি বিভিন্ন ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
আমরা অনেকেই এডসেন্স সম্পর্কে জানি। এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম করা যায়। তবে এডসেন্স আবেদন করা এবং ইনকাম করা খুবই কঠিন বিষয়। সে ক্ষেত্রে এডসেন্স অপেক্ষায় Adsterra তে খুব সহজেই ইনকাম করা যায়। তাই এডসেন্সের বিকল্প হিসেবে এই Adsterra খুব জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সিপিএম এর মাধ্যমে আপনি এই এড নেটওয়ার্ক থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন।
Adsterra লিংক শেয়ার করে ইনকাম
Adsterra লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং তার পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপন ইউনিট তৈরি করে ইনকাম করতে হবে। নিচে তার সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া হল।
আরো পড়ুন..
adsterra একাউন্ট তৈরি করার নিয়ম
আমাদের প্রথম ধাপ হলে একটি অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনশট অনুযায়ী কাজ করবেন।
এখানে প্রথমে আপনার ব্যবহৃত ই-মেইল, সম্পূর্ণ নাম, ইউজার নাম এবং বড় একটা পাসওয়ার্ড দিবেন।
এখানে যে কোন একটি সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার লিংক দিবেন। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করতে পারেন।
তারপর পেমেন্ট মেথ করবেন। যে মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সে সকল মাধ্যমে পেমেন্ট মেথড নির্বাচন করুন।
সবশেষে SIGN UP করুন।
ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এরপর আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। লিংকে ক্লিক করার মাধ্যমে ভেরিফিকেশন করে নিবেন।
ডাইরেক্ট link তৈরি
এবার একাউন্ট এক্টিভ করা হয়ে গেলে আপনাকে সরাসরি ওয়েব সাইটের ড্যাশবোডে নিয়ে যাবে। ওয়েবসাইট এডভোডে নিয়ে যাওয়ার পর নিচের স্ক্রিনশট এর মত Direct links অপশনে ক্লিক করুন।
এবার এখান থেকে CREATE DIRECT LINK অপশনে ক্লিক করুন।
Non-Adult সিলেক্ট করে ADD করুন।
এর পরবর্তীতে আপনার লিংকটি কিছুক্ষণের জন্য পেন্ডিং থাকবে। সাধারণত দুই থেকে তিন মিনিটের মধ্যেই লিংক অ্যাপ্রভ হয়ে যায়। লিংক আপ্রুভ হওয়ার পর COPY অপশনে ক্লিক করার লিংকটি কপি করবেন।
আরো পড়ুন..
বন্ধুদের মাঝে শেয়ার
এভাবে লিংক তৈরি করার পর সেগুলো আপনার বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। এর জন্য প্রথমের লিংকটি কপি করে নিবেন।
তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বন্ধুদের মেসেঞ্জারে লিংকগুলো শেয়ার করে দিবেন। তারপর বন্ধুরা সেখানে ক্লিক করলে আপনার ইনকাম হবে। আর এভাবেই আপনি ইনকাম করতে পারবেন।
Payment নেওয়া
আপনার ইনকামের সর্বনিম্ন ৫ ডলার হলে এখান থেকে উইথড্র দিতে পারবেন। উইথদ্রো দেওয়ার জন্য আপনি webmoney, paxum , binance, Bitcoin এ নিতে পারবেন। এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পরবর্তী ওই মাসের ১-২ এবং ১৬-১৭ তারিখে পেমেন্ট করেন।
লেখকের মন্তব্য:
বর্তমানের সর্বোচ্চ সিপিএম দিয়ে থাকে Adsterra । আমার দেখামাত্র সর্বোচ্চ সিপিএম $600 । এর অর্থ হচ্ছে প্রতি এক হাজার ক্লিকের জন্য আপনি ৬০০ ডলার পাবেন। অর্থাৎ একটি ক্লিকের জন্য ০.৬ ডলার পাবেন। যা বর্তমান টাকার প্রায় ৬৫+ টাকার মত। তবে সাধারণত সিপিএম থাকে 10$ এর মতো।
এই সাইটটি সম্পূর্ণ বিশ্বস্ত। বর্তমানে এই সাইটে মিলিয়ন মিলিয়ন লোক কাজ করে থাকেন। আমার দেখা সর্বোচ্চ সিপিএম দেওয়া সাইট। এখানে আপনি চাইলে ওয়েবসাইট মনিটাইজেশন করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন।
অনলাইন ইনকাম সম্পর্কে তো আরো গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের এই ওয়েবসাইটে পাবেন। যেকোনো সময় যে কোন প্রয়োজনে আমাদের পাশে পেতে Trickmi লিখে Google সার্চ করবেন।
One thought on “লিংক শেয়ার করে ইনকাম: প্রতিদিন ২-৫ ডলার ইনকাম”