Adsterra high cpm কিভাবে ইনকাম করবেন
বর্তমানে অনলাইনে ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে। অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। যেসব মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এরকম একটি মাধ্যম অথবা ওয়েবসাইট এর নাম Adsterra । যেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। তাই আজকের পোষ্টের মূল বিষয় adsterra সম্পর্কে এবং Adsterra high cpm কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে। আপনার আগে ইনকাম হতো ১ ডলার তাহলে এখন ইনকাম হবে ৩-৪ ডলার। অর্থাৎ ইনকাম প্রায় ৩-৪ গুণ বেশি হবে।
ভূমিকাঃ
অনলাইনে আয় আর বিভিন্ন মাধ্যমের মধ্যে adsterra মার্কেটিং হচ্ছে অন্যতম জনপ্রিয় মাধ্যম। এখান থেকে আপনি প্রতিদিন $100-$500 ইনকাম করার সুযোগ রয়েছে। তাই এই মার্কেটিং ভালোভাবে শিখতে পারলে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
Adsterra একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক যা গুগল এডসেন্স এর বিকল্প। আমরা জানি বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে ইনকামের ক্ষেত্রে সিপিএম(CPM) গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার ইনকাম সম্পূর্ণ সিপিএমের উপর নির্ভর করে। বিভিন্ন স্থান ও পরিবেশ ভেদে সিপিএম কম বেশি হতে পারে। চলুন CPM সম্পর্কে জেনে আসি।
CPM কি
CPM এর পূর্ণরূপ হচ্ছে Cost Per Mille। ল্যাটিন ভাষায় mille বলতে ১০০০ কে বুঝায়। সব মিলিয়ে এখানে বোঝানো হচ্ছে: প্রতি এক হাজারে কত ডলার ইনকাম করতে পারবেন।
উদাহরণস্বরূপ: আপনার CPM $3 । এর অর্থ হচ্ছে আপনি প্রতি ১০০০ বিজ্ঞাপন ইম্প্রেশন এর জন্য ৩ ডলার আয় করতে পারবেন। এখানে ইমপ্রেশন বলতে বোঝানো হয়েছে বিজ্ঞাপনের ভিউ। অর্থাৎ আপনার বিজ্ঞাপনে ১০০০ ভিউ হলেই আপনি পাচ্ছেন তিন ডলার।
আরো পড়ুন..
adsterra কি এবং কিভাবে কাজ করে
চলুন জেনে আসি adsterra সম্পর্কে। এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন সকল বিস্তারিত টিপস।
Adsterra কি
এডেস্ট্রা একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যেখানে বিভিন্ন ওয়েবসাইট মনিটাইজেশন করে বিজ্ঞাপন ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এটা গুগল এডসেন্স এর সেরা বিকল্প হিসেবে নিতে পারেন। ওয়েবসাইট ছাড়াও এখানে আপনি ডাইরেক্ট লিঙ্ক এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই বিজ্ঞাপন নেটওয়ার্ক ের সাইপ্রাস দেশের।
কিভাবে কাজ করে
এই বিজ্ঞাপন নেটওয়ার্ক এ সর্বনিম্ন ৫ ডলার হলে আপনি তুলতে পারবেন। $5 বর্তমানে বাংলাদেশের 5×120=600 টাকা। এখান থেকে উইড্র দেয়ার জন্য আপনি ওয়েবমানি, এবং বাইন্যান্স ব্যবহার করতে পারেন।
এই বিজ্ঞাপন নেটওয়ার্কের বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে। বিভিন্ন সাইজের ব্যানার ব্যানার, পপুন্ডার এবং সোশালবার। তাছাড়াও রয়েছে ডাইরেক্টর লিংক। যাদের কোন ওয়েবসাইট নেই তারা ডাইরেক্ট লিংক এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
কিভাবে ডলার ইনকাম করা যায়
Adsterra ডলার ইনকাম করা তুলনামূলক সহজ। তবে কিছু নিয়ম কানুন রয়েছে যেটা আপনার অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আপনি খুব সহজে ইনকাম করার সুযোগ পাবেন।
এজন্য প্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে খুব সহজে ওয়েবসাইট মনিটাইজেশন করবেন। এর জন্য আপনার ওয়েবসাইটের লিংক তাদের কাছে জমা দেওয়া মাত্রই তারা এপ্রুভ করবে।
এরপর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে ইনকাম করা শুরু করবেন। অথবা আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে ডাইরেক্ট লিংক তৈরি করে বন্ধুদের মাঝে শেয়ার করে ইনকাম করতে পারবেন।
এডেস্ট্রা ইনকাম সম্পর্কিত আগের পোস্টটি দেখুন।
adsterra high cpm করার নিয়ম
আজকের এই পোষ্টের মূল বিষয় হচ্ছে adsterra high cpm কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে। ইতিমধ্যে আপনাদের সিপিএম সম্পর্কিত ধারণা দিয়েছি। এখন আপনাদের আমার অভিজ্ঞতা থেকে কিভাবে সিপিএম হাই করবেন সে সম্পর্কিত কিছু ধারনা দিব।
এডাস্ট্রা সিপিএম মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে
দেশ: কিছু দেশের জন্য এড্রেসটা হাই সিপিএম দিয়ে থাকে। এই সকল দেশের জন্য ট্রাফিক আনতে পারলে আপনি হাই সিপিএম পাবেন।
বিজ্ঞাপন: কিছু বিজ্ঞাপনে অ্যাড্রেসটা হাই সিপিএম দিয়ে থাকে। ওই সকল বিজ্ঞাপন ব্যবহার করতে পারলে আপনি হাই সিপিএম পাবেন।
বিজ্ঞাপনের স্থান: বিজ্ঞাপনেস কোয়ালিটি অনুযায়ী সঠিক জায়গায় পৌঁছাতে পারলে আপনি হাই সিপিএম পাবেন।
Adsterra high CPM country
Adsterra কিছু দেশের জন্য হাই সিপিএম দিয়ে থাকে। অর্থাৎ ওই দেশগুলোর ট্রাফিক আনতে পারলে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশ এর জন্য adsterra হাই সিপিএম দিয়ে থাকে। অধিকাংশ বিজ্ঞাপন নেটওয়ার্ক কি এ সকল দেশের জন্য সর্বোচ্চ সিপিএম দেয়। তাই হাই সিপিএম এর জন্য আপনি এ সকল দেশের ট্রাফিক টার্গেট করবেন। তার জন্য অবশ্যই এ সকল দেশের ভাষায় কন্টাক্ট লিখতে হবে। যেটা অনেকের ধারেই অসম্ভব। তাই আমরা পরবর্তী কাজগুলো করার চেষ্টা করতে পারি।
Adsterra high CPM Ad
কিছু বিজ্ঞাপনের জন্য adsterra সর্বোচ্চ সিপিএম দিয়ে থাকে। তাই আমাদের ওই সকল বিজ্ঞাপন গুলো ব্যবহার করা উচিত। এখন আসি কোন কোন বিজ্ঞাপন গুলো এডস্ট্রা সর্বোচ্চ সিপিএম দেয়।
Banner: ব্যানার এড নেটওয়ার্কগুলোর জন্য অন্যতম বিজ্ঞাপন। আপনি এডস্ট্রা বিজ্ঞাপন নেটওয়ার্কের এই ব্যানার অ্যাড পাবেন। তবে সঠিকভাবে বিজ্ঞাপন না বসাতে জানলে ব্যানার থেকে সিপিএম পাওয়া সম্ভব। ব্যানারের ক্ষেত্রে সর্বোচ্চ সিপিএম পেতে সঠিক জায়গায় এড বসান। অর্থাৎ এমন জায়গায় এড বসাবেন যেখানে অধিক পরিমাণে ক্লিক আসে। পরবর্তীতে কাজ হলো আপনি 300×250 সাইজের বিজ্ঞাপন ব্যবহার করবেন। তাহলেই ব্যানারের জন্য হাই সিপিএম দেওয়া সম্ভব। তার থেকে বড় কথা হল আপনি যত বেশি ক্লিক আনবেন ততই সিপিএম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে।
Social bar: adsterra তে social bar নামক একটি বিজ্ঞাপন ইউনিট রয়েছে। এটা ব্যবহার করে আপনি ০.৫-১০০ ডলার পর্যন্ত সিপিএম পেতে পারবেন। তবে এভারেজে ১.৫ ডলার সিপিএম দিয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে সিপিএম কম বেশি হতে পারে। আরেকটা কথা আছে এই বিজ্ঞাপনটি ওয়েবসাইটের এসইও এর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বিজ্ঞাপন ব্যবহার করার ক্ষেত্রে এসকল বিষয়ের নজর রাখবেন।
Popunder: সর্বোচ্চ সিপিএম দেয়ার জন্য এটি অন্যতম। তবে এটি ওয়েব সাইটের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই এর জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করে ব্যবহার করতে পারেন। তার মধ্যে অন্যতম টেকনিক হচ্ছে নতুন পোস্টে (নন ইনডেক্স পোস্ট) বিজ্ঞাপন অফ রাখবেন। তাছাড়া আরো কিছু টেকনিক অবলম্বন করতে হবে।
আরো পড়ুন..
অনলাইনে প্রশ্নোত্তর করে ইনকাম করুন বিশ্বস্ত একটি সাইট থেকে 2024
Direct link: সবসময়ের জন্য সর্বোচ্চ সিপিএম থাকে এই বিজ্ঞাপনে। এভারেজ $3-20 সিপিএম থাকে। এমনকি $1000 পর্যন্ত সিপিএম আমি দেখেছি। চলুন এটা সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি।
Adsterra Direct link
যাদের কোন ওয়েবসাইট নেই তারা এই ডাইরেক্ট লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করে ক্লিক আনতে পারেন। ফেসবুক, ইন্সটাগ্রাম সহজে কোন সোশ্যাল মিডিয়া থেকে ক্লিক আনতে পারেন।
যাদের ওয়েবসাইট রয়েছে তারা কেউ হয়তো বিভিন্ন বিজ্ঞাপন ব্যবহার করেন। কিন্তু এখানে একটি টেকনিক খাটাতে পারলে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।
আমরা কিন্তু বিভিন্ন ব্যানার বিজ্ঞাপন ব্যবহার করি। ব্যানার বিজ্ঞাপন গুলোতে সিপিএম কম দেওয়া হয়। কিন্তু ডাইরেক্ট লিংক সিপিএম বেশি দেওয়া হয়। আমরা যদি এই ডাইরেক্ট লিংকে ব্যানারে কনভার্ট করতে পারি তাহলে কেমন হয়! এক্ষেত্রে কোনরকম নীতিমালা ভঙ্গ হবে না। এইচটিএমএল ব্যবহার করে আমরা ডাইরেক্ট লিংকে ব্যানারে রূপান্তর করতে পারি। তরুণ দেখে নেওয়া যাক কিভাবে ব্যানার বিজ্ঞাপনে রুপান্তর করব।
Adsterra Direct link method
Adsterra high cpm কিভাবে ইনকাম করবেন তার মূল মেথড। এখানে এইচটিএমএল ব্যবহার করে দুটি বিজ্ঞাপন ব্যবহার করা দেখাবো। বিজ্ঞাপন দুটি হচ্ছে ব্যানার বিজ্ঞাপন এবং পপ বিজ্ঞাপন।
ব্যানার বিজ্ঞাপন:
ব্যানার বিজ্ঞাপন তৈরি করার জন্য আপনি এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে আপনার যদি এইচটিএমএল সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমি আপনাকে একটি এইচটিএমএল কোড দেব।
ডেমো: নিচের কালো প্লে অপশনটি দেখুন। এটা দেখলে মানুষ ক্লিক করবে। এবং আমরা এখান থেকে আমাদের ডাইরেক্ট লিংকে একটি ক্লিক পাবো।
এই নিচের লিংকে ক্লিক করে এই বিজ্ঞাপনের কোড কপি করুন। ক্লিক করে এইচটিএমএল কোড কপি করুন। তারপর যেখানে ব্যানার বিজ্ঞাপন দেখাতে চান সেখানে কোড গুলো যুক্ত করে দিন।
ক্লিক: https://t.me/trickmi/140
এবার কোডের মধ্যে থাকা স্ক্রিনশটে দেখানো লাল চিহ্নিত অপশনে যে লিংক রয়েছে সেটার পরিবর্তে আপনার ডাইরেক্ট লিংক দিবেন।
সবুজ চিহ্নিত অপশনে আপনার অন্য কোন ইমেজ থাকলে যুক্ত করে দিতে পারেন। এমন ইমেজ ঢুকতে পারবেন যে সকল ইমেজ অধিক পরিমাণে ক্লিক করার সম্ভাবনা থাকবে।
আরো পড়ুন..
পপ বিজ্ঞাপন :
পপ বিজ্ঞাপনটি তৈরি করা অনেক কঠিন কাজ। এটিও এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করা যায়। তবে আমি অন্য একটি মাধ্যমকে লাগিয়ে একটি পোস্ট বিজ্ঞাপন তৈরি করব।
ডেমো:
উপরের ইমেজের মাধ্যমে যে পথ বিজ্ঞাপনটি দেখেছেন। এটা দেখে অনেকে ই ক্লিক করবে। ব্যানার অপেক্ষায় এটাতে ক্লিক আসার সম্ভাবনা বেশি। বুঝতেই পারছেন এটা কত পরিমানে ক্লিক আসতে পারে।
নিচের লিঙ্ক ক্লিক করে এই বিজ্ঞাপনের কোডটি ডাউনলোড করুন।
ক্লিক: https://t.me/trickmi/141
এবার স্ক্রিনশটে দেখানো লাল চিহ্নিত অপশন থেকে ওই লিংকের পরিবর্তে আপনার ডাইরেক লিংক বসান। ব্যাস তাহলে ই হয়ে গেল।
তারপর যেখানে বিজ্ঞাপন দেখাতে চান সরাসরি ওই কোডটি যুক্ত করে দিন।
বিঃদ্রঃ এখানে ব্যানার বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন এর মধ্যে পপ বিজ্ঞাপনে ক্লিক করার সম্ভাবনা বেশি। যেখানে আপনি একটি ব্যানার থেকে কম সিপিএম পাবেন সেখানে এই ডাইরেক্ট লিংক যুক্ত করতে পারলে অধিক সিপিএম পাবেন।
লেখকের মন্তব্য:
এই মেথড সম্পূর্ণ অর্গানিক। আপনার আগে ইনকাম হতো ১ ডলার তাহলে এখন ইনকাম হবে ৩-৪ ডলার। অর্থাৎ ইনকাম প্রায় ৩-৪ গুণ বেশি হবে। এটি ব্যবহার করলে কোন রকম ব্যান হওয়া বা অন্য কোন ঝামেলা নেই। আপনি যদি কোন সময় adsterra মার্কেটিং কোর্স করেন। তাহলে এই ট্রিক্স গুলোই আপনাকে শেখানো হবে। যেটা আপনাকে আমি সহজেই ফ্রিতে শিখালাম। আশা করি কোনরকম অসুবিধা হবে না।
আপনার যদি এই পোস্ট কোন কোন উপকারে আসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাহলে তাদের উপকার হবে। অবশ্যই এখানে কারো অপকার হবে না। আর দয়া করে কেউ এই মেথড বিক্রয় করবেন না।
এডস্ট্রা ও অনলাইন ইনকাম সম্পর্কিত হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আর আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই সম্পর্কে অনেক রকমের। আশা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন।