ইউটিউব থেকে ইনকাম করার উপায়

ইউটিউব থেকে ইনকাম করার উপায়

বর্তমানে ইউটিউব এর টাকা ইনকাম এর ব্যাপারে আমরা সবাই জানি। কারণ এই বিষয়ে সবাই ভিডিও করে আবার ব্লগ ও লিখে। সবাই বলে এভাবে ইনকাম করা যায়, ওভাবে ইনকাম করা যায় সব যেন পানির মত।

কিন্তু আসলেই কি তাই? তারা আপনাকে যেভাবে দেখায় সেভাবে কি সম্ভব? আসলে আমরা ইউটিউবে অনলাইন ইনকামের বিষয়ে যে সকল ভিডিও দেখি তার ৮০% ই ভূয়া। বাকি যেগুলো থাকে সেগুলোও ভিডিওর সাথে মিল নেই। অর্থাৎ আপনাকে ভিডিওতে এক রকম বলবে আপনি গিয়ে দেখবেন অন্যরকম।

ইউটিউবে ইনকামের ব্যাপারে যেসব ভিডিও আপলোড করা হয়। তার মধ্যে যেগুলো সত্য তার অধিকাংশই আর্নিং এর পরিমাণ খুবই কম হয়। কিন্তু সাধারণ মানুষ ও আর্নিং এর ভিডিও গুলা বেশি দেখে। তাই অধিক ভিউয়ের আশায় ইউটিউবাররা না জেনেই ভিডিও তৈরি করেন এই বিষয়ে। এই বিষয়টা আমাদের ভেবেচিন্তে বুঝতে হবে। আমি ওই দিকে যাব না। আমি শুধু আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়।

ইউটিউব থেকে ইনকামের উপায় গুলো। এবং সম্পূর্ণ ইউনিক তথ্য ও গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে পড়বেন। এই পোস্টে আমরা যা যা জানতে পারবো- youtube থেকে ইনকাম এর সঠিক গাইড লাইন এবং ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে .

youtube থেকে ইনকাম এর সঠিক গাইড লাইন

বর্তমানে ইউটিউব থেকে ইনকামের গাইডলাইন অনেকেই অনেকভাবে দিয়ে থাকেন। সেক্ষেত্রে কিছু তথ্য মিথ্যা ও থাকে। আমাদের সেটা বুঝে নিতে হবে। আসলে ইউটিউব থেকে ইনকাম করাটা সহজ ব্যাপার নয়। ব্যাপারটা বিস্তারিতভাবে আপনাদের সামনে খোলস করার চেষ্টা করব। তো সবার আগে এই পোস্টে আমরা ইউটিউব থেকে ইনকাম করার পাঁচটি গাইডলাইন সম্পর্কে জানব।

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

ইউটিউব থেকে ইনকাম করার উপায়

ইউটিউব থেকে ইনকামের সেরা ৫ টি উপায়

মূলত youtube থেকে ইনকামের কার্যকরী পদ্ধতি একটি। আর সেটা হচ্ছে ভিডিও আপলোড করার মাধ্যমে মনিটাইজেশন করে ইনকাম। আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন? কোন বিষয়ে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে? তা আমার অভিজ্ঞতা থেকে এই পোস্টে তুলে ধরার চেষ্টা করব। আরেকটা কথা, youtube খুবই জনপ্রিয় সুতরাং বিষয়ে কন্টেন্ট আপলোড করেন ভিউ হবেই। তাছাড়া আপনি যে বিষয়টা ভালো জানেন সেটা নিয়েই তো ভিডিও আপলোড করবেন । তাই না?

ফানি ভিডিও তৈরি করে ইনকাম।

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

 

বর্তমানে ৯০% মানুষই ফানি ভিডিও পছন্দ করেন। তাই ফানি ভিডিওর চাহিদা অনেক। বর্তমানের জনপ্রিয় টিকটক ও লাইকি। এত দ্রুত জনপ্রিয়তা লাভ করার কারণই হচ্ছে ফানি ভিডিও।  আর ইউটিউবে ও এটার জনপ্রিয়তা অনেক। ইউটিউবে আপলোডকৃত ডিলের ৬০% ই ফানি ভিডিও। তাই বুঝতেই পারছেন ইউটিউবে ফানি ভিডিও এর কতটা চাহিদা। তবে এর খরচের পরিমাণ টিও বেশি। সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য কম করে দুইটি ক্যামেরা প্রয়োজন হয়। এগুলা এডিট করারও প্রয়োজন হয়। আর এগুলা শুট করা অনেক কষ্টকর। তবে মার্কেটে এটার চাহিদা আছে। তাই আপনি যদি ভেবে থাকেন প্রফেশনাল ফানি ভিডিও তৈরি করবেন তাহলে প্রয়োজনীয় সরঞ্জামগুলো আগে সংগ্রহ করুন।

রিভিউ ভিডিও তৈরি করে ইনকাম

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

 

মনে করুন, আপনাদের এলাকায় একটি সুন্দর দৃশ্য আছে। এটা নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন। যেহেতু মানুষ সুন্দর জিনিসের প্রতি আগ্রহ বেশি করেন। তাই এটার ভিউ হবে বেশি। তাছাড়া এটা কষ্টের পরিমাণও কম। কারণ এখানে শুধু আপনি জাস্ট রিভিউ করবেন। তবে এখানে আপনার কথা বলার চতুরতা থাকতে হবে। কারন আপনিতো ভিডিওর সামনে সব সময় থাকবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। তাই এই ভিডিও তৈরি করার জন্য আপনাকে অনেক সাহসী মনের হতে হবে। আর এই রিভিউটা আপনি যেকোন জিনিস নিয়ে করতে পারবেন। কোন একটি রেস্টুরেন্টের খাবার নিয়ে, একটি সুন্দর এরিয়া নিয়ে, কোন ব্যক্তিকে নিয়ে অথবা অনলাইনের বিভিন্ন প্রোডাক্ট বা কোম্পানি নিয়ে ও করতে পারেন। মানুষ সব সময় জানার প্রতি আগ্রহী। তাই আপনি যদি সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারেন এবং সুন্দর একটি টাইটেল দিতে পারেন তাহলে প্রচুর ভিউ পাবেন। এই ভিডিওটি দেখতে পারেন।

 

কার্টুন বা এনিমেশন তৈরি করে ইনকাম

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের ফেস শেয়ার করতে চান না। অথবা ক্যামেরার সামনে আসলে দ্বিধাবোধ করেন। তারা এই কাজটি করতে পারেন। এবং আমি মনে করি তাদের জন্য এই কাজটি অনেক ভালো হবে। যেটা হচ্ছে কার্টুন বা এনিমেশন তৈরি করা। এখন হয়তো ভাবছেন কার্টুন বা এনিমেশন কিভাবে তৈরি করব? আসলে অনেক রকমের উপায় আপনি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। কার্টুন তৈরি করার জন্য রয়েছে অনেক রকমের অ্যাপস। আপনি মোবাইল ও কম্পিউটার উভয়ের মাধ্যমে করতে পারবেন। Plotagon, z-cut, chroma tone সহ আরো অনেক রকমের অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আপনি কাটুন তৈরি করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং এর দক্ষতা থাকতে হবে। আর আপনি যদি ভালো ভিডিও এডিটর হতে পারেন। তাহলে অনেক ইউটিউবাররাই আপনাকে হায়ার করবে। যেন আপনি তাদের ভিডিও এডিট করে দেন। আর যদি না জানেন youtube থেকে কোনরকম হালকা কিছু দক্ষতা নিয়ে নিবেন। তারপর এক গুলার মাধ্যমে তৈরি করে এডিটিং করলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনার বেশি ক্যামেরা বা বেশি খরচ হবে না। আমিও কিছু কার্টুন তৈরি করেছি। আপনি চাইলে সেগুলা দেখতে পারেন। তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে।

টিউটোরিয়াল ভিডিও তৈরি করে ইনকাম

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

টাইটেল দেখেই বুঝে গেছেন যে এ বিষয়ে ভিডিও তৈরি করতে হলে আপনাকে যে কোন একটি বিষয়ে দক্ষ হতে হবে। আসলে আপনি যদি মনোযোগ সহকারে চেষ্টা করেন। তাহলে আপনি কাজ করতে করতে অটোমেটিক দক্ষ হয়ে যাবেন। টিউটোরিয়াল ভিডিও তৈরীর ক্ষেত্রে একটি সুবিধা হল আপনি চাইলে আপনার ভয়েস লুকিয়ে রাখতে পারেন। শুধু ভয়েস না আপনি চাইলে আপনার ফেস ও লুকিয়ে রাখতে পারেন। যেমন ধরুন , আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন। তাহলে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড চালু করে ডিজাইন ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনার ফেস দেখানোর ইচ্ছা থাকলে আরো সুবিধা হয়।  টিউটোরিয়াল ভিডিও গুলা মূলত কেমন হয় তা নিচের ভিডিও দেখলে বুঝতে পারবেন।

গল্প তৈরির মাধ্যমে ইনকাম

ইউটিউব থেকে ইনকাম করার উপায়
Earn from YouTube

এটা অনেকটা কার্টুন এর মত। কার্টুন তৈরি করার ঝামেলা আছে কিন্তু এখানে কোন ঝামেলা নেই। এখানে আপনার কিছু ভিডিও এডিটিং করার প্রয়োজন পড়বে। এই ভিডিওটিকে বলা হয় মূলত ক্রোলিং ভিডিও। এই ভিডিও তৈরি করার জন্য অ্যাপস আছে। আমি ইন্সার্ট ভিডিও এডিটিং করেছি। এটা খুব সহজ পদ্ধতি। এই ভিডিওগুলা কিভাবে তৈরি করতে হয় তা নিচের ভিডিওটি দেখলে বুঝা যাবে। চলুন নিচের ভিডিওটি দেখে আসা।

তো ভিডিওটি দেখে বুঝে গেছেন আমি কিভাবে গল্প লেখার ভিডিও তৈরির মাধ্যমে কথা বলেছি। এই ব্যাপারটা ভিউয়ার এর সংখ্যা কম হয়। তবে মজার গল্পগুলো উপস্থাপন করতে পারলে ভিউয়ার্স পাওয়ার সম্ভাবনা বেশি। আমি এরকম অনেকদের দেখেছি যারা শুধু গল্প উপস্থাপন করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছেন। যারা গল্প পড়তে ভালোবাসেন তারা কিন্তু আপনার চ্যানেল এর ভিডিও দেখতে পারলে তারপরে দেখতেই থাকবে। কারণ এভাবে ভিডিও তৈরি করে খুব কম লোকেই। আমার চ্যানেলটি ঘুরে আপনিও কিছু ভিডিও দেখতে পাবেন। আমি কিন্তু মনোযোগ দিয়ে ভিডিও তৈরি করিনি। কারন আমার ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা নেই। আবার গল্প লেখা সম্পর্কে ভালো ধারণা নেই। আপনার যদি এই দুইটি বিষয়ে ভালো ধারণা থাকে তাহলে কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।

 

উপরে উল্লেখিত পাঁচটি মাধ্যম ছাড়াও ইউটিউব থেকে অনেকভাবে ইনকাম করা যায়। যেমন: আপনি বিভিন্ন ভাইরাল বিষয় নিয়ে আলোচনা করে ভিডিও তৈরি করতে পারেন। আবার আপনি যদি সুন্দর গান গাইতে পারেন। ইউটিউবে গান আপলোড করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন। যেটা বর্তমানে অনেকেই করে থাকেন। StarMaker এপস এর মাধ্যমে গান তৈরি করে সেটাকে ইউটিউবে আপলোড করেন। এটা দ্বারা কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। আপনার যে কোন একটি গান ভাইরাল হলেই আপনি স্টার হয়ে যেতে পারবেন। এগুলো ছাড়াও ইউটিউবে অনেক রকমের ভিডিও তৈরি করার কৌশল রয়েছে। আপনি চাইলে শুধু শর্ট ভিডিও আপলোড করে ও মনিটাইজেশন করতে পারবেন। মনিটাইজেশন মূলত কি এটা আমরা একটু পরেই জানব। এই কাজগুলা যদি কিছুই না জানেন। তাহলেও আপনি অন্য একটি উপায় অবলম্বন করে ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে কপি ভিডিও আপলোড করে। মনে করুন ইউটিউবে একটি ভিডিও খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আপনি সেই ভিডিওকে ডাউনলোড করে সুন্দরভাবে এডিটিং করে আবার আপলোড করবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং এর ভালো দক্ষতা থাকতে হবে। আপনি জাস্ট ভিডিওর কোডিং টা চেঞ্জ করলেই ইউটিউব এর কাছে ভিডিওটি রিয়েল হয়ে যাবে। অর্থাৎ youtube বুঝতে পারবে না যে আপনি ভিডিওটি কপি করেছেন। ভিডিও এডিটিং এর ভালো দক্ষতা থাকলেই শুধু কোডিং চেঞ্জ করা সম্ভব। কোডিং চেঞ্জ করার টিউটোরিয়াল ইউটিউবে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। তবে পারলে পেইড কোর ্স করতে পারেন। কারণ কোডি ং চেঞ্জ করার ভিডিও গুলো অতটা কার্যকরী নয়। পেইড কোর্স গুলাই ভালোভাবে এটা শেখায়। এখন ইউটিউবে ভিডিও আপলোড করা তো বুঝলাম। কিন্তু ইনকামটা হবে কিভাবে?  এই বিষয়টা আপনার মাথায় ও আসতে পারে। আসুন জেনে নেই।

ইউটিউব থেকে ইনকাম করে কিভাবে

ইউটিউবের একটি টার্গেট রয়েছে। টার্গেটটি পুরো করতে পারলেই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব। টার্গেটটি অতটা সহজ নয়। তবে যারা সঠিকভাবে কাজ করতে জানে তাদের জন্য পানির মত সহজ। কারণ আগে ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিউ আসা কষ্টকর ছিল। কিন্তু এখন ইউটিউবে একটি রিয়েল ভিডিও আপলোড করার সাথে সাথেই  ইউটিউব সেটা দর্শকদের কাছে পৌঁছে দেয়। যেই নিয়মটা আগে ছিল না। তখনকার আপনার ভিডিও আপলোড করার পর শেয়ার করার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয়া লাগতো। আবার যারা সাবস্ক্রাইবার শুধু তারাই দেখতে পেত। কিন্তু এখন আপনি একটি ভিডিও আপলোড করলে ওই বিষয়ে যারা দেখেন তাদের কাছে ইউটিউব সেটা রিকমেন্ড  করে। এতে ছোট ছোট চ্যানেলেও সহজেই বড় হয়ে যায়। তবে সবশেষ আপনাকে নিয়ম কানুন জানতে হবে। তাই ইউটিউবিং এর সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে দেখবেন একসময় কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। youtube এর টার্গেট পূরণ করা ব্যাপারই হবে না। আসেন জেনে নেই

 ইউটিউব এর টার্গেট কি?

যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করতে চায়। তাদের কাছে একটু ব্যক্তির লক্ষ্য ছুড়ে দেয়। যেখানে আপনার টার্গেট থাকবে। 1000 সাবস্ক্রাইবার পূরণ করা, শেষ এক বছরে চার হাজার লোকের এক ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা এবং শেষ ৯০ দিনে চার মিলিয়ন লোকের শর্ট ভিউ। কাজগুলা করা সবচেয়ে সহজ উপায় রয়েছে। যেটা আমি আপনাদের শিখিয়ে দেই। আপনারা নিয়মিত রিল ভিডিও আপলোড করবেন। আর রিয়েল ভিডিওগুলোতে বর্তমানে ট্রেন্ডিং সাউন্ড গুলো ব্যবহার করবেন। অবশ্যই যেই বিষয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সেই বিষয়ের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন। আই রিয়েল ভিডিও থেকে প্রচুর সাবস্ক্রাইবার এবং ভিউ পাওয়া যায়। আপনার যদি youtube এর ভিডিও এবং গ্রিল একই বিষয়ের হয় তাহলে সাবস্ক্রাইবার হারাবেন না। একটা রিল ভাইরাল হলেই আপনার ১ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। কিন্তু আপনার চ্যানেল যদি ওই বিষয়েরই না হয়। তাহলে ওই সাবস্ক্রাইবার রাত আপনার ভিডিও দেখবে না। এখানে আপনার জাস্ট সাবস্ক্রাইবার বাড়বে। পুষ্টি লং করার একটাই কারণ আপনাদেরকে বিষয়টা বিশ্লেষণ করে বুঝানো। এই পোস্টে youtube এর অনেক খুঁটিনাটি বিষয়ক তথ্য আপনাদের দিলাম। এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে ও যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল করে। কোথাও কোন ভুল লিখলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আমার ভুল সংশোধন করতে পারবো।

শেষ কথা: বর্তমানে অনলাইনে নিয়মকানুন নিয়মিত পরিবর্তন হয়। আমি এখনকার নিয়ম কানুন এর উপর ভিত্তি করে সামনে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা এই নিয়ম কানুন গুলো একসময় পরিবর্তন হবে। তখন আর আমার এই তথ্যগুলোর মূল্য থাকবে না। তাই সর্বশেষ তথ্য নেয়ার চেষ্টা করুন।

আল্লাহ হাফেজ

Leave a Reply

Join Our Facebook Group
Like Our Facebook Page Subscribe to YouTube Join Our Telegram