[Web Design full Course 2024] ওয়েব এড্রেস কি? এবং বিস্তারিত। Part- 1
Trickmi এ আপনাকে স্বাগতম।
আজকে ওয়েব ডিজাইন এর বিগিন পর্ব।
বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক আশা করি মিস করবেন না। Web Design full Course 2024
তো আজকের বিষয় হচ্ছে
ওয়েব সাইট কি?
ওয়েব সাইট এড্রেস কি?
কিভাবে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুঁজতে হয়?
প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক এর উপর এসাইনমেন্ট দেয়া হবে টপিক এর শেষে । আর এই এসাইনমেন্ট জমা দিবেন Trickmi Official Facebook group এ পোস্ট করার মাধ্যমে।
তো চলুন আজকের পর্ব শুরু করা যাক।
ওয়েব সাইট কি?
আমরা যখন কোন তথ্য জানতে চাই তখন তা ইন্টারনেটে সার্চ দেওয়ার মাধ্যমে জেনে যায়। ইন্টারনেট কি আমাদের তথ্যগুলো নিজ থেকে দেয়? মোটেও না। সে আগে অন্য এক মাধ্যম থেকে সংগ্রহ করে। আর সেই মাধ্যমটি হল ওয়েবসাইট। অনেক লেখক তথ্যগুলোকে ওই ওয়েবসাইটে লিখে ইন্টারনেটে পাবলিস্ট করেন। আর ইন্টারনেট সেটা সংগ্রহ করে আমাদের দেয়। অর্থাৎ ওয়েবসাইট আমাদের তথ্য দেয় তার মাধ্যমে ইন্টারনেট। তথ্যগুলো ভিডিও, ছবি, লেখা আরো আলাদা ধরনের ডকুমেন্ট হতে পারে। যেগুলো খুঁজে পেতে ইন্টারনেট আমাদের সাহায্য করে।
আরো দেখুন..
[Web Design full Course 2024] ওয়েব ডিজাইন সম্পর্কে ও Trickmi সম্পর্কে।।
উদাহরণ হিসেবে, বর্তমানে আমরা খবর দেখি বা শুনি অথবা পরি টিভি চ্যানেল অথবা খবরের কাগজ থেকে। এক্ষেত্রে আমরা সরাসরি আপডেট পেতে পারি না। কিন্তু যখন আমাদের হাতে একটা মোবাইল থাকে আর তখন আমরা সরাসরি লাইভ নিউজ দেখতে পারি। যেটা খবরের কাগজে সম্ভব না। আর টিভিতেও না। এই সরাসরি নিউজটি পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ওয়েবসাইট। কারণ , ঘটনার সাথে সাথেই রিপোটার ওয়েব সাইটে রিপোর্ট দিয়ে দেয়। আর আমরা সেখানে ভিজিট করি সেটা পেয়ে যাব। অন্যদিকে , টিভি চ্যানেলে রিপোর্ট আগে দিতে হয় তারপর টিভি চ্যানেল সেটাকে দেখায়। আর খবরের কাগজ তো সরাসরি দেওয়া একেবারেই কঠিন। তাই নিউজ সবার আগে পেতে ওয়েবসাইটের কোন বিকল্প নেই। শুধু নিউজ যে কোন ক্ষেত্রের আপডেট ই ওয়েবসাইট ফাস্ট। Web Design full Course 2024
ওয়েবসাইট এড্রেস কি?
ওয়েবসাইটের এড্রেস হলেও ওয়েবসাইটের ঠিকানা। আমাদের যেমন প্রত্যেকের আলাদা আলাদা ঠিকানা আছে ঠিক ওয়েবসাইটেরও প্রত্যেকটির আলাদা আলাদা ঠিকানা আছে।
যেমন, ফেসবুকের ঠিকানা হচ্ছে https://www.facebook.com/ আবার ইউটিউব এর ঠিকানা https://www.YouTube.com । এখানে দুইটি সাইটের ঠিকানা আলাদা আলাদা। ঠিকানার মূল অংশ হচ্ছে Facebook/YouTube আর .com হচ্ছে ডোমেইন। এখানে এইচ ডি এর কাজ হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি। ওয়েবসাইট এর রাস্তা বলা যায় আবার প্যাথ ও বলা যায়। আমাদের ফোনের একটি মেমোরি কার্ড থাকে তার প্যাথ হচ্ছে E:// তেমনি ভাবে অনলাইনের কোন ওয়েবসাইট বোঝাতে প্যাথ হবে https:// ও http:// ।
মোটকথা –
HTTPS এর পুরো নাম হল “Hypertext Transfer Protocol Secure”। এটা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার মধ্যে সেকিউরিটি একটি কমিউনিকেশন প্রোটোকল যা তথ্য সংক্রান্ত দরদারদের সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। HTTPS এর ব্যবহারের মাধ্যমে তথ্য সংক্রান্ত প্রত্যাশিত গোপনীয়তা এবং সিকিউরিটি সরবরাহ করা হয়।
আবার www এর পুরো রূপ হল “World Wide Web”। এটা ইন্টারনেটে সাধারণত ব্যবহৃত একটি প্রিফিক্স, যেটা একটি ওয়েবসাইটের ঠিকানা সনাক্ত করে। যখন আমরা ওয়েব সার্ফিং করি তখন সাধারণত ওয়েবসাইটের ঠিকানা এর শুরুতে www ব্যবহৃত হয়। তবে, কিছু ওয়েবসাইট এই প্রিফিক্স ব্যবহার না করেও চলতে পারে।
কিভাবে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুঁজতে হয়?
ইন্টারনেটে একটা ওয়েবসাইট খোঁজা ততটা কঠিন কাজ নয়। ওয়েবসাইটটি যদি জনপ্রিয় হয়ে থাকে তার সম্পর্কে ও একটি ট্যাগের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব তবে ওয়েব সাইটে ইন্টারনেটে পাবলিস্ট করা বাধ্যতামূলক। তবে সকল ওয়েবসাইটই তার নামের উপর দিয়ে পরিচিত। আমরা যেমন নাম বললে চিনতে পারি ব্যক্তিকে। তেমনি ইন্টারনেটে ওয়েবসাইটের নাম কে সার্চ দিলে ই ওয়েবসাইট টি পেয়ে যাবেন। তবে ওয়েবসাইটটা অবশ্যই ইন্টারনেটে পাবলিস্ট করা হতে হবে। আর ইন্টারনেটে পাবলিস্ট করা না থাকলে সরাসরি ওয়েবসাইট লিংক দিয়ে সার্চ দিতে হবে। যেমন আমাদের এই ওয়েবসাইট টি যদি ইন্টারনেটে পাবলিস্ট না থাকতো তাহলে https://trickmi.com লিখে সার্চ দিতে হতো। যেহেতু এটা ইন্টারনেটে পাবলিস্ট করা তাই ওয়েবসাইটের নাম (Trickmi) দিলেই খুঁজে পাবেন।
বর্তমানে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। আমরা যদি fb লিখে সার্চ দেই । তাহলেও এই ওয়েবসাইট পেয়ে যাব। এইটাকে বলা হয় নিক নেম অর্থাৎ ছোট নাম।
তো আজকের এটা প্রথম পর্ব। পার্বটি বেশি বড় করতে চাইনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক Trickmi Official গ্রুপে যুক্ত হবেন।